দিল্লি বিধানসভা নির্বাচনে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পডল 57. 70 শতাংশ ।
দিল্লিতে বিকেল পর্যন্ত পড়ল 57. 70 শতাংশ ভোট, শীলামপুরে বিজেপির বিক্ষোভ - DELHI ASSEMBLY ELECTION 2025 LIVE
![দিল্লিতে বিকেল পর্যন্ত পড়ল 57. 70 শতাংশ ভোট, শীলামপুরে বিজেপির বিক্ষোভ Delhi Assembly Election 2025](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/05-02-2025/1200-675-23476601-thumbnail-16x9-delhi2.gif?imwidth=3840)
![ETV Bharat Bangla Team author img](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/bangla-1716535612.jpeg)
Published : Feb 5, 2025, 9:28 AM IST
|Updated : Feb 5, 2025, 5:39 PM IST
দিল্লির 70টি বিধানসভা আসনের জন্য বুধবার সকাল 7টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। এর আগে, দিল্লির অনেক ভোটকেন্দ্রে মক পোলিং পরিচালিত হয়েছিল। এবার দিল্লিতে মোট 1,56,14,000 ভোটার রয়েছেন, যারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এখানে 83,76,173 জন পুরুষ, 72,36,560 জন মহিলা এবং 1,267 জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। ভোটগ্রহণ চলবে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত। এই বিধানসভা নির্বাচনে, নয়াদিল্লি, কালকাজি, পাটপরগঞ্জ, জঙ্গপুরা, ওখলা, বাবরপুর, চাঁদনী চক, গ্রেটার কৈলাস, বিজওয়াসন, মালব্য নগর, মাটিয়া মহল, নরেলা ইত্যাদি যেন হট সিট হয়ে উঠেছে! বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই আসনগুলিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷ ফলে সকলের নজর রয়েছে এই আসনগুলির উপর।
ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আধাসামরিক বাহিনীর (CRPF) মোট 220 কোম্পানি মোতায়েন করা হয়েছে। এছাড়াও, 19,000 হোমগার্ড এবং 35,626 জন দিল্লি পুলিশকর্মী নিরাপত্তা ব্যবস্থা দেখাশোনা করছেন। যেকোনও ধরণের ঝামেলা এড়াতে ভোটকেন্দ্রগুলিতে কঠোর নজরদারি চালানো হচ্ছে। নির্বাচন কমিশন প্রথমবার প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী ব্যক্তি এবং তরুণদের ভোটদানের জন্য বিশেষ সুবিধা প্রদান করেছে। এই নির্বাচনে 18-19 বছর বয়সী 2.39 লক্ষ তরুণ ভোটার প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। শহরে মোট 13,766টি ভোটকেন্দ্র করা হয়েছে। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলিতে ভোটারদের উৎসাহ দেখা যাচ্ছে এবং গণতন্ত্রের এই মহান উৎসবে মানুষ উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করছে।
LIVE FEED
বিকেল 5টা পর্যন্ত ভোটের হার
ভোটে কারচুপি! বিজেপির বিক্ষোভ
শীলামপুর বিধানসভা কেন্দ্রে ভোটে কারচুপি হয়েছে বলে অভিযোগ তুলে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মীরা।
-
#WATCH | #DelhiElections2025 | BJP workers hold protest over alleged bogus voting in Seelampur Assembly constituency. pic.twitter.com/dAwFIAddxn
— ANI (@ANI) February 5, 2025
কেজরির আসনে সবচয়ে কম ভোট
দুপুর তিনটে পর্যন্ত 70 আসনের দিল্লি বিধানসভায় ভোট পড়েছে 46.55 শতাংশ। উত্তর-পূর্ব দিল্লি আসনে সর্বাধিক 52.73 শতাংশ ভোট পড়েছে। সবচেয়ে কম 43.10 শতাংশ ভোট পড়েছে নিউ দিল্লি বিধানসভা কেন্দ্রে। এই আসন থেকেই লড়ছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। লড়াইয়ে আছেন আরও দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে।
ভোট দিলেন মুখ্য নির্বাচন কমিশনার
সকােলই পরিবারের সদস্যদের সঙ্গে ভোট দিয়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার । দিল্লির মতিবাগের একটি বুথে পরিবারের সদস্যদের নিয়ে ভোট দিতে যান রাজীব। পরে সংবাদসংস্থা এএনআইকে তিনি জানান, যথাযথ নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই চলছে ভোট।
![delhi-assembly-election-2025-](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/05-02-2025/23476601_wb_rajibvote.jpg)
পোলিং বুথে থি্ম!
