ETV Bharat / bharat

দিল্লিতে বিকেল পর্যন্ত পড়ল 57. 70 শতাংশ ভোট, শীলামপুরে বিজেপির বিক্ষোভ - DELHI ASSEMBLY ELECTION 2025 LIVE

Delhi Assembly Election 2025
আজ দিল্লিতে 70 আসনে ভোট (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 5, 2025, 9:28 AM IST

Updated : Feb 5, 2025, 5:39 PM IST

দিল্লির 70টি বিধানসভা আসনের জন্য বুধবার সকাল 7টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। এর আগে, দিল্লির অনেক ভোটকেন্দ্রে মক পোলিং পরিচালিত হয়েছিল। এবার দিল্লিতে মোট 1,56,14,000 ভোটার রয়েছেন, যারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এখানে 83,76,173 জন পুরুষ, 72,36,560 জন মহিলা এবং 1,267 জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। ভোটগ্রহণ চলবে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত। এই বিধানসভা নির্বাচনে, নয়াদিল্লি, কালকাজি, পাটপরগঞ্জ, জঙ্গপুরা, ওখলা, বাবরপুর, চাঁদনী চক, গ্রেটার কৈলাস, বিজওয়াসন, মালব্য নগর, মাটিয়া মহল, নরেলা ইত্যাদি যেন হট সিট হয়ে উঠেছে! বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই আসনগুলিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷ ফলে সকলের নজর রয়েছে এই আসনগুলির উপর।

ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আধাসামরিক বাহিনীর (CRPF) মোট 220 কোম্পানি মোতায়েন করা হয়েছে। এছাড়াও, 19,000 হোমগার্ড এবং 35,626 জন দিল্লি পুলিশকর্মী নিরাপত্তা ব্যবস্থা দেখাশোনা করছেন। যেকোনও ধরণের ঝামেলা এড়াতে ভোটকেন্দ্রগুলিতে কঠোর নজরদারি চালানো হচ্ছে। নির্বাচন কমিশন প্রথমবার প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী ব্যক্তি এবং তরুণদের ভোটদানের জন্য বিশেষ সুবিধা প্রদান করেছে। এই নির্বাচনে 18-19 বছর বয়সী 2.39 লক্ষ তরুণ ভোটার প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। শহরে মোট 13,766টি ভোটকেন্দ্র করা হয়েছে। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলিতে ভোটারদের উৎসাহ দেখা যাচ্ছে এবং গণতন্ত্রের এই মহান উৎসবে মানুষ উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করছে।

LIVE FEED

5:37 PM, 5 Feb 2025 (IST)

বিকেল 5টা পর্যন্ত ভোটের হার

দিল্লি বিধানসভা নির্বাচনে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পডল 57. 70 শতাংশ ।

4:17 PM, 5 Feb 2025 (IST)

ভোটে কারচুপি! বিজেপির বিক্ষোভ

শীলামপুর বিধানসভা কেন্দ্রে ভোটে কারচুপি হয়েছে বলে অভিযোগ তুলে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মীরা।

3:42 PM, 5 Feb 2025 (IST)

কেজরির আসনে সবচয়ে কম ভোট

দুপুর তিনটে পর্যন্ত 70 আসনের দিল্লি বিধানসভায় ভোট পড়েছে 46.55 শতাংশ। উত্তর-পূর্ব দিল্লি আসনে সর্বাধিক 52.73 শতাংশ ভোট পড়েছে। সবচেয়ে কম 43.10 শতাংশ ভোট পড়েছে নিউ দিল্লি বিধানসভা কেন্দ্রে। এই আসন থেকেই লড়ছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। লড়াইয়ে আছেন আরও দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে।

3:09 PM, 5 Feb 2025 (IST)

ভোট দিলেন মুখ্য নির্বাচন কমিশনার

সকােলই পরিবারের সদস্যদের সঙ্গে ভোট দিয়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার । দিল্লির মতিবাগের একটি বুথে পরিবারের সদস্যদের নিয়ে ভোট দিতে যান রাজীব। পরে সংবাদসংস্থা এএনআইকে তিনি জানান, যথাযথ নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই চলছে ভোট।

delhi-assembly-election-2025-
সপরিবারে মুখ্য নির্বাচন কমিশনার (ছবি: সংবাদসংস্থা এএনআই)

2:58 PM, 5 Feb 2025 (IST)

পোলিং বুথে থি্ম!

