ETV Bharat / state

পাশে নেই কেন্দ্র, নিজস্ব রাজস্ব থেকে বাজেট বরাদ্দ: মমতা - WEST BENGAL BUDGET 2025

WB Budget 2025 Live
পেশ হচ্ছে রাজ্য বাজেট (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 12, 2025, 4:14 PM IST

Updated : Feb 12, 2025, 6:06 PM IST

পেশ হল রাজ্য বাজেট। অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করেছেন। আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচনের আগে এটাই ছিল শেষ পূর্ণাঙ্গ বাজেট। স্বভাবতই মমতা বন্দ্যেপাধ্যায়ের সরকার কী কী চমক নিয়ে হাজির হয় সেদিকেই সকলের নজর ছিল । গত সপ্তাহে সর্বদল বৈঠকের সোমবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভাষণ দিয়ে বাজেট অধিবেশন শুরু হয়। তৃণমূল ক্ষমতায় আসার পর প্রথমে অর্থ দফতরের দায়িত্বে ছিলেন বণিক সংগঠন ফিকির প্রাক্তন মহাসচিব অমিত মিত্র । তিনি পরপর বেশ কয়েকবার বাজেট পেশ করছেন । তিনি অসুস্থ থাকাকালীন মুখ্যমন্ত্রীও নিজে বাজেট পেশ করেছেন অতীতে। আরও পরে গত কয়েক বছর ধরে চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করে আসছেন । বাজেট পেশ হওয়ার পর তা নিয়ে পরপর দু'দিন বেশ কয়েক ঘণ্টা ধরে আলোচনা হবে । সে সময় বাজেট নিয়ে শাসক বিধায়করা তরজায় সবর হবে রাজ্য বিধানসভা।

LIVE FEED

6:14 PM, 12 Feb 2025 (IST)

কী কী রয়েছে বাজেটে ?

ঘাটাল মাস্টার প্ল্যান থেকে বাংলার বাড়ি ! বাড়ল DA ৷ কী কী রয়েছে বঙ্গের বাজেটে ?

WB Budget 2025
পেশ হল রাজ্য বাজেট (ইটিভি ভারত)

5:21 PM, 12 Feb 2025 (IST)

আমাদের লেদার হাব এখন ইন্ডিয়ার হাব

‘‘অনুর্বর জমি উর্বর করেছি ৷ পেয়াজ উৎপাদন করছি রাজ্যের চাহিদার 75 শতাংশ ৷ ইলিশ মাছে রিসার্চ সেন্টার করেছি, এখন দেখছেন এত গঙ্গার ইলিশ পাওয়া যাচ্ছে ৷ আমাদের তাজপুর বন্দর হচ্ছে ৷ দীঘায় ল্যান্ড পোর্ট, জগন্নাথধাম মন্দির, কালীঘাটে স্কাইওয়াক ৷ আইটি সেক্টরে হাজার হাজার চাকরি ৷ লেদার হাব এখন ইন্ডিয়ার হাব ৷ ছ’টা ইকোনমিক করিডোর ৷ সারা পশ্চিমবঙ্গ জুড়বে ৷’’

5:10 PM, 12 Feb 2025 (IST)

আমাদের মোট 94টি স্কিম

‘‘লক্ষ্মীর ভাণ্ডারে অনেক খরচা হয় ৷ মা-বোনেদের জন্য করি ৷ অনেকে আমাদের দেখে টুকলি করেছে ৷ এখন জনসংখ্যা প্রায় 11 কোটি ৷ নবম দুয়ারে সরকার পর্যন্ত 12 কোটির ওপর মানুষ এসেছেন ৷ কারণ, একটা পরিবারের কেউ কন্যাশ্রীও পাচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে ৷ আমাদের মোট 94টি স্কিম রয়েছে ৷’’

5:05 PM, 12 Feb 2025 (IST)

আমরা যা বলি, তা করি: মমতা

‘‘একদিকে কেন্দ্রের বাজেট ৷ ভোট আসলে প্রতিশ্রুতি দেয় ৷ আমাদের বাজেটে আমরা তা করি না ৷ আমরা যা বলি, আমরা যা করতে পারি, তা করি ৷ 100 দিনের কাজ বন্ধ, গ্রামীণ রাস্তার কাজ বন্ধ ৷ তা সত্ত্বেও আমরা 28 লক্ষ পরিবারকে বাড়ির জন্য অনুদান করা হয়েছে ৷ আমরা ইতিমধ্যেই অর্ধেক টাকা দিয়েছি, বাকিটা জুনে দেব ৷ ’’

4:58 PM, 12 Feb 2025 (IST)

মমতার কবিতায় বাজেট শেষ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা পাঠ করে বাজেট শেষ করেন চন্দ্রিমা ভট্টাচার্য ৷

4:54 PM, 12 Feb 2025 (IST)

মমতার শেষ বাজেট: শুভেন্দু অধিকারী

শুভেন্দু অধিকারী বলেন, ‘‘এই বাজেটে এই সরকার যে দেউলিয়া হয়ে গিয়েছে তা ছত্রে ছত্রে প্রমাণিত ৷ মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর শেষ বাজেটে বেকারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন ৷ যে মুখ্যমন্ত্রী 2011-এর আগে বেকারদের জন্য হাজারো প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই বাজেটে তার কথা নেই ৷ উত্তরবঙ্গ, জঙ্গলমহলের কোনও কথা নেই ৷’’

4:52 PM, 12 Feb 2025 (IST)

ওয়াকআউট করল বিজেপি

বিধানসভায় বিক্ষোভ দেখান বিজেপি বিধায়কেরা। বাজেট নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তাঁরা। কেন্দ্রীয় সরকারি ডিএ-র সঙ্গে রাজ্যের ফারাক তুলে ধরে বিধানসভায় সরকার বিরোধী স্লোগান দেওয়া হয়। চাকরির দাবিতেও স্লোগান ওঠে। শেষে ওয়াক আউট করেন তাঁরা। এই আচরণের সমালোচনা করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

4:51 PM, 12 Feb 2025 (IST)

বাজেটেও আরজি কর

চন্দ্রিমা ভট্টাচার্যর বাজেট পেশের শুরুতেই বিধানসভায় ‘চাকরি চাই’, ‘চাকরি চাই’ স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়কেরা । স্লোগান উঠছে আরজি কর নিয়েও ।

4:49 PM, 12 Feb 2025 (IST)

শিক্ষায় বরাদ্দ

উচ্চশিক্ষা বিভাগের জন্য আগামী অর্থবর্ষে 6,593.58 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন চন্দ্রিমা । স্কুলশিক্ষা বিভাগে বরাদ্দ হয়েছে 41,153.79 কোটি টাকা ।

4:32 PM, 12 Feb 2025 (IST)

করছাড়ের ঘোষণা

চা শিল্পে বাড়ল এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স ছাড়ের সময় ৷ 2026 সালের 31 মার্চ পর্যন্ত মেয়াদ বাড়াল রাজ্য ৷

4:28 PM, 12 Feb 2025 (IST)

গঙ্গাসাগর সেতু

গঙ্গাসাগর সেতুর জন্য বরাদ্দ 500 কোটি টাকা ৷

4:26 PM, 12 Feb 2025 (IST)

আশা-অঙ্গনওয়াড়ি কর্মীদের 70 হাজার স্মার্টফোন

আশা-অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল কিনে দিতে 200 কোটি টাকা বরাদ্দ ৷ বাজেটে আশাকর্মীদের স্মার্টফোন দেওয়ার কথা ঘোষণা করলেন চন্দ্রিমা । 70 হাজার আশাকর্মীকে স্মার্টফোন দেওয়া হবে ।

4:25 PM, 12 Feb 2025 (IST)

সুফল বাংলা স্টল

350টি নতুন সুফল বাংলা স্টলের জন্য বরাদ্দ 200 কোটি টাকা ৷

4:24 PM, 12 Feb 2025 (IST)

