ETV Bharat / bharat

লিঙ্গ পুনর্নির্মাণে সাফল্য ! অসাধ্যসাধন হায়দরাবাদের চিকিৎসকদের - RARE PENIS RECONSTRUCTION SURGERY

কিছু চিরাচরিত আচারের পর সোমালিয়ার বাসিন্দা ওই রোগী লিঙ্গের সংবেদনশীলতা হারিয়ে ফেলেন ৷ শেষমেশ জটিল অস্ত্রপচারের মাধ্যমে এল সাফল্য।

Rare Penis Reconstruction Surgery
সফল জটিল লিঙ্গ পুনর্নির্মাণ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 7, 2025, 10:38 PM IST

হায়দরাবাদ, 7 ফেব্রুয়ারি: যুগান্তকারী অস্ত্রোপচার হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে ৷ 20 বছর বয়সি রোগীর লিঙ্গ সফলভাবে পুনর্নির্মাণ করলেন চিকিৎসকরা ৷ শৈশবে কিছু চিরাচরিত আচারের পর সোমালিয়ার বাসিন্দা ওই রোগী লিঙ্গের সংবেদনশীলতা হারিয়ে ফেলেন ৷ পরে লিঙ্গে সংক্রমণও দেখা দেয় ৷ শেষমেশ এই জটিল সমস্যা থেকে রেহাই পেলেন তরুণ।

তাঁর উরু, পেট এবং কনুই থেকে নেওয়া রক্তনালী ব্যবহার করে এই বিরল অস্ত্রোপচার করা হয়েছে। ওই হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ইউরোলজিস্ট ডাঃ রবিকুমার এবং প্লাস্টিক সার্জন ডাঃ দাসারি মধু বিনয়কুমার বৃহস্পতিবার জানান, অস্ত্রোপচারের পর রোগী সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠেছেন। তাঁরা বলেন, ‘‘প্রাথমিক পুনর্নির্মাণ দেড় বছর আগে করা হয়েছিল ৷ সম্প্রতি আমরা ইরেক্টাইল ডিসফাংশন রোধে একটি পেনাইল ইমপ্লান্ট স্থাপন করেছি। দু’পর্যায়ে অস্ত্রোপচারের প্রক্রিয়াটি সফল হয়েছে ৷’’

জানা গিয়েছে, চার বছর বয়সে ওই আচার পালন করা হয়েছিল ৷ তারপর সংক্রমণের ফলে তাঁর লিঙ্গ অপসারণ করা হয়েছিল। সেসময় ডাক্তাররা অণ্ডকোষের নীচে প্রস্রাব করার জন্য একটি বিকল্প পথ তৈরি করেছিলেন। 18 বছর বয়সে তিনি প্রস্রাব করতে তীব্র অসুবিধার সম্মুখীন হন ৷ চিকিৎসার জন্য মেডিকোভার হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেন ।

চিকিৎসার প্রথম পর্যায়ে, মেডিক্যাল টিম স্বাভাবিক প্রস্রাব প্রক্রিয়া পুনরুদ্ধারের জন্য একটি অস্ত্রোপচার করে। এরপর তারা লিঙ্গ পুনর্গঠনের জটিল কাজ শুরু করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। লিঙ্গ পুনর্নির্মাণ করতে প্রথমে হাত থেকে টিস্যু নিয়ে সেটি ব্যবহার করা হয়েছিল ৷ তারপর অস্ত্রোপচারের মাধ্যমে অণ্ডকোষের উপরে সংযুক্ত করা হয় ৷ প্রস্রাবের সুবিধার্থে মূত্রাশয়ের সঙ্গে একটি নল সংযুক্ত করা হয় ।

