ETV Bharat / state

বিএসএফ কর্মীর থেকে উদ্ধার গাঁজা, রাজ্যজুড়ে সিআইডি তল্লাশিতে গ্রেফতার 6 - CID RAID

রাজ্যের বিভিন্ন জায়গায় গোপন তল্লাশি চালাচ্ছে সিআইডি ৷ বিএসএফ কর্মীর কাছ থেকে উদ্ধার করা হয়েছে গাঁজা ৷ এছাড়াও অন্যান্য জায়গায় উদ্ধার আগ্নেয়াস্ত্র ৷

ETV BHARAT
রাজ্যজুড়ে সিআইডি তল্লাশিতে গ্রেফতার 6 (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 12, 2025, 6:10 PM IST

কলকাতা, 12 ফেব্রুয়ারি: রাজ্যে বাড়ছে বেআইনি আগ্নেয়াস্ত্র ও গাঁজার কারবার । এবার একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের পাশাপাশি স্বয়ং বিএসএফ আধিকারিকের কাছ থেকে উদ্ধার হল 12 কেজি গাঁজা । ওই বিএসএফ কর্মীর কাছে কীভাবে এই বেআইনি গাঁজা এসে পৌঁছল সে বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা । ইতিমধ্যেই রাজ্য পুলিশের তরফ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানা গিয়েছে ।

সিআইডির গোয়েন্দারা মুর্শিদাবাদ, বসিরহাট, কৃষ্ণনগর ও মালদা পুলিশ জেলায় গোপন তল্লাশি চালান । উদ্ধার হয় মোট চারটি বেআইনি আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড কার্তুজ, 258 গ্রাম ব্রাউন সুগার ও 12 কেজি গাঁজা ৷ গ্রেফতার করা হয়েছে ছয়জনকে ।

সিআইডি সূত্রে খবর, গতকাল রাতে বসিরহাট পুলিশ জেলার অন্তর্ভুক্ত স্বরূপনগর থানা এলাকায় তল্লাশি চালানো হয় । আসিফ সর্দার নামে বিএসএফের এক আধিকারিককে গ্রেফতার করা হয় । তাঁর কাছ থেকে উদ্ধার হয় মোট 12 কেজি গাঁজা ।

পাশাপাশি কৃষ্ণনগর জেলার অন্তর্গত ধুবুলিয়া থানা এলাকায় তল্লাশি অভিযান চালায় সিআইডি । জাহিদ আলি মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় । তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে 258 গ্রাম ব্রাউন সুগার ।

এছাড়াও ডোমকল থানা এলাকায় তল্লাশি অভিযান চালায় সিআইডি । সেখান থেকে মুজাহেদিন মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় । তাঁর থেকে উদ্ধার হয় দুটি পাইপগান ।

পাশাপাশি মালদার ইংরেজবাজারে তল্লাশি অভিযান চালিয়ে এক ব্যক্তির কাছ থেকে দুটি পাইপগান উদ্ধার করা হয় ৷ এছাড়াও উদ্ধার হয় একাধিক কার্তুজ । মালদার হরিশ্চন্দ্রপুর এলাকাতেও তল্লাশি অভিযান চালান সিআইডির গোয়েন্দারা ৷ সেখানে এহসান আলি নামে এক যুবককে গ্রেফতার করা হয় । তাঁর কাছ থেকে দুটি পাইপগান এবং কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে ।

এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সিআইডি আধিকারিক বলেন, "রাজ্যের বিভিন্ন জায়গায় গোপন সূত্রে খবর পেয়ে সিআইডির আধিকারিকরা বেআইনি অস্ত্র কারবারিদের গ্রেফতার করেছে ৷"

কলকাতা, 12 ফেব্রুয়ারি: রাজ্যে বাড়ছে বেআইনি আগ্নেয়াস্ত্র ও গাঁজার কারবার । এবার একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের পাশাপাশি স্বয়ং বিএসএফ আধিকারিকের কাছ থেকে উদ্ধার হল 12 কেজি গাঁজা । ওই বিএসএফ কর্মীর কাছে কীভাবে এই বেআইনি গাঁজা এসে পৌঁছল সে বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা । ইতিমধ্যেই রাজ্য পুলিশের তরফ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানা গিয়েছে ।

সিআইডির গোয়েন্দারা মুর্শিদাবাদ, বসিরহাট, কৃষ্ণনগর ও মালদা পুলিশ জেলায় গোপন তল্লাশি চালান । উদ্ধার হয় মোট চারটি বেআইনি আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড কার্তুজ, 258 গ্রাম ব্রাউন সুগার ও 12 কেজি গাঁজা ৷ গ্রেফতার করা হয়েছে ছয়জনকে ।

সিআইডি সূত্রে খবর, গতকাল রাতে বসিরহাট পুলিশ জেলার অন্তর্ভুক্ত স্বরূপনগর থানা এলাকায় তল্লাশি চালানো হয় । আসিফ সর্দার নামে বিএসএফের এক আধিকারিককে গ্রেফতার করা হয় । তাঁর কাছ থেকে উদ্ধার হয় মোট 12 কেজি গাঁজা ।

পাশাপাশি কৃষ্ণনগর জেলার অন্তর্গত ধুবুলিয়া থানা এলাকায় তল্লাশি অভিযান চালায় সিআইডি । জাহিদ আলি মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় । তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে 258 গ্রাম ব্রাউন সুগার ।

এছাড়াও ডোমকল থানা এলাকায় তল্লাশি অভিযান চালায় সিআইডি । সেখান থেকে মুজাহেদিন মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় । তাঁর থেকে উদ্ধার হয় দুটি পাইপগান ।

পাশাপাশি মালদার ইংরেজবাজারে তল্লাশি অভিযান চালিয়ে এক ব্যক্তির কাছ থেকে দুটি পাইপগান উদ্ধার করা হয় ৷ এছাড়াও উদ্ধার হয় একাধিক কার্তুজ । মালদার হরিশ্চন্দ্রপুর এলাকাতেও তল্লাশি অভিযান চালান সিআইডির গোয়েন্দারা ৷ সেখানে এহসান আলি নামে এক যুবককে গ্রেফতার করা হয় । তাঁর কাছ থেকে দুটি পাইপগান এবং কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে ।

এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সিআইডি আধিকারিক বলেন, "রাজ্যের বিভিন্ন জায়গায় গোপন সূত্রে খবর পেয়ে সিআইডির আধিকারিকরা বেআইনি অস্ত্র কারবারিদের গ্রেফতার করেছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.