দিল্লরি বিকাশপুরীর একটি পোলিং বুথে থিমের ছোঁয়া। থিমের নাম চন্দ্রযান সে চুনাও তক-ভারত কি উড়ান।
-
#WATCH | #DelhiAssemblyElection2025 | A unique polling station has been set up in Delhi's Vikaspuri with the theme 'Chandrayan se chunav tak Bharat ki udaan'. Telescopes and bioscopes have been installed and volunteers have been dressed up as astronauts to assist voters. pic.twitter.com/gRUg4gP8Ub
— ANI (@ANI) February 5, 2025
ভোট দিলেন কেজরি
ভোট দিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল ।
![delhi-assembly-election-2025](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/05-02-2025/23476601_wb_kejrivote.jpg)
পরিদর্শনে পুলিশ কমিশনার
ভোট পরিস্থিতি খতিয়ে দেখতে দক্ষিণ-পশ্চিম দিল্লির জোস মার্টিন স্কুলে এলেন পুলিশ কমিশনার সঞ্জয় আরোরা। ভোট চত্বরের পরিবেশ খতিয়ে দেখার পাশাপশি নিরাপত্তর দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গেও কথা বলেন তিনি।
-
#DelhiElection2025 | Delhi Police Commissioner Sanjay Arora visits polling booth set up in Jose Martin school in Delhi's South West district
— ANI (@ANI) February 5, 2025
(Video source: Delhi Police) pic.twitter.com/2byrz69fKo
দুপুর 1টা পর্যন্ত দিল্লিতে ভোট পড়ল 33.31 শতাংশ
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, দিল্লির বিধানসভা নির্বাচনে দুপুর 1টা পর্যন্ত 33.31 শতাংশ ভোট পড়েছে ৷ দিল্লির উত্তর-পূর্ব অংশে ভোটদানের হার সবচেয়ে বেশি ৷
-
Delhi witnesses 33.31% voter turnout till 1 pm; North-East district continues to lead polls
— ANI Digital (@ani_digital) February 5, 2025
Read @ANI Story| https://t.co/SOYFFclYCb#DelhiAssemblyElection2025 #BJP #AAP #Congress pic.twitter.com/ajkF6ur31q
ভোট দিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
দিল্লির বিধানসভা নির্বাচনে ভোট দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ভোট দিতে তাঁর সঙ্গে এসেছিলেন ছিলেন তাঁর স্ত্রী, মা-বাবা আর ছেলে।
-
#WATCH | #DelhiElection2025 | AAP national convener Arvind Kejriwal casts his vote at Lady Irwin Senior Secondary School. His parents, wife and son also cast their vote here.
