ETV Bharat / state

স্কুলের সামনেই চতুর্থ শ্রেণির পড়ুয়াকে পিষে দিল বোলেরো - CLASS 4 STUDENT DIES

স্কুলের সামনেও গতিতে লাগাম নেই গাড়ির ৷ রাস্তা পেরোতে গিয়ে মুরগি বোঝাই গাড়ির ধাক্কায় প্রাণ গেল মূক ও বধির খুদে পড়ুয়ার ৷

Student Death on Road Accident
স্কুলের সামনে রাস্তা পেরোতে গিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু চতুর্থ শ্রেণির পড়ুয়ার (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 12, 2025, 7:33 PM IST

গাইঘাটা, 12 ফেব্রুয়ারি: সহপাঠীর মায়ের স্কুটিতে চেপে বুধবার সকালে স্কুল যাচ্ছিল চতুর্থ শ্রেণির ছাত্রী সঞ্জিতা ৷ স্কুটি থেকে নিজের ছেলে ও সঞ্জিতাকে নামানোর তাদের দাঁড়াতে বলেছিলেন সবিতা ৷ সেই কথা বুঝতে পারেনি মূক ও বধির খুদে পড়ুয়া ৷ ছুটে রাস্তা পেরিয়ে স্কুলের দিকে যাওয়ার সময় ঘটে অঘটন ৷ মুরগি বোঝাই একটি গাড়ি এসে ধাক্কা মারে সঞ্জিতাকে ৷ এদিকে গাড়ি রেখে তা দেখতে পেয়েই দৌড়ে আসেন সবিতা ৷ কোলে তুলে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় সঞ্জিতার ৷ নিজের কোলে এভাবে একটা বাচ্চার মৃত্যুর কথা ভাবতেই ডুকরে কেঁদে উঠছেন সবিতা ৷

নিহত ওই ছাত্রীর নাম সঞ্জিতা মণ্ডল । সে উত্তর 24 পরগনার গাইঘাটা থানার বিষ্ণুপুর ফরিদকাঠি নিম্ন বুনিয়াদি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী । বুধবার সকালে স্কুলের সামনে এই দুর্ঘটনাটি ঘটে ৷ এরপরই উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার পুলিশ । আটক করা হয় ঘাতক গাড়িটিকে।

পড়ুয়ার মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবার (ইটিভি ভারত)

পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অভিভাবকরা । এই বিষয়ে বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার জানান, ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে । তার চালকও গ্রেফতার হয়েছে ৷ স্কুলের সামনে পুলিশ মোতায়েন নিয়ে অভিভাবকের দাবি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সঞ্জিতার বাবা সঞ্জয় মণ্ডল পরিযায়ী শ্রমিক । মা কলকাতায় লোকের বাড়িতে কাজ করেন । তাদের একমাত্র সন্তান সঞ্জিতা ছোট থেকে সে কানে শুনতে পায় না ও কথাও বলতে পারে না । বাড়িতে বেশিরভাগ সময় ঠাকুমার কাছে থাকত সে ।

সবিতা দাস জানান, তিনি স্কুলের সামনে দাঁড়াতেই গাড়ি থেকে নেমে কোনও দিকে না তাকিয়ে রাস্তা পার করে স্কুলের গেটের দিকে দৌড় দেয় । গাড়ি দেখে তিনি সঞ্জিতাকে আটকানোর চেষ্টা করেন কিন্তু কানে শুনতে না পাওয়ায় তার বারণ বুঝতে পারেনি সে । রাস্তার মাঝে যেতেই মুরগি বোঝাই একটি বোলেরো গাড়ি দ্রুত গতিতে এসে সঞ্জিতাকে ধাক্কা মারে । এরপরই রাস্তায় লুটিয়ে পড়ে সে । তড়িঘড়ি আশেপাশের লোকজন ছুটে এসে সঞ্জিতাকে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতাল নিয়ে গেলেও বাঁচানো যায়নি ৷ ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন ।

