ETV Bharat / bharat

ভয়াবহ দুর্ঘটনা ! মহু’তে বাইক-বাস সংঘর্ষে মৃত 6, আহত 16 - ROAD ACCIDENT

দুর্ঘটনার কবলে পড়ে একটি বাইক, প্রাইভেট মিনিবাস এবং ট্রাক ৷ মোটরসাইকেল আরোহী ও তাঁর দুই সঙ্গী এবং মিনিবাসে থাকা এক মহিলা ঘটনাস্থলেই মারা যান ৷

road-accident-at-mhow-in-madhya-pradesh
ভয়াবহ দুর্ঘটনা ! (ইটিভি ভারত)
author img

By PTI

Published : Feb 7, 2025, 9:21 PM IST

মহু (মধ্যপ্রদেশ), 7 ফেব্রুয়ারি: ভয়াবহ পথ দুর্ঘটনা ৷ বাইক-মিনিবাস ও ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন 6 জন, আহত হলেন কমপক্ষে 16 ৷ শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোর জেলার মহু’তে ৷ আহতদের চিকিৎসা শুরু হয়েছে।

কী হয়েছে ?

দুর্ঘটনার কবলে পড়ে একটি বাইক, প্রাইভেট মিনিবাস এবং ট্রাক ৷ দুর্ঘটনায় দুই মহিলা-সহ ছ’জন প্রাণ হারান ৷ আহত হন আরও 16 জন ৷ পুলিশ সূত্রে খবর, মহু তহসিলের মানপুর এলাকায় মোটর-সাইকেল এবং মিনিবাসের সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লাগে। মোটরসাইকেল আরোহী ও তাঁর সঙ্গী দুই পুরুষ এবং মিনিবাসে থাকা এক মহিলা ঘটনাস্থলেই মারা যান ৷ আহতদের নিয়ে যাওয়া হয় মহারাজা যশবন্তরাও হাসপাতালে ৷ সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় আরও দু’জনের ৷

অতিরিক্ত পুলিশ সুপার (ইন্দোর গ্রামীণ) রূপেশ দ্বিবেদী সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, আহত 16 জনের চিকিৎসা চলছে ৷ তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক । উজ্জয়িনীর বিখ্যাত মহাকাল মন্দির দর্শন শেষে মিনিবাসের যাত্রীরা কর্ণাটকের বেলগাঁওয়ে ফিরছিলেন । ঠিক সেই সময় এই দুর্ঘটনা ঘটে। তাতে প্রাণ যায় 6 জনের।

অন্যদিকে, মাত্র একদিন আগে গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষে মৃত্যু হয়েছে 8 জনের ৷ মহাকুম্ভে যাওয়ার পথে বৃহস্পতিবার বিকেলে জয়পুরে একটি বাস এবং গাড়ির সংঘর্ষ হয় ৷ ঘটনাটি ঘটে 48 নম্বর জাতীয় সড়কের মোখমপুরার 'বাম্বোরিয়া কি ধানি'র কাছে। দুর্ঘটনায় আট জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

আরও পড়ুন

মহু (মধ্যপ্রদেশ), 7 ফেব্রুয়ারি: ভয়াবহ পথ দুর্ঘটনা ৷ বাইক-মিনিবাস ও ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন 6 জন, আহত হলেন কমপক্ষে 16 ৷ শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোর জেলার মহু’তে ৷ আহতদের চিকিৎসা শুরু হয়েছে।

কী হয়েছে ?

দুর্ঘটনার কবলে পড়ে একটি বাইক, প্রাইভেট মিনিবাস এবং ট্রাক ৷ দুর্ঘটনায় দুই মহিলা-সহ ছ’জন প্রাণ হারান ৷ আহত হন আরও 16 জন ৷ পুলিশ সূত্রে খবর, মহু তহসিলের মানপুর এলাকায় মোটর-সাইকেল এবং মিনিবাসের সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লাগে। মোটরসাইকেল আরোহী ও তাঁর সঙ্গী দুই পুরুষ এবং মিনিবাসে থাকা এক মহিলা ঘটনাস্থলেই মারা যান ৷ আহতদের নিয়ে যাওয়া হয় মহারাজা যশবন্তরাও হাসপাতালে ৷ সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় আরও দু’জনের ৷

অতিরিক্ত পুলিশ সুপার (ইন্দোর গ্রামীণ) রূপেশ দ্বিবেদী সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, আহত 16 জনের চিকিৎসা চলছে ৷ তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক । উজ্জয়িনীর বিখ্যাত মহাকাল মন্দির দর্শন শেষে মিনিবাসের যাত্রীরা কর্ণাটকের বেলগাঁওয়ে ফিরছিলেন । ঠিক সেই সময় এই দুর্ঘটনা ঘটে। তাতে প্রাণ যায় 6 জনের।

অন্যদিকে, মাত্র একদিন আগে গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষে মৃত্যু হয়েছে 8 জনের ৷ মহাকুম্ভে যাওয়ার পথে বৃহস্পতিবার বিকেলে জয়পুরে একটি বাস এবং গাড়ির সংঘর্ষ হয় ৷ ঘটনাটি ঘটে 48 নম্বর জাতীয় সড়কের মোখমপুরার 'বাম্বোরিয়া কি ধানি'র কাছে। দুর্ঘটনায় আট জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.