হায়দরাবাদ: অ্যান্ড্রয়েডের মতো আইওএস ডিভাইসে ডাউনলোড করা যাবে নেটফ্লিক্স কনটেন্ট ৷ এতদিন শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই সুবিধা পেতেন ৷ এবার থেকে আইওএস ডিভাইসেও এই সুবিধা উপলবদ্ধ হবে ৷ নেটফ্লিক্সের সিরিজের সমস্ত সিজিন ডাউনলোড করতে পারবেন ৷ আইফোনের পাশাপাশি আইপ্যাড ব্যবহারকারীরাও এই সুবিধা পাবেন ৷ একটি ক্লিকে যেকোনও নেটফ্লিক্স সামগ্রীর পুরো সিজন ডাউনলোড করা যাবে ৷
অ্যাপল ব্যবহারকারীদের উপহার
অ্যাপল ডিভাইস ব্যবহারকারীদের জন্য এই পরিষেবাটি চালু করার সময় নেটফ্লিক্সের তরফে জানানো হয়েছে, আইওএস ব্যবহারকারীরা দীর্ঘ দিন ধরেই এই সুবিধা থেকে বঞ্চিত ছিলেন ৷ এবার তাঁরাও জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে এই সুবিধা পাবেন ৷ উদাহরণ স্বরূপ নেটফ্লিক্সের তরফে উল্লেখ করা হয়েছে, কোনও ব্যক্তি হয়ত দীর্ঘক্ষণ বিমানে যাত্রা করবেন, তিনি চান কোনও সিরিজ তার আইফোনে ডাউনলোড করে রাখতে ৷ যাতে পর সেটি দেখতে পারেন ৷ এবার সংশ্লিষ্ট সিরিজটি ডাউনলোডের সুবিধা পাবেন ৷ যেকোনও সময়ে সেটি দেখতে পাবেন ৷ আইপ্যাডের ক্ষেত্রেও একই সুবিধা পাবেন ৷
এই প্রক্রিয়া অনুসরণ করুন
অব্যশই নেটফ্লিক্সের এই ফিচারের সুবিধা পেতে অ্যাপটি আপডেটেড কি না আগে দেখে নিতে হবে ৷ এবার আইফোন বা আইপ্যাডে Netflix অ্যাপটি খুলতে হবে এবং এরপর My Netflix অপশনে গিয়ে, স্ক্রিনের নীচে ডানদিকে অপশনে ক্লিক করতে হবে । যে কনটেন্টটি ডাউনলোড করতে চান তার সিজন সিরলেক্ট করতে হবে ৷ এখন আপনাকে ডাউনলোড সিজন 1 থাকা পছন্দের অপশনে ক্লিক করতে হবে ৷ তবে ডাউনলোডজ শুরু হবে ৷iPhone বা iPad এ ডাউনলোড করা হবে, যা আপনি যেকোনো সময়, যেকোনো জায়গায় এবং এমনকি ইন্টারনেট সংযোগ ছাড়াই দেখতে পারবেন ৷