দিল্লরি বিকাশপুরীর একটি পোলিং বুথে থিমের ছোঁয়া। থিমের নাম চন্দ্রযান সে চুনাও তক-ভারত কি উড়ান।

2:50 PM, 5 Feb 2025 (IST)

ভোট দিলেন কেজরি

ভোট দিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল ।

delhi-assembly-election-2025
সপরিবারে ভোট দিলেন কেজরি (এএনআই)

2:41 PM, 5 Feb 2025 (IST)

পরিদর্শনে পুলিশ কমিশনার

ভোট পরিস্থিতি খতিয়ে দেখতে দক্ষিণ-পশ্চিম দিল্লির জোস মার্টিন স্কুলে এলেন পুলিশ কমিশনার সঞ্জয় আরোরা। ভোট চত্বরের পরিবেশ খতিয়ে দেখার পাশাপশি নিরাপত্তর দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গেও কথা বলেন তিনি।

2:08 PM, 5 Feb 2025 (IST)

দুপুর 1টা পর্যন্ত দিল্লিতে ভোট পড়ল 33.31 শতাংশ

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, দিল্লির বিধানসভা নির্বাচনে দুপুর 1টা পর্যন্ত 33.31 শতাংশ ভোট পড়েছে ৷ দিল্লির উত্তর-পূর্ব অংশে ভোটদানের হার সবচেয়ে বেশি ৷

12:42 PM, 5 Feb 2025 (IST)

ভোট দিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

দিল্লির বিধানসভা নির্বাচনে ভোট দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ভোট দিতে তাঁর সঙ্গে এসেছিলেন ছিলেন তাঁর স্ত্রী, মা-বাবা আর ছেলে।

12:37 PM, 5 Feb 2025 (IST)

ভোট দিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়

স্ত্রীকে সঙ্গে নিয়ে লাইনে দাঁড়িয়ে বুধবার দিল্লি বিধানসভা নির্বাচনে ভোট দিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়।

12:26 PM, 5 Feb 2025 (IST)

ভোট দিলেন প্রিয়াঙ্কা গান্ধি

বুধবার দিল্লি বিধানসভা নির্বাচনে ভোট দিলেন প্রিয়াঙ্কা গান্ধি, নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "আমার প্রিয় দিল্লিবাসী! সংবিধান আপনাদের যা শক্তি দেয়, আজ তার ব্যবহার করে পরবর্তী পাঁচ বছরের জন্য আপনার ভবিষ্যৎ নির্ধারণ করা হয়। আপনার ভোটে আপনি নিজেকে এবং আপনার দিল্লিকে শক্তিশালী করুন।"

12:14 PM, 5 Feb 2025 (IST)

সকাল 11টা পর্যন্ত দিল্লিতে ভোট পড়ল 19.9 শতাংশ

নির্বাচন কমিশন সূত্রে খবর, বুধবার সকাল 11টা পর্যন্ত দিল্লিতে ভোট দানের হার 19.9 শতাংশ।

11:11 AM, 5 Feb 2025 (IST)

ভোট দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী, FIR ইস্যুতে একযোগে বিঁধলেন বিজেপি-পুলিসকে

ভোট এবং তাঁর বিরুদ্ধে এফআইআর প্রসঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী বলেন, "যারা কাজ করে, দিল্লির মানুষ তাদের পাশে আছে। কারণ, তারা গুন্ডামি চায় না। দিল্লি পুলিশ যা খুসি করতে পারে। দিল্লি পুলিশ প্রকাশ্যে বিজেপিকে নির্বাচনে লড়তে সাহায্য করছে। একদিকে বিজেপির গুন্ডামি চলছে, অন্যদিকে দিল্লি পুলিশ বিজেপিকে পূর্ণ সমর্থন দিচ্ছে..."

