ETV Bharat / state

বাজেট অধিবেশনের আগেই সায়ন্তিকা-রেয়াতকে আইনি চিঠি রাজ্যপালের - ASSEMBLY BUDGET SESSION 2025

বাজেট অধিবেশনের আগেই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারকে আইনি চিঠি পাঠালেন রাজ্যপাল ৷ অধ্যক্ষ ও আইনমন্ত্রীর পরামর্শ নিচ্ছেন দুই বিধায়ক ৷

ETV BHARAT
বাজেট অধিবেশনের আগেই সায়ন্তিকা-রেয়াতকে আইনি চিঠি রাজ্যপালের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 7, 2025, 6:22 PM IST

কলকাতা, 7 ফেব্রুয়ারি: সোমবারই বাজেট অধিবেশনের সূচনায় বিধানসভায় আসছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । এবার রাজ্যপালের ভাষণ দিয়েই বাজেট অধিবেশন শুরু হবে । রাজ্যপালের বিধানসভায় আসার আগেই দুই বিধায়ককে আইনি চিঠি রাজভবনের । বরানগর এবং ভগবানগোলার দুই বিধায়ক যথাক্রমে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারকে চিঠি দিলেন রাজ্যপালের আইনজীবী ।

এ দিন দুই বিধায়ক বিধানসভায় এসে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে গোটা বিষয়টি জানিয়েছেন । বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁরা বলেছেন, এক্ষেত্রে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মতোই চলবেন ।

ETV BHARAT
অধ্যক্ষ ও আইনমন্ত্রীর পরামর্শ নিচ্ছেন দুই বিধায়ক (নিজস্ব চিত্র)

প্রসঙ্গত, বিধানসভার উপনির্বাচনে এই দুই বিধায়কের জয়ের পরই তাঁদের শপথ নিয়ে একটা অচলাবস্থা তৈরি হয় । উপনির্বাচনে জয়ের পর শপথ গ্রহণের সময় তাঁদের রাজভবনে গিয়ে শপথবাক্য পাঠের জন্য বলা হয় । কিন্তু এই দুই বিধায়কের তরফ থেকে পালটা জানিয়ে দেওয়া হয়, যেহেতু তাঁরা রাজ্য বিধানসভার সদস্য, এক্ষেত্রে তাঁদের সেখানেই কাজ করতে হবে ৷ হয় রাজ্যপাল বিধানসভায় এসে তাঁদের শপথবাক্য পাঠ করান, অথবা বিধানসভার স্পিকারকে শপথবাক্য পাঠ করানোর জন্য অনুমতি দিন । যদিও এরপর এই নিয়ে দীর্ঘ টানাপোড়েন চলে ।

এক্ষেত্রে দীর্ঘদিন ধরে বিধায়ক হিসাবে তাঁদের এলাকার মানুষের দায়িত্ব পালন করতে না-পারার জন্য বিধানসভায় আম্বেদকার মূর্তির পাদদেশে ধর্নায়ও বসেন তাঁরা । সেখান থেকেই রাজভবনে না যাওয়া নিয়ে নিজেদের মত জানান তাঁরা ৷ যদিও এই পর্ব থেকে বেরিয়ে আসার জন্য বিধানসভার অধিবেশনের মধ্যেই দুই বিধায়কের শপথ অনুষ্ঠান হয় । সে সময় এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলে দুই বিধায়ককে চিঠি দেওয়া হয় রাজভবনের তরফ থেকে । এসবের মাঝেই অন্য একটি মামলা নিয়ে আদালতে যায় রাজভবন । রাজ্যপালকে নিয়ে মন্তব্যকে অস্ত্র করে ওই মামলায় দুই বিধায়ককেও জুড়ে দেওয়া হয় । এখন যেটা জানা যাচ্ছে, সেই মামলাতেই এবার দুই বিধায়ককে চিঠি পাঠিয়েছেন রাজ্যপালের আইনজীবী ।

এদিন এই নিয়ে রেয়াত হোসেন সরকার বলেন, "আমরা রাজভবনের গোটা বক্তব্যই অধ্যক্ষকে জানিয়েছি । এক্ষেত্রে তিনি আমাদের যে পরামর্শ দেবেন আমরা সেই মতো চলব । অধ্যক্ষের পাশাপাশি তিনি আইনজীবীও । সেই জায়গা থেকে আমাদের অভিভাবক হিসাবে আমরা তাঁর উপর ভরসা রাখছি ।"