— ANI (@ANI) February 5, 2025
The sitting MLA from New Delhi constituency faces a contest from Congress' Sandeep Dikshit and BJP's… pic.twitter.com/NMUXil4fWo
ভোট দিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়
স্ত্রীকে সঙ্গে নিয়ে লাইনে দাঁড়িয়ে বুধবার দিল্লি বিধানসভা নির্বাচনে ভোট দিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়।
-
#WATCH | Vice president Jagdeep Dhankhar along with his wife Sudesh Dhankhar, arrives at a polling booth in CPWD Service Centre in North Avenue to cast vote for #DelhiAssemblyElection2025 pic.twitter.com/PYumJvOWMd
— ANI (@ANI) February 5, 2025
ভোট দিলেন প্রিয়াঙ্কা গান্ধি
বুধবার দিল্লি বিধানসভা নির্বাচনে ভোট দিলেন প্রিয়াঙ্কা গান্ধি, নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "আমার প্রিয় দিল্লিবাসী! সংবিধান আপনাদের যা শক্তি দেয়, আজ তার ব্যবহার করে পরবর্তী পাঁচ বছরের জন্য আপনার ভবিষ্যৎ নির্ধারণ করা হয়। আপনার ভোটে আপনি নিজেকে এবং আপনার দিল্লিকে শক্তিশালী করুন।"
সকাল 11টা পর্যন্ত দিল্লিতে ভোট পড়ল 19.9 শতাংশ
নির্বাচন কমিশন সূত্রে খবর, বুধবার সকাল 11টা পর্যন্ত দিল্লিতে ভোট দানের হার 19.9 শতাংশ।
-
Delhi polls see 19.95% turnout by 11 am, North-East district leads the way with 24.87%
— ANI Digital (@ani_digital) February 5, 2025
Read @ANI Story | https://t.co/jFK5Pbfos2#DelhiElections2025 #Congress #BJP #AAP pic.twitter.com/i3tzeENAXS
ভোট দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী, FIR ইস্যুতে একযোগে বিঁধলেন বিজেপি-পুলিসকে
ভোট এবং তাঁর বিরুদ্ধে এফআইআর প্রসঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী বলেন, "যারা কাজ করে, দিল্লির মানুষ তাদের পাশে আছে। কারণ, তারা গুন্ডামি চায় না। দিল্লি পুলিশ যা খুসি করতে পারে। দিল্লি পুলিশ প্রকাশ্যে বিজেপিকে নির্বাচনে লড়তে সাহায্য করছে। একদিকে বিজেপির গুন্ডামি চলছে, অন্যদিকে দিল্লি পুলিশ বিজেপিকে পূর্ণ সমর্থন দিচ্ছে..."
-
#WATCH | Delhi CM Atishi says "Delhi election is not just a normal election, this is a 'Dharmyuddh'. The people are Delhi are standing with the ones who work. They do not want hooliganism..."
— ANI (@ANI) February 5, 2025
On FIR against her, she says "Delhi Police can do anything. Delhi Police is openly… pic.twitter.com/k6wpCJKaII
ভোট দিলেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না
বুধবার দিল্লি বিধানসভা নির্বাচনে ভোট দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তিনি নির্মাণ ভবনের ভোটকেন্দ্রে ভোট দেন।
দিল্লির ভোটারদের অমিত শাহর বার্তা
দিল্লির ভোটারদের উদ্দেশ্যে অমিত শাহ নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, "দিল্লি বিধানসভা নির্বাচনে ভোট দিতে যাওয়া আমার ভাইবোনদের কাছে আমি আবেদন করছি, মিথ্যা প্রতিশ্রুতি, দূষিত যমুনা, মদের দোকান, ভাঙা রাস্তা এবং নোংরা জলের বিরুদ্ধে ভোট দিন। আজ, জনকল্যাণের ক্ষেত্রে শক্তিশালী রেকর্ড এবং দিল্লির উন্নয়নের জন্য স্পষ্ট দৃষ্টিভঙ্গিসম্পন্ন সরকার গঠনের জন্য বিপুল সংখ্যায় ভোট দিন। আপনার একটি ভোট দিল্লিকে বিশ্বের সবচেয়ে উন্নত রাজধানীতে পরিণত করতে পারে।"
-
दिल्ली विधानसभा चुनाव में मतदान के लिए जा रहे बहनों-भाइयों से अपील करता हूँ कि वे झूठे वादों, प्रदूषित यमुना, शराब के ठेकों, टूटी सड़कों और गंदे पानी के खिलाफ वोट करें। आज एक ऐसी सरकार बनाने के लिए बढ़-चढ़कर मतदान करें, जिसके पास जनकल्याण का मजबूत ट्रैक रिकॉर्ड हो और दिल्ली के…