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বাড়ল না বরাদ্দ

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বাড়ল না বরাদ্দ । এর ফলে উপভোক্তারা আগে যে টাকা পাচ্ছিলেন এখনও তাই পাবেন ।

4:22 PM, 12 Feb 2025 (IST)

14 শতাংশ ডিএ বেড়ে 18 শতাংশ

রাজ্য সরকারি কর্মচারীদের 14 শতাংশ থেকে এবার ডিএ বেড়ে হবে 18 শতাংশ ৷

4:20 PM, 12 Feb 2025 (IST)

বাংলার বাড়ি

বাংলার বাড়ি প্রকল্পে 9 হাজার 600 কোটির বরাদ্দ ৷ অতিরিক্ত 16 লক্ষ উপভোক্তার জন্য এই অতিরিক্ত অর্থ বরাদ্দ করা হয়েছে ।

4:18 PM, 12 Feb 2025 (IST)

ঘাটাল মাস্টার প্ল্যান

কেন্দ্রের ভরসায় আর না ৷ এবার রাজ্য সরকারই করবে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন ৷ অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য জানালেন, দু’বছরের মধ্যেই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন ৷

4:17 PM, 12 Feb 2025 (IST)

পেনশন প্রাপকদের জন্য বড় খবর

4 শতাংশ বর্ধিত ডিএ’র সুবিধা পাবেন পেনশন প্রাপকরাও ।

4:17 PM, 12 Feb 2025 (IST)

পথশ্রীতে 1500 কোটি

পথশ্রী প্রকল্পে বরাদ্দ হল 1500 কোটি টাকা ৷

4:16 PM, 12 Feb 2025 (IST)

ঘাটাল মাস্টার প্ল্যান

ঘাটাল মাস্টার প্ল্যানে বরাদ্দ 500 কোটি টাকা ৷

4:14 PM, 12 Feb 2025 (IST)

নদী বন্ধন

নদী ভাঙন রোধে 200 কোটি টাকার 'নদী বন্ধন' প্রকল্প ৷

4:12 PM, 12 Feb 2025 (IST)

4 শতাংশ বাড়ল DA

4 শতাংশ বাড়ল DA ৷ প্রস্তাব পেশ অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ৷ 1 এপ্রিল থেকে তা কার্যকর হবে ৷

পেশ হল রাজ্য বাজেট। অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করেছেন। আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচনের আগে এটাই ছিল শেষ পূর্ণাঙ্গ বাজেট। স্বভাবতই মমতা বন্দ্যেপাধ্যায়ের সরকার কী কী চমক নিয়ে হাজির হয় সেদিকেই সকলের নজর ছিল । গত সপ্তাহে সর্বদল বৈঠকের সোমবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভাষণ দিয়ে বাজেট অধিবেশন শুরু হয়। তৃণমূল ক্ষমতায় আসার পর প্রথমে অর্থ দফতরের দায়িত্বে ছিলেন বণিক সংগঠন ফিকির প্রাক্তন মহাসচিব অমিত মিত্র । তিনি পরপর বেশ কয়েকবার বাজেট পেশ করছেন । তিনি অসুস্থ থাকাকালীন মুখ্যমন্ত্রীও নিজে বাজেট পেশ করেছেন অতীতে। আরও পরে গত কয়েক বছর ধরে চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করে আসছেন । বাজেট পেশ হওয়ার পর তা নিয়ে পরপর দু'দিন বেশ কয়েক ঘণ্টা ধরে আলোচনা হবে । সে সময় বাজেট নিয়ে শাসক বিধায়করা তরজায় সবর হবে রাজ্য বিধানসভা।

LIVE FEED

6:14 PM, 12 Feb 2025 (IST)

কী কী রয়েছে বাজেটে ?

ঘাটাল মাস্টার প্ল্যান থেকে বাংলার বাড়ি ! বাড়ল DA ৷ কী কী রয়েছে বঙ্গের বাজেটে ?