10:51 AM, 5 Feb 2025 (IST)

ভোট দিলেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না

বুধবার দিল্লি বিধানসভা নির্বাচনে ভোট দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তিনি নির্মাণ ভবনের ভোটকেন্দ্রে ভোট দেন।

10:13 AM, 5 Feb 2025 (IST)

দিল্লির ভোটারদের অমিত শাহর বার্তা

দিল্লির ভোটারদের উদ্দেশ্যে অমিত শাহ নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, "দিল্লি বিধানসভা নির্বাচনে ভোট দিতে যাওয়া আমার ভাইবোনদের কাছে আমি আবেদন করছি, মিথ্যা প্রতিশ্রুতি, দূষিত যমুনা, মদের দোকান, ভাঙা রাস্তা এবং নোংরা জলের বিরুদ্ধে ভোট দিন। আজ, জনকল্যাণের ক্ষেত্রে শক্তিশালী রেকর্ড এবং দিল্লির উন্নয়নের জন্য স্পষ্ট দৃষ্টিভঙ্গিসম্পন্ন সরকার গঠনের জন্য বিপুল সংখ্যায় ভোট দিন। আপনার একটি ভোট দিল্লিকে বিশ্বের সবচেয়ে উন্নত রাজধানীতে পরিণত করতে পারে।"

10:05 AM, 5 Feb 2025 (IST)

সকাল 9টা পর্যন্ত 8.10 শতাংশ ভোট পড়েছে

দিল্লি বিধানসভা নির্বাচন 2025-এর পরিপ্রেক্ষিতে, সকাল 9টা পর্যন্ত 8.10 শতাংশ ভোট পড়েছে। পাশাপাশি, মিল্কিপুরে উপনির্বাচনে 13.34 শতাংশ ভোট পড়েছে ৷

9:47 AM, 5 Feb 2025 (IST)

ভোট দিলেন রাহুল গান্ধি

দিল্লি বিধানসভা নির্বাচন 2025-এ ভোট দিলেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। ভোট দিয়ে তিনি দিল্লির মানুষকে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বানও জানান। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "আমার প্রিয় দিল্লির ভাই ও বোনেরা। আমি আপনাদের সকলের কাছে আজই ভোট দিতে যাওয়ার আবেদন করছি। কংগ্রেসকে আপনার প্রতিটি ভোট, আপনার অধিকার রক্ষা করবে, সংবিধানকে শক্তিশালী করবে এবং দিল্লিকে আবার অগ্রগতির পথে ফিরিয়ে আনবে।"

9:34 AM, 5 Feb 2025 (IST)

ভোট দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

দিল্লি নির্বাচন 2025-এ ডঃ রাজেন্দ্র প্রসাদ কেন্দ্রীয় বিদ্যালয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভোট দিয়েছেন।

9:29 AM, 5 Feb 2025 (IST)

ভোট দিলেন মনীশ সিসোদিয়া

জঙ্গপুরা বিধানসভা কেন্দ্রের আপ নেতা এবং বিধায়ক প্রার্থী মনীশ সিসোদিয়া নতুন দিল্লি বিধানসভা কেন্দ্রের লেডি আরউইন সিনিয়র সেকেন্ডারি স্কুলের ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন। তাঁর স্ত্রী সীমা সিসোদিয়াও এখানে ভোট দিয়েছেন।

9:18 AM, 5 Feb 2025 (IST)

নতুন ভোটারদের শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির

আজ দিল্লিতে হওয়া বিধানসভা ভোটে সেখানকার সমস্ত ভোটারদের এই গণতন্ত্র উৎসবে সামিল হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি নতুন ভোটারদের উদ্দেশ্যে নিজের এক্স হ্যান্ডেলে বিশেষ বার্তাও দিয়েছেন তিনি। তিনি লিখেছেন, ‘‘প্রথমবারের মতো ভোট দিতে যাওয়া সকল তরুণ বন্ধুদের আমার বিশেষ শুভেচ্ছা। মনে রাখবেন, আগে ভোট, তারপর জল খান।’’