— Amit Shah (@AmitShah) February 5, 2025
সকাল 9টা পর্যন্ত 8.10 শতাংশ ভোট পড়েছে
দিল্লি বিধানসভা নির্বাচন 2025-এর পরিপ্রেক্ষিতে, সকাল 9টা পর্যন্ত 8.10 শতাংশ ভোট পড়েছে। পাশাপাশি, মিল্কিপুরে উপনির্বাচনে 13.34 শতাংশ ভোট পড়েছে ৷
-
Delhi records slow turnout of 8.10% as of 9 am in assembly polls; Milkipur records 13.34 pc turnout in bypolls
— ANI Digital (@ani_digital) February 5, 2025
Read @ANI Story | https://t.co/uZ41aEXnXF#Delhi #assemblypolls #voterturnout #Delhielections2025 pic.twitter.com/FH2peMlw03
ভোট দিলেন রাহুল গান্ধি
দিল্লি বিধানসভা নির্বাচন 2025-এ ভোট দিলেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। ভোট দিয়ে তিনি দিল্লির মানুষকে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বানও জানান। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "আমার প্রিয় দিল্লির ভাই ও বোনেরা। আমি আপনাদের সকলের কাছে আজই ভোট দিতে যাওয়ার আবেদন করছি। কংগ্রেসকে আপনার প্রতিটি ভোট, আপনার অধিকার রক্ষা করবে, সংবিধানকে শক্তিশালী করবে এবং দিল্লিকে আবার অগ্রগতির পথে ফিরিয়ে আনবে।"
-
दिल्ली के मेरे प्यारे भाइयों-बहनों।
— Rahul Gandhi (@RahulGandhi) February 5, 2025
मैं आप सभी से अपील करता हूं कि आज वोट देने अवश्य जाएं।
कांग्रेस को दिया आपका एक-एक वोट आपके अधिकारों की रक्षा करेगा, संविधान को मजबूत करेगा और दिल्ली को प्रगति के पथ पर फिर से मोड़ेगा।
वोट देते समय याद रखें कि प्रदूषित हवा, गंदा पानी, टूटी…
ভোট দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
দিল্লি নির্বাচন 2025-এ ডঃ রাজেন্দ্র প্রসাদ কেন্দ্রীয় বিদ্যালয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভোট দিয়েছেন।
-
#WATCH | Delhi: President Droupadi Murmu casts her vote for #DelhiElection2025 at Dr. Rajendra Prasad Kendriya Vidyalaya, President’s Estate. pic.twitter.com/FQHq4Yqq0C
— ANI (@ANI) February 5, 2025
ভোট দিলেন মনীশ সিসোদিয়া
জঙ্গপুরা বিধানসভা কেন্দ্রের আপ নেতা এবং বিধায়ক প্রার্থী মনীশ সিসোদিয়া নতুন দিল্লি বিধানসভা কেন্দ্রের লেডি আরউইন সিনিয়র সেকেন্ডারি স্কুলের ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন। তাঁর স্ত্রী সীমা সিসোদিয়াও এখানে ভোট দিয়েছেন।
-
#WATCH | #DelhiElection2025 | AAP leader and MLA candidate from Jangpura constituency, Manish Sisodia casts his vote at a polling booth at Lady Irwin Senior Secondary School in New Delhi Assembly constituency. His wife Seema Sisodia is also voting here. pic.twitter.com/5OsPMZJb8c
— ANI (@ANI) February 5, 2025
নতুন ভোটারদের শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির
আজ দিল্লিতে হওয়া বিধানসভা ভোটে সেখানকার সমস্ত ভোটারদের এই গণতন্ত্র উৎসবে সামিল হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি নতুন ভোটারদের উদ্দেশ্যে নিজের এক্স হ্যান্ডেলে বিশেষ বার্তাও দিয়েছেন তিনি। তিনি লিখেছেন, ‘‘প্রথমবারের মতো ভোট দিতে যাওয়া সকল তরুণ বন্ধুদের আমার বিশেষ শুভেচ্ছা। মনে রাখবেন, আগে ভোট, তারপর জল খান।’’
-
दिल्ली विधानसभा चुनाव में आज सभी सीटों के लिए वोट डाले जाएंगे। यहां के मतदाताओं से मेरा आग्रह है कि वे लोकतंत्र के इस उत्सव में पूरे उत्साह के साथ हिस्सा लें और अपना कीमती वोट जरूर डालें। इस अवसर पर पहली बार वोट देने जा रहे सभी युवा साथियों को मेरी विशेष शुभकामनाएं। याद रखना है-…
