ETV Bharat / state

মাঘেই হাজির বসন্ত! সপ্তাহান্তে বঙ্গে নিম্নমুখী হবে পারদ - WEST BENGAL WEATHER UPDATE

চলতি সপ্তাহের বাকি দিনগুলো সামান্য তাপমাত্রা বাড়লেও শেষে হালকা শীত পড়ার পূর্বাভাস হাওয়া অফিসের ৷ দেওয়া হয়েছে শীত বিদায়ের বার্তাও ৷

West Bengal Weather Report
মাঘ মাসেই বঙ্গের দুয়ারে বসন্তের আনাগোনা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 5, 2025, 7:12 AM IST

কলকাতা, 5 ফেব্রুয়ারি: বাংলা ক্যালেন্ডারে মাসটা মাঘ হলেও রাজ্যের বেশিরভাগ জায়গাতেই যেন বসন্তের ছোঁয়া। গায়ে রোদের ছ্যাঁকা লাগছে যথেষ্ট । ভোর এবং রাতে হালকা ঠান্ডার আমেজ অনুভূত হচ্ছে ৷ সকালে কুয়াশা থাকলেও শীতের আবহ নেই । উত্তরবঙ্গের ডুয়ার্সে এখনও শীতের কিছুটা অনুভূতি রয়েছে ঠিকই । তবে রাজ্যের বাকি অংশে দুয়ারে বসন্ত ।

যদিও আলিপুর আবহাওয়া অফিস সপ্তাহান্তে ফের শীত পড়ার পূর্বাভাস দিয়েছে ৷ গত কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলেছিল । হাওয়া অফিস জানিয়েছিল, অল্প হলেও পারদ পতন হবে । প্রত্যাশামতোই তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমেছে । আজ বুধবার দিনের আকাশ ভোরে কুয়াশাচ্ছন্ন হলেও বেলায় পরিষ্কার থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 28 এবং 17 ডিগ্রির আশেপাশে থাকবে ।

দক্ষিণবঙ্গে তাপমাত্রার ওঠানামা চলবে । আজ বুধবার পর্যন্ত তাপমাত্রা সামান্য কমলেও বৃহস্পতিবার দু থেকে তিন ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে ৷ সপ্তাহ শেষে ফের নিম্নমুখী হবে পারদ । সকাল ও সন্ধ্যায় ফিরবে হালকা শীতের আমেজ ।

কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.4 ডিগ্রি বেশি । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.2 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 90 শতাংশ এবং সর্বনিম্ন 45 শতাংশ । দার্জিলিংয়ে তাপমাত্রা ছিল 6 ডিগ্রি সেলসিয়াস । আলিপুরদুয়ারে 11.4 ডিগ্রি ও পুরুলিয়াতে 11.1 ডিগ্রি ।

উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন নেই । স্বাভাবিকের কাছাকাছি থাকবে পারদ । সকাল সন্ধ্যা সামান্য শীতের আমেজ ফিরলেও ফেব্রুয়ারির মাঝামাঝি শীত বাংলা থেকে বিদায় নেবে বলে অনুমান আবহাওয়াবিদদের । এর মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, দুই দিনাজপুর ও মালদা জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে । দৃশ্যমানতা 50 মিটার নেমে আসবে । দক্ষিণবঙ্গের জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে । বৃহস্পতিবার মাঝারি কুয়াশার সর্তকতা রয়েছে সাত জেলাতে‌ ।

হাওয়া অফিস বলছে, ভূমধ্যসাগরীয় এলাকা থেকে বয়ে আসা ঠান্ডা ভারী বাতাস উত্তর-পশ্চিম ভারতে এসেছে । ফলস্বরূপ সেখানে বৃষ্টি এবং তুষারপাত হচ্ছে । তাতেই বাধা পেয়েছে উত্তুরের ঠান্ডা হাওয়া । ফলে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত দীর্ঘস্থায়ী হয়নি । তেমনই একটি ঝঞ্ঝা আফগানিস্তান হয়ে ভারতে ঢুকছে । সেটি সরে গেলেই উত্তরের ঠান্ডা বাতাস বঙ্গের দিকে আসবে । ফলে পারদ পতন হবে । তবে মাঘ পেরিয়ে ফাল্গুন পড়লেই উত্তরের হাওয়ার ততটা প্রভাব পাওয়া যাবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস ।