দিল্লির 70টি বিধানসভা আসনের জন্য বুধবার সকাল 7টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। এর আগে, দিল্লির অনেক ভোটকেন্দ্রে মক পোলিং পরিচালিত হয়েছিল। এবার দিল্লিতে মোট 1,56,14,000 ভোটার রয়েছেন, যারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এখানে 83,76,173 জন পুরুষ, 72,36,560 জন মহিলা এবং 1,267 জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। ভোটগ্রহণ চলবে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত। এই বিধানসভা নির্বাচনে, নয়াদিল্লি, কালকাজি, পাটপরগঞ্জ, জঙ্গপুরা, ওখলা, বাবরপুর, চাঁদনী চক, গ্রেটার কৈলাস, বিজওয়াসন, মালব্য নগর, মাটিয়া মহল, নরেলা ইত্যাদি যেন হট সিট হয়ে উঠেছে! বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই আসনগুলিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷ ফলে সকলের নজর রয়েছে এই আসনগুলির উপর।

ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আধাসামরিক বাহিনীর (CRPF) মোট 220 কোম্পানি মোতায়েন করা হয়েছে। এছাড়াও, 19,000 হোমগার্ড এবং 35,626 জন দিল্লি পুলিশকর্মী নিরাপত্তা ব্যবস্থা দেখাশোনা করছেন। যেকোনও ধরণের ঝামেলা এড়াতে ভোটকেন্দ্রগুলিতে কঠোর নজরদারি চালানো হচ্ছে। নির্বাচন কমিশন প্রথমবার প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী ব্যক্তি এবং তরুণদের ভোটদানের জন্য বিশেষ সুবিধা প্রদান করেছে। এই নির্বাচনে 18-19 বছর বয়সী 2.39 লক্ষ তরুণ ভোটার প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। শহরে মোট 13,766টি ভোটকেন্দ্র করা হয়েছে। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলিতে ভোটারদের উৎসাহ দেখা যাচ্ছে এবং গণতন্ত্রের এই মহান উৎসবে মানুষ উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করছে।

LIVE FEED

5:37 PM, 5 Feb 2025 (IST)

বিকেল 5টা পর্যন্ত ভোটের হার

দিল্লি বিধানসভা নির্বাচনে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পডল 57. 70 শতাংশ ।

4:17 PM, 5 Feb 2025 (IST)

ভোটে কারচুপি! বিজেপির বিক্ষোভ

শীলামপুর বিধানসভা কেন্দ্রে ভোটে কারচুপি হয়েছে বলে অভিযোগ তুলে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মীরা।

3:42 PM, 5 Feb 2025 (IST)

কেজরির আসনে সবচয়ে কম ভোট

দুপুর তিনটে পর্যন্ত 70 আসনের দিল্লি বিধানসভায় ভোট পড়েছে 46.55 শতাংশ। উত্তর-পূর্ব দিল্লি আসনে সর্বাধিক 52.73 শতাংশ ভোট পড়েছে। সবচেয়ে কম 43.10 শতাংশ ভোট পড়েছে নিউ দিল্লি বিধানসভা কেন্দ্রে। এই আসন থেকেই লড়ছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। লড়াইয়ে আছেন আরও দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে।

3:09 PM, 5 Feb 2025 (IST)

ভোট দিলেন মুখ্য নির্বাচন কমিশনার

সকােলই পরিবারের সদস্যদের সঙ্গে ভোট দিয়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার । দিল্লির মতিবাগের একটি বুথে পরিবারের সদস্যদের নিয়ে ভোট দিতে যান রাজীব। পরে সংবাদসংস্থা এএনআইকে তিনি জানান, যথাযথ নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই চলছে ভোট।

delhi-assembly-election-2025-
সপরিবারে মুখ্য নির্বাচন কমিশনার (ছবি: সংবাদসংস্থা এএনআই)

2:58 PM, 5 Feb 2025 (IST)

পোলিং বুথে থি্ম!

