নয়াদিল্লি, 22 ফেব্রুয়ারি: প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ (FDI) সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের জন্য বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ইন্ডিয়াকে 3.44 কোটি টাকার জরিমানা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, ইডি ব্রিটিশ ব্রডকাস্টার সার্ভিসের (বিবিসি) তিন ডিরেক্টরকে 1.14 কোটি টাকারও বেশি জরিমানা করেছে। এই জরিমানার আদেশটি ভারতীয় বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইন (FEMA)-এর অধীনে দেওয়া হয়েছে।
ভারতীয় বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইনের অধীনে একাধিক বিধি লঙ্ঘনের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট 4 অগস্ট, 2023-এ বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ইন্ডিয়া, এর তিন ডিরেক্টরকে এবং ফাইন্যান্স হেডকে কারণ দর্শানোর (শো কজ নোটিশ) নোটিশ জারি করার পর এই পদক্ষেপ নেওয়া হয়। 2023 সালের ফেব্রুয়ারিতে আয়কর বিভাগ সংবাদ সংস্থার অফিসে একটি অভিযান চালানোর কয়েক মাস পর ইডি বিবিসির বিরুদ্ধে তদন্ত শুরু করে ৷
বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ইন্ডিয়া একটি 100 শতাংশ এফডিআই কোম্পানি। বিবিসি একটি ডিজিটাল সংবাদ মাধ্যম ৷ কিন্তু কোম্পানিটি 100 শতাংশ এফডিআই বজায় রেখেছে বলে জানা গিয়েছে। যেখানে 2019 সালে সরকারের জারি করা আদেশ অনুযায়ী, ডিজিটাল মিডিয়াতে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ (FDI) সংক্রান্ত সীমা 26 শতাংশ নির্ধারণ করা হয়েছিল, যা কোম্পানিটি উপেক্ষা করেছে। সেই কারণেই বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ইন্ডিয়া-র উপর এই জরিমানা চাপিয়েছে ইডি ৷
জানা গিয়েছে, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ইন্ডিয়াকে মোট 3 কোটি 44 লক্ষ 48 হাজার 850 টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও, 15 অক্টোবর, 2021 সালের পর থেকে ভারতীয় বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইন (FEMA) 1999-এর নিয়ম লঙ্ঘনের জন্য, যতক্ষণ না কোম্পানি নিয়ম মেনে চলে, ততদিন পর্যন্ত প্রতিদিন 5,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে।