ETV Bharat / technology

এবার আইফোনে একক্লিকে ডাউনলোড হবে নেটফ্লিক্স কনটেন্ট - NETFLIX UPDATE

এবার আইওএস ব্যবহারকারীরাও পাবেন নেটফ্লিক্স কনটেন্ট ডাউনলোডের সুযোগ ৷ যেকোনও সিরিজের সম্পূর্ণ সিজন ডাউনলোড করতে পারবেন ৷

Netflix iOS Update
এক ক্লিকে নেটফ্লিক্সের পুরো সিজন ডাউনলোড হবে (ছবি netflix)
author img

By ETV Bharat Tech Team

Published : Jan 31, 2025, 11:41 AM IST

হায়দরাবাদ: অ্যান্ড্রয়েডের মতো আইওএস ডিভাইসে ডাউনলোড করা যাবে নেটফ্লিক্স কনটেন্ট ৷ এতদিন শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই সুবিধা পেতেন ৷ এবার থেকে আইওএস ডিভাইসেও এই সুবিধা উপলবদ্ধ হবে ৷ নেটফ্লিক্সের সিরিজের সমস্ত সিজিন ডাউনলোড করতে পারবেন ৷ আইফোনের পাশাপাশি আইপ্যাড ব্যবহারকারীরাও এই সুবিধা পাবেন ৷ একটি ক্লিকে যেকোনও নেটফ্লিক্স সামগ্রীর পুরো সিজন ডাউনলোড করা যাবে ৷

টিকটক কিনতে আগ্রহ প্রকাশ মাইক্রোসফটের, শর্ত আরোপ ট্রাম্পের

অ্যাপল ব্যবহারকারীদের উপহার

অ্যাপল ডিভাইস ব্যবহারকারীদের জন্য এই পরিষেবাটি চালু করার সময় নেটফ্লিক্সের তরফে জানানো হয়েছে, আইওএস ব্যবহারকারীরা দীর্ঘ দিন ধরেই এই সুবিধা থেকে বঞ্চিত ছিলেন ৷ এবার তাঁরাও জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে এই সুবিধা পাবেন ৷ উদাহরণ স্বরূপ নেটফ্লিক্সের তরফে উল্লেখ করা হয়েছে, কোনও ব্যক্তি হয়ত দীর্ঘক্ষণ বিমানে যাত্রা করবেন, তিনি চান কোনও সিরিজ তার আইফোনে ডাউনলোড করে রাখতে ৷ যাতে পর সেটি দেখতে পারেন ৷ এবার সংশ্লিষ্ট সিরিজটি ডাউনলোডের সুবিধা পাবেন ৷ যেকোনও সময়ে সেটি দেখতে পাবেন ৷ আইপ্যাডের ক্ষেত্রেও একই সুবিধা পাবেন ৷

এই প্রক্রিয়া অনুসরণ করুন

অব্যশই নেটফ্লিক্সের এই ফিচারের সুবিধা পেতে অ্যাপটি আপডেটেড কি না আগে দেখে নিতে হবে ৷ এবার আইফোন বা আইপ্যাডে Netflix অ্যাপটি খুলতে হবে এবং এরপর My Netflix অপশনে গিয়ে, স্ক্রিনের নীচে ডানদিকে অপশনে ক্লিক করতে হবে । যে কনটেন্টটি ডাউনলোড করতে চান তার সিজন সিরলেক্ট করতে হবে ৷ এখন আপনাকে ডাউনলোড সিজন 1 থাকা পছন্দের অপশনে ক্লিক করতে হবে ৷ তবে ডাউনলোডজ শুরু হবে ৷iPhone বা iPad এ ডাউনলোড করা হবে, যা আপনি যেকোনো সময়, যেকোনো জায়গায় এবং এমনকি ইন্টারনেট সংযোগ ছাড়াই দেখতে পারবেন ৷

হাজার ফুট উঁচু থেকে পড়েও প্রাণ রক্ষা, সৌজন্যে অ্যাপল ওয়াচ

হায়দরাবাদ: অ্যান্ড্রয়েডের মতো আইওএস ডিভাইসে ডাউনলোড করা যাবে নেটফ্লিক্স কনটেন্ট ৷ এতদিন শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই সুবিধা পেতেন ৷ এবার থেকে আইওএস ডিভাইসেও এই সুবিধা উপলবদ্ধ হবে ৷ নেটফ্লিক্সের সিরিজের সমস্ত সিজিন ডাউনলোড করতে পারবেন ৷ আইফোনের পাশাপাশি আইপ্যাড ব্যবহারকারীরাও এই সুবিধা পাবেন ৷ একটি ক্লিকে যেকোনও নেটফ্লিক্স সামগ্রীর পুরো সিজন ডাউনলোড করা যাবে ৷

টিকটক কিনতে আগ্রহ প্রকাশ মাইক্রোসফটের, শর্ত আরোপ ট্রাম্পের

অ্যাপল ব্যবহারকারীদের উপহার

অ্যাপল ডিভাইস ব্যবহারকারীদের জন্য এই পরিষেবাটি চালু করার সময় নেটফ্লিক্সের তরফে জানানো হয়েছে, আইওএস ব্যবহারকারীরা দীর্ঘ দিন ধরেই এই সুবিধা থেকে বঞ্চিত ছিলেন ৷ এবার তাঁরাও জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে এই সুবিধা পাবেন ৷ উদাহরণ স্বরূপ নেটফ্লিক্সের তরফে উল্লেখ করা হয়েছে, কোনও ব্যক্তি হয়ত দীর্ঘক্ষণ বিমানে যাত্রা করবেন, তিনি চান কোনও সিরিজ তার আইফোনে ডাউনলোড করে রাখতে ৷ যাতে পর সেটি দেখতে পারেন ৷ এবার সংশ্লিষ্ট সিরিজটি ডাউনলোডের সুবিধা পাবেন ৷ যেকোনও সময়ে সেটি দেখতে পাবেন ৷ আইপ্যাডের ক্ষেত্রেও একই সুবিধা পাবেন ৷

এই প্রক্রিয়া অনুসরণ করুন

অব্যশই নেটফ্লিক্সের এই ফিচারের সুবিধা পেতে অ্যাপটি আপডেটেড কি না আগে দেখে নিতে হবে ৷ এবার আইফোন বা আইপ্যাডে Netflix অ্যাপটি খুলতে হবে এবং এরপর My Netflix অপশনে গিয়ে, স্ক্রিনের নীচে ডানদিকে অপশনে ক্লিক করতে হবে । যে কনটেন্টটি ডাউনলোড করতে চান তার সিজন সিরলেক্ট করতে হবে ৷ এখন আপনাকে ডাউনলোড সিজন 1 থাকা পছন্দের অপশনে ক্লিক করতে হবে ৷ তবে ডাউনলোডজ শুরু হবে ৷iPhone বা iPad এ ডাউনলোড করা হবে, যা আপনি যেকোনো সময়, যেকোনো জায়গায় এবং এমনকি ইন্টারনেট সংযোগ ছাড়াই দেখতে পারবেন ৷

হাজার ফুট উঁচু থেকে পড়েও প্রাণ রক্ষা, সৌজন্যে অ্যাপল ওয়াচ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.