দিল্লরি বিকাশপুরীর একটি পোলিং বুথে থিমের ছোঁয়া। থিমের নাম চন্দ্রযান সে চুনাও তক-ভারত কি উড়ান।

2:50 PM, 5 Feb 2025 (IST)

ভোট দিলেন কেজরি

ভোট দিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল ।

delhi-assembly-election-2025
সপরিবারে ভোট দিলেন কেজরি (এএনআই)

2:41 PM, 5 Feb 2025 (IST)

পরিদর্শনে পুলিশ কমিশনার

ভোট পরিস্থিতি খতিয়ে দেখতে দক্ষিণ-পশ্চিম দিল্লির জোস মার্টিন স্কুলে এলেন পুলিশ কমিশনার সঞ্জয় আরোরা। ভোট চত্বরের পরিবেশ খতিয়ে দেখার পাশাপশি নিরাপত্তর দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গেও কথা বলেন তিনি।

2:08 PM, 5 Feb 2025 (IST)

দুপুর 1টা পর্যন্ত দিল্লিতে ভোট পড়ল 33.31 শতাংশ

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, দিল্লির বিধানসভা নির্বাচনে দুপুর 1টা পর্যন্ত 33.31 শতাংশ ভোট পড়েছে ৷ দিল্লির উত্তর-পূর্ব অংশে ভোটদানের হার সবচেয়ে বেশি ৷

12:42 PM, 5 Feb 2025 (IST)

ভোট দিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

দিল্লির বিধানসভা নির্বাচনে ভোট দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ভোট দিতে তাঁর সঙ্গে এসেছিলেন ছিলেন তাঁর স্ত্রী, মা-বাবা আর ছেলে।

12:37 PM, 5 Feb 2025 (IST)

ভোট দিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়

স্ত্রীকে সঙ্গে নিয়ে লাইনে দাঁড়িয়ে বুধবার দিল্লি বিধানসভা নির্বাচনে ভোট দিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়।

12:26 PM, 5 Feb 2025 (IST)

ভোট দিলেন প্রিয়াঙ্কা গান্ধি

বুধবার দিল্লি বিধানসভা নির্বাচনে ভোট দিলেন প্রিয়াঙ্কা গান্ধি, নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "আমার প্রিয় দিল্লিবাসী! সংবিধান আপনাদের যা শক্তি দেয়, আজ তার ব্যবহার করে পরবর্তী পাঁচ বছরের জন্য আপনার ভবিষ্যৎ নির্ধারণ করা হয়। আপনার ভোটে আপনি নিজেকে এবং আপনার দিল্লিকে শক্তিশালী করুন।"

12:14 PM, 5 Feb 2025 (IST)

সকাল 11টা পর্যন্ত দিল্লিতে ভোট পড়ল 19.9 শতাংশ

নির্বাচন কমিশন সূত্রে খবর, বুধবার সকাল 11টা পর্যন্ত দিল্লিতে ভোট দানের হার 19.9 শতাংশ।

11:11 AM, 5 Feb 2025 (IST)

ভোট দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী, FIR ইস্যুতে একযোগে বিঁধলেন বিজেপি-পুলিসকে

ভোট এবং তাঁর বিরুদ্ধে এফআইআর প্রসঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী বলেন, "যারা কাজ করে, দিল্লির মানুষ তাদের পাশে আছে। কারণ, তারা গুন্ডামি চায় না। দিল্লি পুলিশ যা খুসি করতে পারে। দিল্লি পুলিশ প্রকাশ্যে বিজেপিকে নির্বাচনে লড়তে সাহায্য করছে। একদিকে বিজেপির গুন্ডামি চলছে, অন্যদিকে দিল্লি পুলিশ বিজেপিকে পূর্ণ সমর্থন দিচ্ছে..."

