ETV Bharat / bharat

সার্ভিস রিভলবার থেকে গুলি ! রায়পুরের ব্যারাকে মিলল সিএএফ আধিকারিকের দেহ - CAF OFFICER SHOOTS HIMSELF

নাভা রায়পুর ব্যাটালিয়নের একজন সিএএফ আধিকারিক তাঁর সার্ভিস রিভলবার দিয়ে নিজেকে গুলি করেছেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে ৷

CAF Officer Shoots Himself
সার্ভিস রিভলবার থেকে গুলি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 30, 2024, 8:14 AM IST

রায়পুর (ছত্তিশগড়), 30 ডিসেম্বর: রবিবার ছত্তিশগড় সশস্ত্র বাহিনীর (সিএএফ) এক আধিকারিক তাঁর সার্ভিস রিভলবার থেকে নিজেকে গুলি করেছেন। পঁয়তাল্লিশ বছর বয়সী ওই সিএএফ আধিকারিককে তার ব্যারাকের ঘর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। মৃত সিএএফ আধিকারিক মধ্যপ্রদেশের সাতনার বাসিন্দা ৷

সিএএফ আধিকারিকের চরম পদক্ষেপ: পুলিশ জানিয়েছে, রবিবার নাভা রায়পুরে ছত্তিশগড় সশস্ত্র বাহিনী (সিএএফ) একজন 45 বছর বয়সী আধিকারিক তাঁর সার্ভিস রিভলবার থেকে নিজেকে গুলি করে আত্মঘাতী হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রাকি থানার পুলিশ ৷ প্রাথমিক তদন্তের পর রাকি থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সিএএফ-এর 14 তম ব্যাটালিয়নের অনিল সিং গহরওয়ার রাকি থানা এলাকার অধীনে পুলিশ সদর দফতরে তাঁর ব্যারাকে রাত 8 টা নাগাদ সার্ভিস রিভলবার থেকে নিজেকে গুলি করেছেন ।

ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, রাত 8টার দিকে সেনারা ব্যারাক থেকে গুলির শব্দ শুনতে পান। গুলির শব্দ শুনে অনিল সিংয়ের সহকর্মীরা ঘরে পৌঁছে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তাকে জানানো হয়। এ বিষয়ে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

অনিল সিং গহরওয়ার তিনি মধ্যপ্রদেশের সাতনার বাসিন্দা ছিলেন। তিনি সিএএফ-এর 14 তম ব্যাটালিয়নে কোম্পানি কমান্ডার পদে নিযুক্ত ছিলেন। ছত্তিশগড় সশস্ত্র বাহিনীর ওই আধিকারিকের পরিবার দুর্গ জেলায় থাকে। তাদের এই ঘটনা সম্পর্কে ইতিমধ্যেই অবহিত করা হয়েছে। ছত্তিশগড় সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন এক কর্তা জানান, কমান্ডার অনিল সিংয়ের এমন পদক্ষেপের আসল কারণ তাঁর পরিবার এখানে পৌঁছানোর পর জানা যাবে।

আরও পড়ুন
ওড়িশার সিআরপিএফ ক্যাম্পে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে আত্মঘাতী বাংলার জওয়ান
অসতর্কতায় নিজের বন্দুকের গুলিতে আদালত চত্বরেই আহত বিচারক

রায়পুর (ছত্তিশগড়), 30 ডিসেম্বর: রবিবার ছত্তিশগড় সশস্ত্র বাহিনীর (সিএএফ) এক আধিকারিক তাঁর সার্ভিস রিভলবার থেকে নিজেকে গুলি করেছেন। পঁয়তাল্লিশ বছর বয়সী ওই সিএএফ আধিকারিককে তার ব্যারাকের ঘর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। মৃত সিএএফ আধিকারিক মধ্যপ্রদেশের সাতনার বাসিন্দা ৷

সিএএফ আধিকারিকের চরম পদক্ষেপ: পুলিশ জানিয়েছে, রবিবার নাভা রায়পুরে ছত্তিশগড় সশস্ত্র বাহিনী (সিএএফ) একজন 45 বছর বয়সী আধিকারিক তাঁর সার্ভিস রিভলবার থেকে নিজেকে গুলি করে আত্মঘাতী হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রাকি থানার পুলিশ ৷ প্রাথমিক তদন্তের পর রাকি থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সিএএফ-এর 14 তম ব্যাটালিয়নের অনিল সিং গহরওয়ার রাকি থানা এলাকার অধীনে পুলিশ সদর দফতরে তাঁর ব্যারাকে রাত 8 টা নাগাদ সার্ভিস রিভলবার থেকে নিজেকে গুলি করেছেন ।

ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, রাত 8টার দিকে সেনারা ব্যারাক থেকে গুলির শব্দ শুনতে পান। গুলির শব্দ শুনে অনিল সিংয়ের সহকর্মীরা ঘরে পৌঁছে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তাকে জানানো হয়। এ বিষয়ে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

অনিল সিং গহরওয়ার তিনি মধ্যপ্রদেশের সাতনার বাসিন্দা ছিলেন। তিনি সিএএফ-এর 14 তম ব্যাটালিয়নে কোম্পানি কমান্ডার পদে নিযুক্ত ছিলেন। ছত্তিশগড় সশস্ত্র বাহিনীর ওই আধিকারিকের পরিবার দুর্গ জেলায় থাকে। তাদের এই ঘটনা সম্পর্কে ইতিমধ্যেই অবহিত করা হয়েছে। ছত্তিশগড় সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন এক কর্তা জানান, কমান্ডার অনিল সিংয়ের এমন পদক্ষেপের আসল কারণ তাঁর পরিবার এখানে পৌঁছানোর পর জানা যাবে।

আরও পড়ুন
ওড়িশার সিআরপিএফ ক্যাম্পে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে আত্মঘাতী বাংলার জওয়ান
অসতর্কতায় নিজের বন্দুকের গুলিতে আদালত চত্বরেই আহত বিচারক
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.