কলকাতা, 5 ফেব্রুয়ারি: বাংলা ক্যালেন্ডারে মাসটা মাঘ হলেও রাজ্যের বেশিরভাগ জায়গাতেই যেন বসন্তের ছোঁয়া। গায়ে রোদের ছ্যাঁকা লাগছে যথেষ্ট । ভোর এবং রাতে হালকা ঠান্ডার আমেজ অনুভূত হচ্ছে ৷ সকালে কুয়াশা থাকলেও শীতের আবহ নেই । উত্তরবঙ্গের ডুয়ার্সে এখনও শীতের কিছুটা অনুভূতি রয়েছে ঠিকই । তবে রাজ্যের বাকি অংশে দুয়ারে বসন্ত ।

যদিও আলিপুর আবহাওয়া অফিস সপ্তাহান্তে ফের শীত পড়ার পূর্বাভাস দিয়েছে ৷ গত কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলেছিল । হাওয়া অফিস জানিয়েছিল, অল্প হলেও পারদ পতন হবে । প্রত্যাশামতোই তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমেছে । আজ বুধবার দিনের আকাশ ভোরে কুয়াশাচ্ছন্ন হলেও বেলায় পরিষ্কার থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 28 এবং 17 ডিগ্রির আশেপাশে থাকবে ।

দক্ষিণবঙ্গে তাপমাত্রার ওঠানামা চলবে । আজ বুধবার পর্যন্ত তাপমাত্রা সামান্য কমলেও বৃহস্পতিবার দু থেকে তিন ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে ৷ সপ্তাহ শেষে ফের নিম্নমুখী হবে পারদ । সকাল ও সন্ধ্যায় ফিরবে হালকা শীতের আমেজ ।

কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.4 ডিগ্রি বেশি । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.2 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 90 শতাংশ এবং সর্বনিম্ন 45 শতাংশ । দার্জিলিংয়ে তাপমাত্রা ছিল 6 ডিগ্রি সেলসিয়াস । আলিপুরদুয়ারে 11.4 ডিগ্রি ও পুরুলিয়াতে 11.1 ডিগ্রি ।

উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন নেই । স্বাভাবিকের কাছাকাছি থাকবে পারদ । সকাল সন্ধ্যা সামান্য শীতের আমেজ ফিরলেও ফেব্রুয়ারির মাঝামাঝি শীত বাংলা থেকে বিদায় নেবে বলে অনুমান আবহাওয়াবিদদের । এর মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, দুই দিনাজপুর ও মালদা জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে । দৃশ্যমানতা 50 মিটার নেমে আসবে । দক্ষিণবঙ্গের জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে । বৃহস্পতিবার মাঝারি কুয়াশার সর্তকতা রয়েছে সাত জেলাতে‌ ।

হাওয়া অফিস বলছে, ভূমধ্যসাগরীয় এলাকা থেকে বয়ে আসা ঠান্ডা ভারী বাতাস উত্তর-পশ্চিম ভারতে এসেছে । ফলস্বরূপ সেখানে বৃষ্টি এবং তুষারপাত হচ্ছে । তাতেই বাধা পেয়েছে উত্তুরের ঠান্ডা হাওয়া । ফলে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত দীর্ঘস্থায়ী হয়নি । তেমনই একটি ঝঞ্ঝা আফগানিস্তান হয়ে ভারতে ঢুকছে । সেটি সরে গেলেই উত্তরের ঠান্ডা বাতাস বঙ্গের দিকে আসবে । ফলে পারদ পতন হবে । তবে মাঘ পেরিয়ে ফাল্গুন পড়লেই উত্তরের হাওয়ার ততটা প্রভাব পাওয়া যাবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.