কলকাতা, 12 ফেব্রুয়ারি: 'গুলদস্তা', 'অব্যক্ত', 'শ্রীমতি'র পরিচালক অর্জুন দত্ত এবার নিয়ে আসছেন বিবি পায়রাকে । তাঁর আসন্ন ছবির নাম 'বিবি পায়রা'। এটা দু'জন সামাজিক ভাবে পিছিয়ে পড়া মহিলার গল্প ৷ সহজ কথায়, পরনির্ভরশীল মহিলারা কীভাবে নিজেদের বিরূপ পরিস্থিতির মধ্যে থেকে নিজেদের জীবনে ভালো থাকার রাস্তা খুঁজে নেয়, সেই গল্পই বলে অর্জুন দত্তের ছবি বিবি পায়রা ।
নিজেদের ভালো থাকার এই অভিযানে অসংখ্য ঝুঁকির সম্মুখীন হয় তারা, নিজেরা তো ফাঁসেই, চারপাশে থাকা মানুষদেরও তারা সমস্যায় ফেলে বারবার । কিন্তু এই ঝুঁকিপূর্ণ অভিযানে কি আদেও সমস্ত বাধা পেরিয়ে ভালো থাকতে পারে এই দু'জন ? নাকি নিজেদের জালে নিজেরাই ফেঁসে যায় ? সেই গল্পই কমেডির মোড়কে বলতে আসছে এই ছবি ৷
![ETV BHARAT](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12-02-2025/23527734_bibi6_aspera.jpg)
বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়, পাওলি দাম, অনির্বাণ চক্রবর্তী, অনিন্দ্য সেনগুপ্ত, সুব্রত দত্ত, অঙ্কিতা মাঝি, ভবানী মুখোপাধ্যায় ও লোকনাথ দে-কে । নন্দী মুভিজ প্রযোজিত এই ছবির গল্প, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন অর্জুন দত্ত ও আশীর্বাদ মৈত্র । সঙ্গীত পরিচালনা এবং আবহে সৌম্য ঋত ।
![ETV BHARAT](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12-02-2025/23527734_bibi1_aspera.jpg)
স্বস্তিকা বলেন, "অর্জুনের সঙ্গে এটা আমার তৃতীয় কাজ । 'গুলদস্তা' আর 'শ্রীমতি' করার পর ওঁকে আমি একবারও বলিনি হ্যাটট্রিকের জন্য ভালো কোনও রোল দিতে । এই ছবিতে খুব ভালো অভিনেতাদের সঙ্গে অভিনয় করছি । এটা আমার কাছে বোনাসের মতো । আমরা হাসতে চাই সকলে । কিন্তু পারি কি ? এই ছবি দর্শকের মুখে হাসি ফোটাবে ।"
![ETV BHARAT](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12-02-2025/23527734_bibi2_aspera.jpg)
পাওলি দামের কথায়, "আমি যখন প্রথম স্ক্রিপ্টটা শুনি তখনই জানি কাজটা করব । কারণ এরকম চরিত্র সচরাচর লেখা হয় না । অর্জুনের সঙ্গে কাজ করতে পেরেও আমি দারুণ খুশি । নন্দী মুভিজকেও সাধুবাদ দেব এরকম নারীকেন্দ্রিক ছবিকে সাপোর্ট করার জন্য ।"
![ETV BHARAT](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12-02-2025/23527734_bibi_aspera.jpg)
অনির্বাণ চক্রবর্তী বলেন, "এই প্রথমবার অর্জুনের সঙ্গে কাজ করছি । ওর আগের কাজগুলোর থেকে এই ছবিটার অ্যাপ্রোচ খুব আলাদা । স্ক্রিপ্ট শুনেই আমার ভালো লেগেছে । এই ধরনের চরিত্র আমি আগে করিনি । স্বস্তিকা, পাওলি, অনিন্দ্য এদের সবার সঙ্গেই আলাদা আলাদা করে কাজ করেছি, কিন্তু একসঙ্গে এই প্রথম ।"
![ETV BHARAT](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12-02-2025/23527734_bibi4_aspera.jpg)
সুব্রত দত্ত বলেন, "কথা ছিল কাজ করব, কিন্তু হয়ে উঠছিল না, সেই রকম দু'জন গুণী মানুষের সঙ্গে প্রথমবার কাজ করব এই 'বিবি পায়রা' ছবিতে, পরিচালক অর্জুন দত্ত এবং অভিনেত্রী পাওলি দাম । ধন্যবাদ প্রযোজক প্রদীপ কুমার নন্দীকে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য ।"
![ETV BHARAT](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12-02-2025/23527734_bibi3_aspera.jpg)
অনিন্দ্য সেনগুপ্ত বলেন, "অর্জুন দত্তর সঙ্গে এটা আমার প্রথম কাজ । বিবি পায়রা নিয়ে আমি সুপার এক্সাইটেড । একইসঙ্গে স্বস্তিকা মুখোপাধ্যায়, পাওলি দাম-সহ বাকিদের সঙ্গে কাজ করেও আমি খুশি ।"
![ETV BHARAT](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12-02-2025/23527734_bibi5_aspera.jpg)
পরিচালক অর্জুন দত্তর কথায়, "এই ছবিটা আমার কাছে অনেকগুলো কারণে স্পেশাল । এক দশকেরও বেশি সময় পরে স্বস্তিকা এবং পাওলির পুনর্মিলন হতে চলেছে । রয়েছেন অনির্বাণ চক্রবর্তী, অনিন্দ্য সেনগুপ্ত, সুব্রত দত্তর মতো অভিনেতারা । একইসঙ্গে প্রযোজককে সাধুবাদ দিই এই ছবির পাশে থাকার জন্য ।"