10:51 AM, 5 Feb 2025 (IST)

ভোট দিলেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না

বুধবার দিল্লি বিধানসভা নির্বাচনে ভোট দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তিনি নির্মাণ ভবনের ভোটকেন্দ্রে ভোট দেন।

10:13 AM, 5 Feb 2025 (IST)

দিল্লির ভোটারদের অমিত শাহর বার্তা

দিল্লির ভোটারদের উদ্দেশ্যে অমিত শাহ নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, "দিল্লি বিধানসভা নির্বাচনে ভোট দিতে যাওয়া আমার ভাইবোনদের কাছে আমি আবেদন করছি, মিথ্যা প্রতিশ্রুতি, দূষিত যমুনা, মদের দোকান, ভাঙা রাস্তা এবং নোংরা জলের বিরুদ্ধে ভোট দিন। আজ, জনকল্যাণের ক্ষেত্রে শক্তিশালী রেকর্ড এবং দিল্লির উন্নয়নের জন্য স্পষ্ট দৃষ্টিভঙ্গিসম্পন্ন সরকার গঠনের জন্য বিপুল সংখ্যায় ভোট দিন। আপনার একটি ভোট দিল্লিকে বিশ্বের সবচেয়ে উন্নত রাজধানীতে পরিণত করতে পারে।"

10:05 AM, 5 Feb 2025 (IST)

সকাল 9টা পর্যন্ত 8.10 শতাংশ ভোট পড়েছে

দিল্লি বিধানসভা নির্বাচন 2025-এর পরিপ্রেক্ষিতে, সকাল 9টা পর্যন্ত 8.10 শতাংশ ভোট পড়েছে। পাশাপাশি, মিল্কিপুরে উপনির্বাচনে 13.34 শতাংশ ভোট পড়েছে ৷

9:47 AM, 5 Feb 2025 (IST)

ভোট দিলেন রাহুল গান্ধি

দিল্লি বিধানসভা নির্বাচন 2025-এ ভোট দিলেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। ভোট দিয়ে তিনি দিল্লির মানুষকে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বানও জানান। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "আমার প্রিয় দিল্লির ভাই ও বোনেরা। আমি আপনাদের সকলের কাছে আজই ভোট দিতে যাওয়ার আবেদন করছি। কংগ্রেসকে আপনার প্রতিটি ভোট, আপনার অধিকার রক্ষা করবে, সংবিধানকে শক্তিশালী করবে এবং দিল্লিকে আবার অগ্রগতির পথে ফিরিয়ে আনবে।"

9:34 AM, 5 Feb 2025 (IST)

ভোট দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

দিল্লি নির্বাচন 2025-এ ডঃ রাজেন্দ্র প্রসাদ কেন্দ্রীয় বিদ্যালয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভোট দিয়েছেন।

9:29 AM, 5 Feb 2025 (IST)

ভোট দিলেন মনীশ সিসোদিয়া

জঙ্গপুরা বিধানসভা কেন্দ্রের আপ নেতা এবং বিধায়ক প্রার্থী মনীশ সিসোদিয়া নতুন দিল্লি বিধানসভা কেন্দ্রের লেডি আরউইন সিনিয়র সেকেন্ডারি স্কুলের ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন। তাঁর স্ত্রী সীমা সিসোদিয়াও এখানে ভোট দিয়েছেন।

9:18 AM, 5 Feb 2025 (IST)

নতুন ভোটারদের শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির

আজ দিল্লিতে হওয়া বিধানসভা ভোটে সেখানকার সমস্ত ভোটারদের এই গণতন্ত্র উৎসবে সামিল হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি নতুন ভোটারদের উদ্দেশ্যে নিজের এক্স হ্যান্ডেলে বিশেষ বার্তাও দিয়েছেন তিনি। তিনি লিখেছেন, ‘‘প্রথমবারের মতো ভোট দিতে যাওয়া সকল তরুণ বন্ধুদের আমার বিশেষ শুভেচ্ছা। মনে রাখবেন, আগে ভোট, তারপর জল খান।’’

Last Updated : Feb 5, 2025, 5:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.