WB Budget 2025
পেশ হল রাজ্য বাজেট (ইটিভি ভারত)

5:21 PM, 12 Feb 2025 (IST)

আমাদের লেদার হাব এখন ইন্ডিয়ার হাব

‘‘অনুর্বর জমি উর্বর করেছি ৷ পেয়াজ উৎপাদন করছি রাজ্যের চাহিদার 75 শতাংশ ৷ ইলিশ মাছে রিসার্চ সেন্টার করেছি, এখন দেখছেন এত গঙ্গার ইলিশ পাওয়া যাচ্ছে ৷ আমাদের তাজপুর বন্দর হচ্ছে ৷ দীঘায় ল্যান্ড পোর্ট, জগন্নাথধাম মন্দির, কালীঘাটে স্কাইওয়াক ৷ আইটি সেক্টরে হাজার হাজার চাকরি ৷ লেদার হাব এখন ইন্ডিয়ার হাব ৷ ছ’টা ইকোনমিক করিডোর ৷ সারা পশ্চিমবঙ্গ জুড়বে ৷’’

5:10 PM, 12 Feb 2025 (IST)

আমাদের মোট 94টি স্কিম

‘‘লক্ষ্মীর ভাণ্ডারে অনেক খরচা হয় ৷ মা-বোনেদের জন্য করি ৷ অনেকে আমাদের দেখে টুকলি করেছে ৷ এখন জনসংখ্যা প্রায় 11 কোটি ৷ নবম দুয়ারে সরকার পর্যন্ত 12 কোটির ওপর মানুষ এসেছেন ৷ কারণ, একটা পরিবারের কেউ কন্যাশ্রীও পাচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে ৷ আমাদের মোট 94টি স্কিম রয়েছে ৷’’

5:05 PM, 12 Feb 2025 (IST)

আমরা যা বলি, তা করি: মমতা

‘‘একদিকে কেন্দ্রের বাজেট ৷ ভোট আসলে প্রতিশ্রুতি দেয় ৷ আমাদের বাজেটে আমরা তা করি না ৷ আমরা যা বলি, আমরা যা করতে পারি, তা করি ৷ 100 দিনের কাজ বন্ধ, গ্রামীণ রাস্তার কাজ বন্ধ ৷ তা সত্ত্বেও আমরা 28 লক্ষ পরিবারকে বাড়ির জন্য অনুদান করা হয়েছে ৷ আমরা ইতিমধ্যেই অর্ধেক টাকা দিয়েছি, বাকিটা জুনে দেব ৷ ’’

4:58 PM, 12 Feb 2025 (IST)

মমতার কবিতায় বাজেট শেষ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা পাঠ করে বাজেট শেষ করেন চন্দ্রিমা ভট্টাচার্য ৷

4:54 PM, 12 Feb 2025 (IST)

মমতার শেষ বাজেট: শুভেন্দু অধিকারী

শুভেন্দু অধিকারী বলেন, ‘‘এই বাজেটে এই সরকার যে দেউলিয়া হয়ে গিয়েছে তা ছত্রে ছত্রে প্রমাণিত ৷ মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর শেষ বাজেটে বেকারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন ৷ যে মুখ্যমন্ত্রী 2011-এর আগে বেকারদের জন্য হাজারো প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই বাজেটে তার কথা নেই ৷ উত্তরবঙ্গ, জঙ্গলমহলের কোনও কথা নেই ৷’’

4:52 PM, 12 Feb 2025 (IST)

ওয়াকআউট করল বিজেপি

বিধানসভায় বিক্ষোভ দেখান বিজেপি বিধায়কেরা। বাজেট নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তাঁরা। কেন্দ্রীয় সরকারি ডিএ-র সঙ্গে রাজ্যের ফারাক তুলে ধরে বিধানসভায় সরকার বিরোধী স্লোগান দেওয়া হয়। চাকরির দাবিতেও স্লোগান ওঠে। শেষে ওয়াক আউট করেন তাঁরা। এই আচরণের সমালোচনা করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

4:51 PM, 12 Feb 2025 (IST)

বাজেটেও আরজি কর

চন্দ্রিমা ভট্টাচার্যর বাজেট পেশের শুরুতেই বিধানসভায় ‘চাকরি চাই’, ‘চাকরি চাই’ স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়কেরা । স্লোগান উঠছে আরজি কর নিয়েও ।