অন্যদিকে, বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিষয়টি নিয়ে তাঁরা রাজ্যের আইনমন্ত্রী-মলয় ঘটকেরও পরামর্শ নিয়েছেন । প্রশ্ন হল, আগামী সোমবার রাজভবনে আসবেন রাজ্যপাল ৷ সেই সময় এই দুই বিধায়কের ভূমিকা কী হবে ! জবাবে দুই বিধায়কই স্পষ্ট ভাষায় জানিয়েছেন, রাজ্যপাল আইনি চিঠি পাঠালেও সৌজন্যই দেখাবেন তাঁরা ।

কলকাতা, 7 ফেব্রুয়ারি: সোমবারই বাজেট অধিবেশনের সূচনায় বিধানসভায় আসছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । এবার রাজ্যপালের ভাষণ দিয়েই বাজেট অধিবেশন শুরু হবে । রাজ্যপালের বিধানসভায় আসার আগেই দুই বিধায়ককে আইনি চিঠি রাজভবনের । বরানগর এবং ভগবানগোলার দুই বিধায়ক যথাক্রমে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারকে চিঠি দিলেন রাজ্যপালের আইনজীবী ।

এ দিন দুই বিধায়ক বিধানসভায় এসে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে গোটা বিষয়টি জানিয়েছেন । বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁরা বলেছেন, এক্ষেত্রে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মতোই চলবেন ।

ETV BHARAT
অধ্যক্ষ ও আইনমন্ত্রীর পরামর্শ নিচ্ছেন দুই বিধায়ক (নিজস্ব চিত্র)

প্রসঙ্গত, বিধানসভার উপনির্বাচনে এই দুই বিধায়কের জয়ের পরই তাঁদের শপথ নিয়ে একটা অচলাবস্থা তৈরি হয় । উপনির্বাচনে জয়ের পর শপথ গ্রহণের সময় তাঁদের রাজভবনে গিয়ে শপথবাক্য পাঠের জন্য বলা হয় । কিন্তু এই দুই বিধায়কের তরফ থেকে পালটা জানিয়ে দেওয়া হয়, যেহেতু তাঁরা রাজ্য বিধানসভার সদস্য, এক্ষেত্রে তাঁদের সেখানেই কাজ করতে হবে ৷ হয় রাজ্যপাল বিধানসভায় এসে তাঁদের শপথবাক্য পাঠ করান, অথবা বিধানসভার স্পিকারকে শপথবাক্য পাঠ করানোর জন্য অনুমতি দিন । যদিও এরপর এই নিয়ে দীর্ঘ টানাপোড়েন চলে ।

এক্ষেত্রে দীর্ঘদিন ধরে বিধায়ক হিসাবে তাঁদের এলাকার মানুষের দায়িত্ব পালন করতে না-পারার জন্য বিধানসভায় আম্বেদকার মূর্তির পাদদেশে ধর্নায়ও বসেন তাঁরা । সেখান থেকেই রাজভবনে না যাওয়া নিয়ে নিজেদের মত জানান তাঁরা ৷ যদিও এই পর্ব থেকে বেরিয়ে আসার জন্য বিধানসভার অধিবেশনের মধ্যেই দুই বিধায়কের শপথ অনুষ্ঠান হয় । সে সময় এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলে দুই বিধায়ককে চিঠি দেওয়া হয় রাজভবনের তরফ থেকে । এসবের মাঝেই অন্য একটি মামলা নিয়ে আদালতে যায় রাজভবন । রাজ্যপালকে নিয়ে মন্তব্যকে অস্ত্র করে ওই মামলায় দুই বিধায়ককেও জুড়ে দেওয়া হয় । এখন যেটা জানা যাচ্ছে, সেই মামলাতেই এবার দুই বিধায়ককে চিঠি পাঠিয়েছেন রাজ্যপালের আইনজীবী ।

এদিন এই নিয়ে রেয়াত হোসেন সরকার বলেন, "আমরা রাজভবনের গোটা বক্তব্যই অধ্যক্ষকে জানিয়েছি । এক্ষেত্রে তিনি আমাদের যে পরামর্শ দেবেন আমরা সেই মতো চলব । অধ্যক্ষের পাশাপাশি তিনি আইনজীবীও । সেই জায়গা থেকে আমাদের অভিভাবক হিসাবে আমরা তাঁর উপর ভরসা রাখছি ।"

অন্যদিকে, বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিষয়টি নিয়ে তাঁরা রাজ্যের আইনমন্ত্রী-মলয় ঘটকেরও পরামর্শ নিয়েছেন । প্রশ্ন হল, আগামী সোমবার রাজভবনে আসবেন রাজ্যপাল ৷ সেই সময় এই দুই বিধায়কের ভূমিকা কী হবে ! জবাবে দুই বিধায়কই স্পষ্ট ভাষায় জানিয়েছেন, রাজ্যপাল আইনি চিঠি পাঠালেও সৌজন্যই দেখাবেন তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.