ETV Bharat / state

ওটা দুর্ঘটনা ! মহাকুম্ভে ডুব দিয়ে যোগী সরকারের প্রশংসায় রচনা - RACHNA BANERJEE AT MAHA KUMBH 2025

গেরুয়া সালোয়ারে মহাকুম্ভে রচনা ৷ পুণ্যস্নান সেরে যোগী সরকারের প্রশংসায় তৃণমূল সাংসদ ৷ ইটিভি ভারতে শেয়ার করলেন অভিজ্ঞতা ৷

Rachna Banerjee on Yogi Govt
মহাকুম্ভে স্নান সেরে যোগী রাজ্যের প্রশংসা রচনার (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 5, 2025, 8:02 AM IST

হুগলি, 5 ফেব্রুয়ারি: মহাকুম্ভে পুণ্যস্নান করে যোগী আদিত্যনাথের প্রশাসনের প্রশংসা করলেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় । সম্ভবত এই প্রথম কোনও তৃণমূল সাংসদ প্রয়াগরাজে মহাকুম্ভে গেলেন ৷ সরস্বতী পুজোর সময় প্রয়াগরাজের কুম্ভমেলায় যোগ দেন হুগলির তৃণমূল সাংসদ । কুম্ভমেলার পর মঙ্গলবার বারাণসী যান রচনা ।

ত্রিবেণী সঙ্গমে স্নান করে তিনি অভিভূত । পাশাপাশি যোগী প্রশাসন মহাকুম্ভে আগতদের থাকা থেকে শুরু করে নিরাপত্তার যে ব্যবস্থা করেছে তাতেও অভিভূত হুগলির সাংসদ ।

ইটিভি ভারতের সঙ্গে রচনার কথোপকথন (ইটিভি ভারত)

ইটিভি ভারতের প্রতিনিধিকে ফোনে সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন । তিনি বলেন, "কোটি কোটি মানুষের মধ্যে আমি এখানে আসার সুযোগ পেয়েছি বলে নিজেকে ধন্য মনে করেছি । অভিনেত্রী বা সাংসদ বলে আলাদা কোনও সুযোগ পাইনি । সকলের সঙ্গেই স্নান করেছি ।"

দুর্ঘটনার প্রসঙ্গে হুগলির সাংসদ রচনা বলেন, "ওটা কেবল দুর্ঘটনা । তারপরও বহু মানুষ আসছেন । সাধারণ মানুষের থাকার জন্য সু-ব্যবস্থা আছে মেলায় । শৌচাগারের ব্যবস্থাও ভালো । নিরাপত্তার দায়িত্বে পুলিশ আছে । একটা শহরের মধ্যে 35 কোটি মানুষ আসছেন এটা একটা অবিশ্বাস্য ব্যাপার ।"

Rachna Banerjee at Maha Kumbh
মহাকুম্ভে পুণ্যস্নান তৃণমূল সাংসদ রচনার (সৌজন্য : রচনা বন্দ্যোপাধ্যায়ের সোশাল মিডিয়া পোস্ট)

রচনা আরও বলেন, "আমি গিয়ে ওখানে দু'দিন ছিলাম । স্নান করেছি । অভিনেত্রী বা রাজনৈতিক ব্যক্তিত্ব বলে কোনও বিশেষ সুবিধে পাওয়া যাচ্ছে না । ওখানে সকলেই সমান । এটাই নিয়ম উত্তরপ্রদেশ সরকারের । যেটা আমার খুব ভালো লেগেছে ৷ দুর্ঘটনার পর থেকে মেলা এবং তার আশপাশ কড়া নিরাপত্তা মুড়ে ফেলা হয়েছে । এখন মেলা চত্বরে হেলিকপ্টার ও ড্রোন দিয়ে বিশেষভাবে নজরদারি হচ্ছে ।"

কুম্ভে গিয়ে যোগগুরু রামদেবের সঙ্গে দেখা হয়েছে রচনার। তিনি বলেন, "যোগাভ্যাসের জন্য ওনার উত্তরাখণ্ডের আশ্রমে যাওয়ার কথা বললেন । আমায় ও আমার বন্ধুদের আশীর্বাদ করেছেন ।"

কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে 30 জনের মৃত্যুর ঘটনায় তৃণমূলের শীর্ষনেতারা যোগী সরকারের সমালোচনা করেছিলেন । এবার সম্পূর্ণ বিপরীত প্রতিক্রিয়া দিলেন তৃণমূল সাংসদ। উত্তরপ্রদেশ সরকার মহাকুম্ভে যেভাবে কোটি কোটি মানুষের থাকা ও নিরাপত্তার ব্যবস্থা করছে সেটারই প্রশংসা করেছেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ রচনা ।

হুগলি, 5 ফেব্রুয়ারি: মহাকুম্ভে পুণ্যস্নান করে যোগী আদিত্যনাথের প্রশাসনের প্রশংসা করলেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় । সম্ভবত এই প্রথম কোনও তৃণমূল সাংসদ প্রয়াগরাজে মহাকুম্ভে গেলেন ৷ সরস্বতী পুজোর সময় প্রয়াগরাজের কুম্ভমেলায় যোগ দেন হুগলির তৃণমূল সাংসদ । কুম্ভমেলার পর মঙ্গলবার বারাণসী যান রচনা ।

ত্রিবেণী সঙ্গমে স্নান করে তিনি অভিভূত । পাশাপাশি যোগী প্রশাসন মহাকুম্ভে আগতদের থাকা থেকে শুরু করে নিরাপত্তার যে ব্যবস্থা করেছে তাতেও অভিভূত হুগলির সাংসদ ।

ইটিভি ভারতের সঙ্গে রচনার কথোপকথন (ইটিভি ভারত)

ইটিভি ভারতের প্রতিনিধিকে ফোনে সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন । তিনি বলেন, "কোটি কোটি মানুষের মধ্যে আমি এখানে আসার সুযোগ পেয়েছি বলে নিজেকে ধন্য মনে করেছি । অভিনেত্রী বা সাংসদ বলে আলাদা কোনও সুযোগ পাইনি । সকলের সঙ্গেই স্নান করেছি ।"

দুর্ঘটনার প্রসঙ্গে হুগলির সাংসদ রচনা বলেন, "ওটা কেবল দুর্ঘটনা । তারপরও বহু মানুষ আসছেন । সাধারণ মানুষের থাকার জন্য সু-ব্যবস্থা আছে মেলায় । শৌচাগারের ব্যবস্থাও ভালো । নিরাপত্তার দায়িত্বে পুলিশ আছে । একটা শহরের মধ্যে 35 কোটি মানুষ আসছেন এটা একটা অবিশ্বাস্য ব্যাপার ।"

Rachna Banerjee at Maha Kumbh
মহাকুম্ভে পুণ্যস্নান তৃণমূল সাংসদ রচনার (সৌজন্য : রচনা বন্দ্যোপাধ্যায়ের সোশাল মিডিয়া পোস্ট)

রচনা আরও বলেন, "আমি গিয়ে ওখানে দু'দিন ছিলাম । স্নান করেছি । অভিনেত্রী বা রাজনৈতিক ব্যক্তিত্ব বলে কোনও বিশেষ সুবিধে পাওয়া যাচ্ছে না । ওখানে সকলেই সমান । এটাই নিয়ম উত্তরপ্রদেশ সরকারের । যেটা আমার খুব ভালো লেগেছে ৷ দুর্ঘটনার পর থেকে মেলা এবং তার আশপাশ কড়া নিরাপত্তা মুড়ে ফেলা হয়েছে । এখন মেলা চত্বরে হেলিকপ্টার ও ড্রোন দিয়ে বিশেষভাবে নজরদারি হচ্ছে ।"

কুম্ভে গিয়ে যোগগুরু রামদেবের সঙ্গে দেখা হয়েছে রচনার। তিনি বলেন, "যোগাভ্যাসের জন্য ওনার উত্তরাখণ্ডের আশ্রমে যাওয়ার কথা বললেন । আমায় ও আমার বন্ধুদের আশীর্বাদ করেছেন ।"

কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে 30 জনের মৃত্যুর ঘটনায় তৃণমূলের শীর্ষনেতারা যোগী সরকারের সমালোচনা করেছিলেন । এবার সম্পূর্ণ বিপরীত প্রতিক্রিয়া দিলেন তৃণমূল সাংসদ। উত্তরপ্রদেশ সরকার মহাকুম্ভে যেভাবে কোটি কোটি মানুষের থাকা ও নিরাপত্তার ব্যবস্থা করছে সেটারই প্রশংসা করেছেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ রচনা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.