— Narendra Modi (@narendramodi) February 5, 2025
দিল্লির 70টি বিধানসভা আসনের জন্য বুধবার সকাল 7টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। এর আগে, দিল্লির অনেক ভোটকেন্দ্রে মক পোলিং পরিচালিত হয়েছিল। এবার দিল্লিতে মোট 1,56,14,000 ভোটার রয়েছেন, যারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এখানে 83,76,173 জন পুরুষ, 72,36,560 জন মহিলা এবং 1,267 জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। ভোটগ্রহণ চলবে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত। এই বিধানসভা নির্বাচনে, নয়াদিল্লি, কালকাজি, পাটপরগঞ্জ, জঙ্গপুরা, ওখলা, বাবরপুর, চাঁদনী চক, গ্রেটার কৈলাস, বিজওয়াসন, মালব্য নগর, মাটিয়া মহল, নরেলা ইত্যাদি যেন হট সিট হয়ে উঠেছে! বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই আসনগুলিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷ ফলে সকলের নজর রয়েছে এই আসনগুলির উপর।
ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আধাসামরিক বাহিনীর (CRPF) মোট 220 কোম্পানি মোতায়েন করা হয়েছে। এছাড়াও, 19,000 হোমগার্ড এবং 35,626 জন দিল্লি পুলিশকর্মী নিরাপত্তা ব্যবস্থা দেখাশোনা করছেন। যেকোনও ধরণের ঝামেলা এড়াতে ভোটকেন্দ্রগুলিতে কঠোর নজরদারি চালানো হচ্ছে। নির্বাচন কমিশন প্রথমবার প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী ব্যক্তি এবং তরুণদের ভোটদানের জন্য বিশেষ সুবিধা প্রদান করেছে। এই নির্বাচনে 18-19 বছর বয়সী 2.39 লক্ষ তরুণ ভোটার প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। শহরে মোট 13,766টি ভোটকেন্দ্র করা হয়েছে। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলিতে ভোটারদের উৎসাহ দেখা যাচ্ছে এবং গণতন্ত্রের এই মহান উৎসবে মানুষ উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করছে।
LIVE FEED
বিকেল 5টা পর্যন্ত ভোটের হার
দিল্লি বিধানসভা নির্বাচনে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পডল 57. 70 শতাংশ ।
ভোটে কারচুপি! বিজেপির বিক্ষোভ
শীলামপুর বিধানসভা কেন্দ্রে ভোটে কারচুপি হয়েছে বলে অভিযোগ তুলে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মীরা।
-
#WATCH | #DelhiElections2025 | BJP workers hold protest over alleged bogus voting in Seelampur Assembly constituency. pic.twitter.com/dAwFIAddxn
— ANI (@ANI) February 5, 2025
কেজরির আসনে সবচয়ে কম ভোট
দুপুর তিনটে পর্যন্ত 70 আসনের দিল্লি বিধানসভায় ভোট পড়েছে 46.55 শতাংশ। উত্তর-পূর্ব দিল্লি আসনে সর্বাধিক 52.73 শতাংশ ভোট পড়েছে। সবচেয়ে কম 43.10 শতাংশ ভোট পড়েছে নিউ দিল্লি বিধানসভা কেন্দ্রে। এই আসন থেকেই লড়ছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। লড়াইয়ে আছেন আরও দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে।
ভোট দিলেন মুখ্য নির্বাচন কমিশনার
সকােলই পরিবারের সদস্যদের সঙ্গে ভোট দিয়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার । দিল্লির মতিবাগের একটি বুথে পরিবারের সদস্যদের নিয়ে ভোট দিতে যান রাজীব। পরে সংবাদসংস্থা এএনআইকে তিনি জানান, যথাযথ নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই চলছে ভোট।
![delhi-assembly-election-2025-](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/05-02-2025/23476601_wb_rajibvote.jpg)
পোলিং বুথে থি্ম!
