ETV Bharat / state

শর্ত মেনে ধর্নায় চিকিৎসকরা, চলবে রাতভর অবস্থান - DOCTORS PROTEST

হাইকোর্টের অনুমতির পরই ধর্নায় বসলেন চিকিৎসকরা। আগামী 26 তারিখ পর্যন্ত রাতভর অবস্থান করবে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স।

DOCTORS PROTEST
চলবে রাতভর অবস্থান (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 20, 2024, 10:55 PM IST

কলকাতা, 20 ডিসেম্বর: আরজি করের মর্মান্তিক ঘটনার প্রতিবাদে আবারও অবস্থানে বসলেন সিনিয়র চিকিৎসকরা। ন্যায় বিচারের দাবিকে সামনে রেখে অবস্থানে বসল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। সেখানে হাইকোর্টে দেওয়া সমস্ত নিয়মকে তৈরি প্রাধান্য দেওয়া হয়েছে। চিকিৎসকদের অবস্থান মঞ্চ তৈরি করা হয়েছে মেট্রো চ্যানেলে। ডোরিনা ক্রসিং থেকে 50 ফুট ছেড়ে তৈরি করা হয়েছে মঞ্চ। ধর্নামঞ্চ লম্বা হয়েছে 40 ফুট। চওড়ায় রয়েছে 23 ফুট। ঠিক মঞ্চের বাইরে রয়েছে কলকাতা পুলিশের ব্যারিকেড।

জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্সের সদস্য চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন, "রাজ্য সরকার আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা 'তু তু ম্যা ম্যা' করছে। আইনি ফাঁক গলে সন্দীপ, অভিজিৎকে বার করে দেওয়া হল। যাতে ওঁরা তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারেন। তাই আমাদের প্রথম দাবি অবিলম্বে সিবিআইকে চার্জশিট জমা করতে হবে। রাজ্য সরকারকে অনুমোদন দিতে হবে চার্জশিট পেশের জন্য।" এই দাবি নিয়েই আগামী 26 তারিখ পর্যন্ত রাতভর অবস্থান করবেন সিনিয়র চিকিৎসকরা।

চলবে রাতভর অবস্থান (ইটিভি ভারত)

সিনিয়র চিকিৎসকদের অবস্থানে সামিল হয়েছেন বহু সাধারণ মানুষ। এছাড়াও অংশ নিয়েছেন জুনিয়র চিকিৎসকেরাও। জুনিয়র চিকিৎসক আসফাকুল্লা নাইয়া বলেন, "আমরা সমস্ত জুনিয়র চিকিৎসকরা কাজের ফাঁকে এখানে আসব। একটা অন্যায় হয়েছে। মানুষকে তাই প্রতিবাদ করতে হবে। কারণ এই প্রতিবাদের জেরেই তারা তাদের বিচার ছিনিয়ে আনবে।"

উল্লেখ্য, আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় তথ্যপ্রমাণ লোপাট এবং কর্তব্যে গাফিলতি মামলায় 90 দিন পেরিয়ে গেলেও চার্জশিট দিতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, যা নিয়ে ক্ষোভ রয়েছে বিভিন্ন মহলে। বিচারের দাবিতে নতুন করে পথে নামতে চেয়েছেন চিকিৎসকরা। কিন্তু ধর্মতলায় ধর্নায় পুলিশের অনুমতি না-পেয়ে তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হন। আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ডাক্তারদের কিছু শর্ত বেঁধে দিয়ে ধর্নার অনুমতি দিয়েছেন ৷

কলকাতা, 20 ডিসেম্বর: আরজি করের মর্মান্তিক ঘটনার প্রতিবাদে আবারও অবস্থানে বসলেন সিনিয়র চিকিৎসকরা। ন্যায় বিচারের দাবিকে সামনে রেখে অবস্থানে বসল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। সেখানে হাইকোর্টে দেওয়া সমস্ত নিয়মকে তৈরি প্রাধান্য দেওয়া হয়েছে। চিকিৎসকদের অবস্থান মঞ্চ তৈরি করা হয়েছে মেট্রো চ্যানেলে। ডোরিনা ক্রসিং থেকে 50 ফুট ছেড়ে তৈরি করা হয়েছে মঞ্চ। ধর্নামঞ্চ লম্বা হয়েছে 40 ফুট। চওড়ায় রয়েছে 23 ফুট। ঠিক মঞ্চের বাইরে রয়েছে কলকাতা পুলিশের ব্যারিকেড।

জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্সের সদস্য চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন, "রাজ্য সরকার আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা 'তু তু ম্যা ম্যা' করছে। আইনি ফাঁক গলে সন্দীপ, অভিজিৎকে বার করে দেওয়া হল। যাতে ওঁরা তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারেন। তাই আমাদের প্রথম দাবি অবিলম্বে সিবিআইকে চার্জশিট জমা করতে হবে। রাজ্য সরকারকে অনুমোদন দিতে হবে চার্জশিট পেশের জন্য।" এই দাবি নিয়েই আগামী 26 তারিখ পর্যন্ত রাতভর অবস্থান করবেন সিনিয়র চিকিৎসকরা।

চলবে রাতভর অবস্থান (ইটিভি ভারত)

সিনিয়র চিকিৎসকদের অবস্থানে সামিল হয়েছেন বহু সাধারণ মানুষ। এছাড়াও অংশ নিয়েছেন জুনিয়র চিকিৎসকেরাও। জুনিয়র চিকিৎসক আসফাকুল্লা নাইয়া বলেন, "আমরা সমস্ত জুনিয়র চিকিৎসকরা কাজের ফাঁকে এখানে আসব। একটা অন্যায় হয়েছে। মানুষকে তাই প্রতিবাদ করতে হবে। কারণ এই প্রতিবাদের জেরেই তারা তাদের বিচার ছিনিয়ে আনবে।"

উল্লেখ্য, আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় তথ্যপ্রমাণ লোপাট এবং কর্তব্যে গাফিলতি মামলায় 90 দিন পেরিয়ে গেলেও চার্জশিট দিতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, যা নিয়ে ক্ষোভ রয়েছে বিভিন্ন মহলে। বিচারের দাবিতে নতুন করে পথে নামতে চেয়েছেন চিকিৎসকরা। কিন্তু ধর্মতলায় ধর্নায় পুলিশের অনুমতি না-পেয়ে তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হন। আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ডাক্তারদের কিছু শর্ত বেঁধে দিয়ে ধর্নার অনুমতি দিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.