ETV Bharat / state

ভিক্ষা নয়, ন্যায্য পাওনা চাই ! ডিএ বৃদ্ধি নিয়ে তোপ সংগ্রামী যৌথ মঞ্চের - WEST BENGAL BUDGET 2025

চার শতাংশ ডিএ বৃদ্ধিকে ভিক্ষার সঙ্গে তুলনা করলেন সরকারি কর্মচারীদের একাংশ ৷ আন্দোলন জোরদার করার হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের ৷

ETV BHARAT
ডিএ বৃদ্ধি নিয়ে তোপ সংগ্রামী যৌথ মঞ্চের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 12, 2025, 8:04 PM IST

কলকাতা, 12 ফেব্রুয়ারি: রাজ্য বাজেটে ডিএ বাড়ানো হয়েছে সরকারি কর্মচারীদের ৷ চার শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন অর্থ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । তবে তার পরেও কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-র বিস্তর ফারাক থেকে যাচ্ছে ৷ কাজেই এই পরিমাণ ডিএ বৃদ্ধিতে একেবারেই খুশি নন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ ৷ বকেয়া ডিএ-র দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থান বিক্ষোভের 748তম দিনে আজ ঘোষণা করা হয়েছে, তাঁদের আন্দোলন আরও জোরদার হবে ৷ তাদের দাবি, ভিক্ষা চাই না, ন্যায্য পাওনা চাই ৷

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটে ডিএ বৃদ্ধি করা হবে, এই প্রত্যাশা ছিলই ৷ ডিএ বাড়ানোও হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের ৷ তবে চন্দ্রিমা ভট্টাচার্য চার শতাংশ ডিএ বৃদ্ধির যে ঘোষণা করেছেন, তা কার্যকর হলে রাজ্য সরকারি কর্মচারীরা মোট পাবেন বেসিকের 18 শতাংশ মহার্ঘভাতা ৷ এতদিন তাঁরা পেতেন 14 শতাংশ ডিএ ৷ ডিএ বৃদ্ধির পরও কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-এর 35 শতাংশ ফারাক থেকে যাচ্ছে ৷ এমনকি অন্যান্য রাজ্যের সরকারি কর্মচারীরা যে ডিএ পান, তার থেকেও এ রাজ্যের ডিএ অনেক কমই থাকছে বলে জানিয়ে সরব হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ ৷

ডিএ বৃদ্ধি নিয়ে তোপ সংগ্রামী যৌথ মঞ্চের (নিজস্ব ভিডিয়ো)

দু'বছর ধরে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার শহীদ মিনারের নীচে বসে অবস্থান বিক্ষোভ করছে সরকারি কর্মচারীদের এই সংগঠন ৷ তাদের দাবি, অল ইন্ডিয়া অ্যাভারেজ কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI) অনুযায়ী তাদের মহার্ঘভাতা দিতে হবে ৷ তাদের এই অবস্থান বিক্ষোভ আজ 748তম দিনে পড়েছে । তাদের স্পষ্ট বক্তব্য, এআইসিপিআই অনুযায়ী মহার্ঘভাতা না-পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে । একইসঙ্গে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, প্রেশার, সুগার-সহ একাধিক রোগের প্রয়োজনীয় ওষুধের দামবৃদ্ধিতে তাদের জীবনধারণই কষ্টসাধ্য হয়েছে বলে জানিয়েছেন সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীরা ৷

দুর্নীতি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন শৈবাল সরকার, নিখিল মল্লিক, অভিজিৎ রায়, সুধাকর রায়, অনিরুদ্ধ ভট্টাচার্য-সহ অন্যান্য কর্মীরা ৷ তাঁদের বক্তব্য, "আমার 39 টাকা চুরি করে তার থেকে চার টাকা আমাকে দিলে কী করে খুশি হব ! আমাদের প্রাপ্যটুকু আমাদের দিয়ে দাও ৷" তাঁরা আবার মন্ত্রী ও বিধায়কদের ভাতা বৃদ্ধির প্রসঙ্গ টেনে এনে প্রশ্ন তুলেছেন, "মন্ত্রী-বিধায়কদের 20-30 হাজার টাকা বাড়ানো হলেও সরকারি কর্মচারীদের ন্যায্য পাওনা কেন দেওয়া হচ্ছে না ?"

বিক্ষোভরত এক কর্মী বলেন, "শুধু তো কেন্দ্রীয় সরকার নয়, এআইসিপিআই অনুযায়ী দেশের অন্যান্য একাধিক রাজ্য, বিশেষ করে কেরল, কর্ণাটক কিংবা ত্রিপুরার মতো ছোট রাজ্যও সরকারি কর্মচারীদের প্রায় 30%-এরও বেশি হারে মহার্ঘভাতা দিচ্ছে । তাহলে কেন পশ্চিমবঙ্গের সরকার সরকারি নিয়ম অনুযায়ী বিভিন্ন খাতের থেকে বরাদ্দ পেয়েও সরকারি কর্মচারীদের ন্যায্য দিচ্ছে না ৷"

রাজ্য সরকারের চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণাকে ভিক্ষার সঙ্গে তুলনা করে সরকারি কর্মচারীরা সাফ জানিয়ে দিয়েছেন, "আমরা ভিক্ষা চাই না, ন্যায্য পাওনা চাই ৷"

কলকাতা, 12 ফেব্রুয়ারি: রাজ্য বাজেটে ডিএ বাড়ানো হয়েছে সরকারি কর্মচারীদের ৷ চার শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন অর্থ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । তবে তার পরেও কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-র বিস্তর ফারাক থেকে যাচ্ছে ৷ কাজেই এই পরিমাণ ডিএ বৃদ্ধিতে একেবারেই খুশি নন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ ৷ বকেয়া ডিএ-র দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থান বিক্ষোভের 748তম দিনে আজ ঘোষণা করা হয়েছে, তাঁদের আন্দোলন আরও জোরদার হবে ৷ তাদের দাবি, ভিক্ষা চাই না, ন্যায্য পাওনা চাই ৷

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটে ডিএ বৃদ্ধি করা হবে, এই প্রত্যাশা ছিলই ৷ ডিএ বাড়ানোও হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের ৷ তবে চন্দ্রিমা ভট্টাচার্য চার শতাংশ ডিএ বৃদ্ধির যে ঘোষণা করেছেন, তা কার্যকর হলে রাজ্য সরকারি কর্মচারীরা মোট পাবেন বেসিকের 18 শতাংশ মহার্ঘভাতা ৷ এতদিন তাঁরা পেতেন 14 শতাংশ ডিএ ৷ ডিএ বৃদ্ধির পরও কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-এর 35 শতাংশ ফারাক থেকে যাচ্ছে ৷ এমনকি অন্যান্য রাজ্যের সরকারি কর্মচারীরা যে ডিএ পান, তার থেকেও এ রাজ্যের ডিএ অনেক কমই থাকছে বলে জানিয়ে সরব হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ ৷

ডিএ বৃদ্ধি নিয়ে তোপ সংগ্রামী যৌথ মঞ্চের (নিজস্ব ভিডিয়ো)

দু'বছর ধরে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার শহীদ মিনারের নীচে বসে অবস্থান বিক্ষোভ করছে সরকারি কর্মচারীদের এই সংগঠন ৷ তাদের দাবি, অল ইন্ডিয়া অ্যাভারেজ কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI) অনুযায়ী তাদের মহার্ঘভাতা দিতে হবে ৷ তাদের এই অবস্থান বিক্ষোভ আজ 748তম দিনে পড়েছে । তাদের স্পষ্ট বক্তব্য, এআইসিপিআই অনুযায়ী মহার্ঘভাতা না-পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে । একইসঙ্গে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, প্রেশার, সুগার-সহ একাধিক রোগের প্রয়োজনীয় ওষুধের দামবৃদ্ধিতে তাদের জীবনধারণই কষ্টসাধ্য হয়েছে বলে জানিয়েছেন সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীরা ৷

দুর্নীতি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন শৈবাল সরকার, নিখিল মল্লিক, অভিজিৎ রায়, সুধাকর রায়, অনিরুদ্ধ ভট্টাচার্য-সহ অন্যান্য কর্মীরা ৷ তাঁদের বক্তব্য, "আমার 39 টাকা চুরি করে তার থেকে চার টাকা আমাকে দিলে কী করে খুশি হব ! আমাদের প্রাপ্যটুকু আমাদের দিয়ে দাও ৷" তাঁরা আবার মন্ত্রী ও বিধায়কদের ভাতা বৃদ্ধির প্রসঙ্গ টেনে এনে প্রশ্ন তুলেছেন, "মন্ত্রী-বিধায়কদের 20-30 হাজার টাকা বাড়ানো হলেও সরকারি কর্মচারীদের ন্যায্য পাওনা কেন দেওয়া হচ্ছে না ?"

বিক্ষোভরত এক কর্মী বলেন, "শুধু তো কেন্দ্রীয় সরকার নয়, এআইসিপিআই অনুযায়ী দেশের অন্যান্য একাধিক রাজ্য, বিশেষ করে কেরল, কর্ণাটক কিংবা ত্রিপুরার মতো ছোট রাজ্যও সরকারি কর্মচারীদের প্রায় 30%-এরও বেশি হারে মহার্ঘভাতা দিচ্ছে । তাহলে কেন পশ্চিমবঙ্গের সরকার সরকারি নিয়ম অনুযায়ী বিভিন্ন খাতের থেকে বরাদ্দ পেয়েও সরকারি কর্মচারীদের ন্যায্য দিচ্ছে না ৷"

রাজ্য সরকারের চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণাকে ভিক্ষার সঙ্গে তুলনা করে সরকারি কর্মচারীরা সাফ জানিয়ে দিয়েছেন, "আমরা ভিক্ষা চাই না, ন্যায্য পাওনা চাই ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.