দিল্লরি বিকাশপুরীর একটি পোলিং বুথে থিমের ছোঁয়া। থিমের নাম চন্দ্রযান সে চুনাও তক-ভারত কি উড়ান।
-
#WATCH | #DelhiAssemblyElection2025 | A unique polling station has been set up in Delhi's Vikaspuri with the theme 'Chandrayan se chunav tak Bharat ki udaan'. Telescopes and bioscopes have been installed and volunteers have been dressed up as astronauts to assist voters. pic.twitter.com/gRUg4gP8Ub
— ANI (@ANI) February 5, 2025
ভোট দিলেন কেজরি
ভোট দিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল ।
![delhi-assembly-election-2025](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/05-02-2025/23476601_wb_kejrivote.jpg)
পরিদর্শনে পুলিশ কমিশনার
ভোট পরিস্থিতি খতিয়ে দেখতে দক্ষিণ-পশ্চিম দিল্লির জোস মার্টিন স্কুলে এলেন পুলিশ কমিশনার সঞ্জয় আরোরা। ভোট চত্বরের পরিবেশ খতিয়ে দেখার পাশাপশি নিরাপত্তর দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গেও কথা বলেন তিনি।
-
#DelhiElection2025 | Delhi Police Commissioner Sanjay Arora visits polling booth set up in Jose Martin school in Delhi's South West district
— ANI (@ANI) February 5, 2025
(Video source: Delhi Police) pic.twitter.com/2byrz69fKo
দুপুর 1টা পর্যন্ত দিল্লিতে ভোট পড়ল 33.31 শতাংশ
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, দিল্লির বিধানসভা নির্বাচনে দুপুর 1টা পর্যন্ত 33.31 শতাংশ ভোট পড়েছে ৷ দিল্লির উত্তর-পূর্ব অংশে ভোটদানের হার সবচেয়ে বেশি ৷
-
Delhi witnesses 33.31% voter turnout till 1 pm; North-East district continues to lead polls
— ANI Digital (@ani_digital) February 5, 2025
Read @ANI Story| https://t.co/SOYFFclYCb#DelhiAssemblyElection2025 #BJP #AAP #Congress pic.twitter.com/ajkF6ur31q
ভোট দিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
দিল্লির বিধানসভা নির্বাচনে ভোট দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ভোট দিতে তাঁর সঙ্গে এসেছিলেন ছিলেন তাঁর স্ত্রী, মা-বাবা আর ছেলে।
-
#WATCH | #DelhiElection2025 | AAP national convener Arvind Kejriwal casts his vote at Lady Irwin Senior Secondary School. His parents, wife and son also cast their vote here.
— ANI (@ANI) February 5, 2025
The sitting MLA from New Delhi constituency faces a contest from Congress' Sandeep Dikshit and BJP's… pic.twitter.com/NMUXil4fWo
ভোট দিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়
স্ত্রীকে সঙ্গে নিয়ে লাইনে দাঁড়িয়ে বুধবার দিল্লি বিধানসভা নির্বাচনে ভোট দিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়।
-
#WATCH | Vice president Jagdeep Dhankhar along with his wife Sudesh Dhankhar, arrives at a polling booth in CPWD Service Centre in North Avenue to cast vote for #DelhiAssemblyElection2025 pic.twitter.com/PYumJvOWMd
— ANI (@ANI) February 5, 2025
ভোট দিলেন প্রিয়াঙ্কা গান্ধি
