ফতোরদা, 20 ডিসেম্বর: আট ম্যাচ পর আইএসএলে হার মোহনবাগান সুপার জায়ান্টের ৷ প্রাক্তনী আর্মান্দো সাদিকু নেতৃত্বাধীন আক্রমণভাগের সামনে এফসি গোয়ার বিরুদ্ধে রক্ষণ আঁটোসাঁটো রাখতে চেয়েছিলেন হোসে মোলিনা ৷ কিন্তু মাণ্ডবীর তীরে তা আর হল কই? গৌরদের বিরুদ্ধে জোড়া গোল হজম করে ম্যাচ হারল সবুজ-মেরুন ৷ তবে সাদিকু নন, জোড়া গোলে বাগানের বিরুদ্ধে জয়ের নায়ক আনকোরা ব্রাইসন ফার্নান্ডেজ ৷ দুই অর্ধে দু'টি গোল করে ফারাক গড়ে দিলেন এই তরুণ তুর্কী ৷
মোহনবাগানের মতই শেষ চার ম্যাচে জয় পাওয়া মানোলো মার্কুয়েজের গোয়ার বিরুদ্ধে সাবধানী ছিলেন মোলিনা ৷ খেলানো যাবে না জেনেও গ্রেগ স্টুয়ার্টকে বৃহস্পতিবার দলের সঙ্গে উড়িয়ে নিয়ে গিয়েছিলেন ৷ এদিন ম্যাচ হারের পর হাত কামড়াতে বাধ্য হবেন বাগানের স্প্যানিশ কোচ ৷ গত ম্যাচগুলো উতরে গেলেও মানোলোর মগজাস্ত্রের সামনে স্কটিশ প্লে-মেকারকে বাদ দিয়ে ফিকে মনে হল বাগান কোচের ট্য়াকটিক্স ৷ সারা ম্যাচে বল পজেশন মোহনবাগান নিজেদের দখলে রাখলেও দু'দুবার প্রতিপক্ষের জালে বল জড়িয়ে তিন পয়েন্ট ঘরে তুলল গোয়া ৷
গোয়ার প্রথম গোল এদিন ম্য়াচের 12 মিনিটে ৷ বক্সের বাইরে থেকে নেওয়া ব্রাইসনের শট টম আলড্রেডের পায়ে প্রতিহত হয়ে ঢুকে যায় গোলে ৷ এক্ষেত্রে বিশাল কাইথের কিছুই করার ছিল না ৷ সন্দেশ ঝিঙ্গান নেতৃত্বাধীন গোয়া ডিফেন্সের সামনে এদিন সেভাবে আস্ফালন দেখা যায়নি সবুজ-মেরুন আক্রমণের ৷ এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় অরেঞ্জ ব্রিগেড ৷ কিন্তু বিরতির পরপরই গুরুত্বপূর্ণ সমতাসূচক গোলটি পেয়ে যায় কলকাতা জায়ান্টরা ৷ এক্ষেত্রে বাগানের একটি আক্রমণ বাঁচাতে গিয়ে বক্সের মধ্যে হাত লাগিয়ে ফেলেন আর্মান্দো সাদিকু ৷ পেনাল্টি থেকে নিশানায় অব্যর্থ থাকেন পেত্রাতোস ৷ 1-1 হতেই চোটের আশঙ্কায় অজি ফুটবলারকে তুলে আরেক অজি জেসন কামিংসকে নামান মোলিনা ৷
An end-to-end game finishes with @FCGoaOfficial taking all the 3️⃣ points! #FCGMBSG #ISL #LetsFootball #FCGoa #MBSG | @mohunbagansg @StarSportsIndia @JioCinema @Sports18 pic.twitter.com/QZMEI0L9ay
— Indian Super League (@IndSuperLeague) December 20, 2024
কিন্তু 13 মিনিট বাদে দ্বিতীয় গোল করে ম্য়াচে ফের এগিয়ে যায় গোয়া ৷ ডানদিক থেকে বোরহা হেরেরার মাপা ক্রসে মাথা ছুঁইয়ে 2-1 করেন সেই ব্রাইসন ৷ এরপর অনিরুদ্ধ থাপা, আশিক কুরুনিয়ান, সুহেল ভাটদের নামিয়ে সমতা ফেরানোর বহু চেষ্টা করে বাগান ৷ কিন্তু সমতা ফেরেনি ৷ একটি ক্ষেত্রে জেমি ম্যাকলারেনের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় ৷ সবমিলিয়ে মাণ্ডবীর তীরে মাথা নিচু করে মাঠ ছাড়তে হয় লিগ টপারদের ৷ হারের পর 12 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল বাগান ৷ সমসংখ্যক ম্য়াচে 22 পয়েন্ট নিয়ে তিনে উঠে এল গোয়া ৷