4:49 PM, 12 Feb 2025 (IST)

শিক্ষায় বরাদ্দ

উচ্চশিক্ষা বিভাগের জন্য আগামী অর্থবর্ষে 6,593.58 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন চন্দ্রিমা । স্কুলশিক্ষা বিভাগে বরাদ্দ হয়েছে 41,153.79 কোটি টাকা ।

4:32 PM, 12 Feb 2025 (IST)

করছাড়ের ঘোষণা

চা শিল্পে বাড়ল এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স ছাড়ের সময় ৷ 2026 সালের 31 মার্চ পর্যন্ত মেয়াদ বাড়াল রাজ্য ৷

4:28 PM, 12 Feb 2025 (IST)

গঙ্গাসাগর সেতু

গঙ্গাসাগর সেতুর জন্য বরাদ্দ 500 কোটি টাকা ৷

4:26 PM, 12 Feb 2025 (IST)

আশা-অঙ্গনওয়াড়ি কর্মীদের 70 হাজার স্মার্টফোন

আশা-অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল কিনে দিতে 200 কোটি টাকা বরাদ্দ ৷ বাজেটে আশাকর্মীদের স্মার্টফোন দেওয়ার কথা ঘোষণা করলেন চন্দ্রিমা । 70 হাজার আশাকর্মীকে স্মার্টফোন দেওয়া হবে ।

4:25 PM, 12 Feb 2025 (IST)

সুফল বাংলা স্টল

350টি নতুন সুফল বাংলা স্টলের জন্য বরাদ্দ 200 কোটি টাকা ৷

4:24 PM, 12 Feb 2025 (IST)

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বাড়ল না বরাদ্দ

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বাড়ল না বরাদ্দ । এর ফলে উপভোক্তারা আগে যে টাকা পাচ্ছিলেন এখনও তাই পাবেন ।

4:22 PM, 12 Feb 2025 (IST)

14 শতাংশ ডিএ বেড়ে 18 শতাংশ

রাজ্য সরকারি কর্মচারীদের 14 শতাংশ থেকে এবার ডিএ বেড়ে হবে 18 শতাংশ ৷

4:20 PM, 12 Feb 2025 (IST)

বাংলার বাড়ি

বাংলার বাড়ি প্রকল্পে 9 হাজার 600 কোটির বরাদ্দ ৷ অতিরিক্ত 16 লক্ষ উপভোক্তার জন্য এই অতিরিক্ত অর্থ বরাদ্দ করা হয়েছে ।

4:18 PM, 12 Feb 2025 (IST)

ঘাটাল মাস্টার প্ল্যান

কেন্দ্রের ভরসায় আর না ৷ এবার রাজ্য সরকারই করবে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন ৷ অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য জানালেন, দু’বছরের মধ্যেই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন ৷

4:17 PM, 12 Feb 2025 (IST)

পেনশন প্রাপকদের জন্য বড় খবর

4 শতাংশ বর্ধিত ডিএ’র সুবিধা পাবেন পেনশন প্রাপকরাও ।

4:17 PM, 12 Feb 2025 (IST)

পথশ্রীতে 1500 কোটি

পথশ্রী প্রকল্পে বরাদ্দ হল 1500 কোটি টাকা ৷

4:16 PM, 12 Feb 2025 (IST)

ঘাটাল মাস্টার প্ল্যান

ঘাটাল মাস্টার প্ল্যানে বরাদ্দ 500 কোটি টাকা ৷

4:14 PM, 12 Feb 2025 (IST)

নদী বন্ধন

নদী ভাঙন রোধে 200 কোটি টাকার 'নদী বন্ধন' প্রকল্প ৷

4:12 PM, 12 Feb 2025 (IST)

4 শতাংশ বাড়ল DA

4 শতাংশ বাড়ল DA ৷ প্রস্তাব পেশ অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ৷ 1 এপ্রিল থেকে তা কার্যকর হবে ৷

Last Updated : Feb 12, 2025, 6:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.