বুধবার দিল্লি বিধানসভা নির্বাচনে ভোট দিলেন প্রিয়াঙ্কা গান্ধি, নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "আমার প্রিয় দিল্লিবাসী! সংবিধান আপনাদের যা শক্তি দেয়, আজ তার ব্যবহার করে পরবর্তী পাঁচ বছরের জন্য আপনার ভবিষ্যৎ নির্ধারণ করা হয়। আপনার ভোটে আপনি নিজেকে এবং আপনার দিল্লিকে শক্তিশালী করুন।"
সকাল 11টা পর্যন্ত দিল্লিতে ভোট পড়ল 19.9 শতাংশ
নির্বাচন কমিশন সূত্রে খবর, বুধবার সকাল 11টা পর্যন্ত দিল্লিতে ভোট দানের হার 19.9 শতাংশ।
-
Delhi polls see 19.95% turnout by 11 am, North-East district leads the way with 24.87%
— ANI Digital (@ani_digital) February 5, 2025
Read @ANI Story | https://t.co/jFK5Pbfos2#DelhiElections2025 #Congress #BJP #AAP pic.twitter.com/i3tzeENAXS
ভোট দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী, FIR ইস্যুতে একযোগে বিঁধলেন বিজেপি-পুলিসকে
ভোট এবং তাঁর বিরুদ্ধে এফআইআর প্রসঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী বলেন, "যারা কাজ করে, দিল্লির মানুষ তাদের পাশে আছে। কারণ, তারা গুন্ডামি চায় না। দিল্লি পুলিশ যা খুসি করতে পারে। দিল্লি পুলিশ প্রকাশ্যে বিজেপিকে নির্বাচনে লড়তে সাহায্য করছে। একদিকে বিজেপির গুন্ডামি চলছে, অন্যদিকে দিল্লি পুলিশ বিজেপিকে পূর্ণ সমর্থন দিচ্ছে..."
-
#WATCH | Delhi CM Atishi says "Delhi election is not just a normal election, this is a 'Dharmyuddh'. The people are Delhi are standing with the ones who work. They do not want hooliganism..."
— ANI (@ANI) February 5, 2025
On FIR against her, she says "Delhi Police can do anything. Delhi Police is openly… pic.twitter.com/k6wpCJKaII
ভোট দিলেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না
বুধবার দিল্লি বিধানসভা নির্বাচনে ভোট দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তিনি নির্মাণ ভবনের ভোটকেন্দ্রে ভোট দেন।
দিল্লির ভোটারদের অমিত শাহর বার্তা
দিল্লির ভোটারদের উদ্দেশ্যে অমিত শাহ নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, "দিল্লি বিধানসভা নির্বাচনে ভোট দিতে যাওয়া আমার ভাইবোনদের কাছে আমি আবেদন করছি, মিথ্যা প্রতিশ্রুতি, দূষিত যমুনা, মদের দোকান, ভাঙা রাস্তা এবং নোংরা জলের বিরুদ্ধে ভোট দিন। আজ, জনকল্যাণের ক্ষেত্রে শক্তিশালী রেকর্ড এবং দিল্লির উন্নয়নের জন্য স্পষ্ট দৃষ্টিভঙ্গিসম্পন্ন সরকার গঠনের জন্য বিপুল সংখ্যায় ভোট দিন। আপনার একটি ভোট দিল্লিকে বিশ্বের সবচেয়ে উন্নত রাজধানীতে পরিণত করতে পারে।"
-
दिल्ली विधानसभा चुनाव में मतदान के लिए जा रहे बहनों-भाइयों से अपील करता हूँ कि वे झूठे वादों, प्रदूषित यमुना, शराब के ठेकों, टूटी सड़कों और गंदे पानी के खिलाफ वोट करें। आज एक ऐसी सरकार बनाने के लिए बढ़-चढ़कर मतदान करें, जिसके पास जनकल्याण का मजबूत ट्रैक रिकॉर्ड हो और दिल्ली के…
— Amit Shah (@AmitShah) February 5, 2025
সকাল 9টা পর্যন্ত 8.10 শতাংশ ভোট পড়েছে
দিল্লি বিধানসভা নির্বাচন 2025-এর পরিপ্রেক্ষিতে, সকাল 9টা পর্যন্ত 8.10 শতাংশ ভোট পড়েছে। পাশাপাশি, মিল্কিপুরে উপনির্বাচনে 13.34 শতাংশ ভোট পড়েছে ৷
-
Delhi records slow turnout of 8.10% as of 9 am in assembly polls; Milkipur records 13.34 pc turnout in bypolls