অস্ত্রোপচারের কিছুদিন পর রোগী ধীরে ধীরে লিঙ্গে সংবেদনশীলতা ফিরে পান । দেড় বছর পর, ডাক্তাররা সফলভাবে লিঙ্গ প্রস্থেসিস স্থাপন করেন, যার ফলে রোগী স্বাভাবিক জীবনযাপন করতে সক্ষম হয়েছেন । তবে সংক্রমণের কারণে তাঁর সেমিনাল ভেসিকেল ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ ফলে ভবিষ্যতে তিনি বীর্য উৎপাদন করতে পারবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে ৷

আরও পড়ুন

হায়দরাবাদ, 7 ফেব্রুয়ারি: যুগান্তকারী অস্ত্রোপচার হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে ৷ 20 বছর বয়সি রোগীর লিঙ্গ সফলভাবে পুনর্নির্মাণ করলেন চিকিৎসকরা ৷ শৈশবে কিছু চিরাচরিত আচারের পর সোমালিয়ার বাসিন্দা ওই রোগী লিঙ্গের সংবেদনশীলতা হারিয়ে ফেলেন ৷ পরে লিঙ্গে সংক্রমণও দেখা দেয় ৷ শেষমেশ এই জটিল সমস্যা থেকে রেহাই পেলেন তরুণ।

তাঁর উরু, পেট এবং কনুই থেকে নেওয়া রক্তনালী ব্যবহার করে এই বিরল অস্ত্রোপচার করা হয়েছে। ওই হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ইউরোলজিস্ট ডাঃ রবিকুমার এবং প্লাস্টিক সার্জন ডাঃ দাসারি মধু বিনয়কুমার বৃহস্পতিবার জানান, অস্ত্রোপচারের পর রোগী সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠেছেন। তাঁরা বলেন, ‘‘প্রাথমিক পুনর্নির্মাণ দেড় বছর আগে করা হয়েছিল ৷ সম্প্রতি আমরা ইরেক্টাইল ডিসফাংশন রোধে একটি পেনাইল ইমপ্লান্ট স্থাপন করেছি। দু’পর্যায়ে অস্ত্রোপচারের প্রক্রিয়াটি সফল হয়েছে ৷’’

জানা গিয়েছে, চার বছর বয়সে ওই আচার পালন করা হয়েছিল ৷ তারপর সংক্রমণের ফলে তাঁর লিঙ্গ অপসারণ করা হয়েছিল। সেসময় ডাক্তাররা অণ্ডকোষের নীচে প্রস্রাব করার জন্য একটি বিকল্প পথ তৈরি করেছিলেন। 18 বছর বয়সে তিনি প্রস্রাব করতে তীব্র অসুবিধার সম্মুখীন হন ৷ চিকিৎসার জন্য মেডিকোভার হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেন ।

চিকিৎসার প্রথম পর্যায়ে, মেডিক্যাল টিম স্বাভাবিক প্রস্রাব প্রক্রিয়া পুনরুদ্ধারের জন্য একটি অস্ত্রোপচার করে। এরপর তারা লিঙ্গ পুনর্গঠনের জটিল কাজ শুরু করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। লিঙ্গ পুনর্নির্মাণ করতে প্রথমে হাত থেকে টিস্যু নিয়ে সেটি ব্যবহার করা হয়েছিল ৷ তারপর অস্ত্রোপচারের মাধ্যমে অণ্ডকোষের উপরে সংযুক্ত করা হয় ৷ প্রস্রাবের সুবিধার্থে মূত্রাশয়ের সঙ্গে একটি নল সংযুক্ত করা হয় ।

অস্ত্রোপচারের কিছুদিন পর রোগী ধীরে ধীরে লিঙ্গে সংবেদনশীলতা ফিরে পান । দেড় বছর পর, ডাক্তাররা সফলভাবে লিঙ্গ প্রস্থেসিস স্থাপন করেন, যার ফলে রোগী স্বাভাবিক জীবনযাপন করতে সক্ষম হয়েছেন । তবে সংক্রমণের কারণে তাঁর সেমিনাল ভেসিকেল ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ ফলে ভবিষ্যতে তিনি বীর্য উৎপাদন করতে পারবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে ৷

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.