ওয়াশিংটন ডিসি, 20 ডিসেম্বর: ইস্তফা দিলেন আমেরিকার অ্যাটর্নি ব্রিয়ন পিস ৷ মাসখানেক আগে আদানি ইস্যুতে তাঁর নাম শোনা গিয়েছিল ৷ আদানি গ্রিন এনার্জি লিমিটেড এবং অন্য একটি ফার্মের জন্য সৌরবিদ্যুতের বরাত পেতে ভারতের সরকারি আধিকারিকদের কয়েকশো মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দেওয়া হয় বলে অভিযোগ। এই অভিযোগ এনেছিলেন ব্রিয়ন পিস ৷ আদানিরা অবশ্য এই অভিযোগ অস্বীকার করে ৷
সরকারিভাবে দ্বিতীয় ট্রাম্প অধ্যায়ের সূচনা হবে আগামী মাসে ৷ তার আগে নিজের ইস্তফা দাখিল করেন ব্রিয়ন ৷ তিনি নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের অ্যাটর্নি ছিলেন ৷ একটি প্রেস বিবৃতিতে ইস্তফার বিষয়টি নিশ্চিত করেছে আমেরিকার বিচার বিভাগ (ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস) ৷
দফতরের তরফে জানানো হয়েছে, "নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের অ্যাটর্নি ছিলেন ব্রিয়ন পিস ৷ তিনি 2025 সালর 10 জানুয়ারি, ইস্তফা দেবেন ৷ 2021 সালের 15 অক্টোবর থেকে তিনি এই পদে রয়েছেন ৷"
ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস জানিয়েছে, ব্রিয়ন পিস পদত্যাগ করলে ভারপ্রাপ্ত হিসেবে এই দায়িত্বভবার গ্রহণ করবেন ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ইউনাইটেড স্টেটস অ্যাটর্নি ক্যারোলিন পোকোরনি ৷ ব্রিয়ন পিস তাঁর ইতস্তফাপত্রে জানিয়েছেন, "আমার কর্মজীবনে অত্যন্ত মেধাবি কয়েকজন আইনজীবী এবং কর্মীদের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে ৷ আমি এই অফিস ছেড়ে চলে গেলেও দুর্দান্ত কাজের জন্য সবসময় কৃতজ্ঞ থাকব ৷ আমরা একসঙ্গে কাজ করেছি। সুবিচার অর্জনের ক্ষেত্রে সম্মান এবং সততার সঙ্গে সবসময় কাজ করেছি ৷ এই অফিস আগামিদিনেও আমাদের সহনাগরিকদের জন্য সুবিচার দিতে কাজ করবে। স্বচ্ছতা বজায় রেখে নৈতিকতা এবংসহানুভূতিকে হাতিয়ার করে ভয় বা পক্ষপাত ছাড়া কাজ করতে অফিস সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ ৷"