— ANI Digital (@ani_digital) February 5, 2025
Read @ANI Story | https://t.co/uZ41aEXnXF#Delhi #assemblypolls #voterturnout #Delhielections2025 pic.twitter.com/FH2peMlw03
ভোট দিলেন রাহুল গান্ধি
দিল্লি বিধানসভা নির্বাচন 2025-এ ভোট দিলেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। ভোট দিয়ে তিনি দিল্লির মানুষকে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বানও জানান। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "আমার প্রিয় দিল্লির ভাই ও বোনেরা। আমি আপনাদের সকলের কাছে আজই ভোট দিতে যাওয়ার আবেদন করছি। কংগ্রেসকে আপনার প্রতিটি ভোট, আপনার অধিকার রক্ষা করবে, সংবিধানকে শক্তিশালী করবে এবং দিল্লিকে আবার অগ্রগতির পথে ফিরিয়ে আনবে।"
-
दिल्ली के मेरे प्यारे भाइयों-बहनों।
— Rahul Gandhi (@RahulGandhi) February 5, 2025
मैं आप सभी से अपील करता हूं कि आज वोट देने अवश्य जाएं।
कांग्रेस को दिया आपका एक-एक वोट आपके अधिकारों की रक्षा करेगा, संविधान को मजबूत करेगा और दिल्ली को प्रगति के पथ पर फिर से मोड़ेगा।
वोट देते समय याद रखें कि प्रदूषित हवा, गंदा पानी, टूटी…
ভোট দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
দিল্লি নির্বাচন 2025-এ ডঃ রাজেন্দ্র প্রসাদ কেন্দ্রীয় বিদ্যালয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভোট দিয়েছেন।
-
#WATCH | Delhi: President Droupadi Murmu casts her vote for #DelhiElection2025 at Dr. Rajendra Prasad Kendriya Vidyalaya, President’s Estate. pic.twitter.com/FQHq4Yqq0C
— ANI (@ANI) February 5, 2025
ভোট দিলেন মনীশ সিসোদিয়া
জঙ্গপুরা বিধানসভা কেন্দ্রের আপ নেতা এবং বিধায়ক প্রার্থী মনীশ সিসোদিয়া নতুন দিল্লি বিধানসভা কেন্দ্রের লেডি আরউইন সিনিয়র সেকেন্ডারি স্কুলের ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন। তাঁর স্ত্রী সীমা সিসোদিয়াও এখানে ভোট দিয়েছেন।
-
#WATCH | #DelhiElection2025 | AAP leader and MLA candidate from Jangpura constituency, Manish Sisodia casts his vote at a polling booth at Lady Irwin Senior Secondary School in New Delhi Assembly constituency. His wife Seema Sisodia is also voting here. pic.twitter.com/5OsPMZJb8c
— ANI (@ANI) February 5, 2025
নতুন ভোটারদের শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির
আজ দিল্লিতে হওয়া বিধানসভা ভোটে সেখানকার সমস্ত ভোটারদের এই গণতন্ত্র উৎসবে সামিল হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি নতুন ভোটারদের উদ্দেশ্যে নিজের এক্স হ্যান্ডেলে বিশেষ বার্তাও দিয়েছেন তিনি। তিনি লিখেছেন, ‘‘প্রথমবারের মতো ভোট দিতে যাওয়া সকল তরুণ বন্ধুদের আমার বিশেষ শুভেচ্ছা। মনে রাখবেন, আগে ভোট, তারপর জল খান।’’
-
दिल्ली विधानसभा चुनाव में आज सभी सीटों के लिए वोट डाले जाएंगे। यहां के मतदाताओं से मेरा आग्रह है कि वे लोकतंत्र के इस उत्सव में पूरे उत्साह के साथ हिस्सा लें और अपना कीमती वोट जरूर डालें। इस अवसर पर पहली बार वोट देने जा रहे सभी युवा साथियों को मेरी विशेष शुभकामनाएं। याद रखना है-…
— Narendra Modi (@narendramodi) February 5, 2025