এই বিষয়ে স্কুলের সহকারী প্রধান শিক্ষক সুবিমল সরকার বলেন, "সঞ্জিতা বিশেষভাবে সক্ষম হলেও পড়াশোনায় বেশ আগ্রহ ছিল তার । কোনওদিন স্কুল কামাই করত না । তবে এখানে যেহেতু তিনটি স্কুল আছে তাই ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের উচিত কিছু ব্যবস্থা করা ৷"

গাইঘাটা, 12 ফেব্রুয়ারি: সহপাঠীর মায়ের স্কুটিতে চেপে বুধবার সকালে স্কুল যাচ্ছিল চতুর্থ শ্রেণির ছাত্রী সঞ্জিতা ৷ স্কুটি থেকে নিজের ছেলে ও সঞ্জিতাকে নামানোর তাদের দাঁড়াতে বলেছিলেন সবিতা ৷ সেই কথা বুঝতে পারেনি মূক ও বধির খুদে পড়ুয়া ৷ ছুটে রাস্তা পেরিয়ে স্কুলের দিকে যাওয়ার সময় ঘটে অঘটন ৷ মুরগি বোঝাই একটি গাড়ি এসে ধাক্কা মারে সঞ্জিতাকে ৷ এদিকে গাড়ি রেখে তা দেখতে পেয়েই দৌড়ে আসেন সবিতা ৷ কোলে তুলে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় সঞ্জিতার ৷ নিজের কোলে এভাবে একটা বাচ্চার মৃত্যুর কথা ভাবতেই ডুকরে কেঁদে উঠছেন সবিতা ৷

নিহত ওই ছাত্রীর নাম সঞ্জিতা মণ্ডল । সে উত্তর 24 পরগনার গাইঘাটা থানার বিষ্ণুপুর ফরিদকাঠি নিম্ন বুনিয়াদি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী । বুধবার সকালে স্কুলের সামনে এই দুর্ঘটনাটি ঘটে ৷ এরপরই উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার পুলিশ । আটক করা হয় ঘাতক গাড়িটিকে।

পড়ুয়ার মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবার (ইটিভি ভারত)

পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অভিভাবকরা । এই বিষয়ে বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার জানান, ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে । তার চালকও গ্রেফতার হয়েছে ৷ স্কুলের সামনে পুলিশ মোতায়েন নিয়ে অভিভাবকের দাবি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সঞ্জিতার বাবা সঞ্জয় মণ্ডল পরিযায়ী শ্রমিক । মা কলকাতায় লোকের বাড়িতে কাজ করেন । তাদের একমাত্র সন্তান সঞ্জিতা ছোট থেকে সে কানে শুনতে পায় না ও কথাও বলতে পারে না । বাড়িতে বেশিরভাগ সময় ঠাকুমার কাছে থাকত সে ।

সবিতা দাস জানান, তিনি স্কুলের সামনে দাঁড়াতেই গাড়ি থেকে নেমে কোনও দিকে না তাকিয়ে রাস্তা পার করে স্কুলের গেটের দিকে দৌড় দেয় । গাড়ি দেখে তিনি সঞ্জিতাকে আটকানোর চেষ্টা করেন কিন্তু কানে শুনতে না পাওয়ায় তার বারণ বুঝতে পারেনি সে । রাস্তার মাঝে যেতেই মুরগি বোঝাই একটি বোলেরো গাড়ি দ্রুত গতিতে এসে সঞ্জিতাকে ধাক্কা মারে । এরপরই রাস্তায় লুটিয়ে পড়ে সে । তড়িঘড়ি আশেপাশের লোকজন ছুটে এসে সঞ্জিতাকে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতাল নিয়ে গেলেও বাঁচানো যায়নি ৷ ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন ।

এই বিষয়ে স্কুলের সহকারী প্রধান শিক্ষক সুবিমল সরকার বলেন, "সঞ্জিতা বিশেষভাবে সক্ষম হলেও পড়াশোনায় বেশ আগ্রহ ছিল তার । কোনওদিন স্কুল কামাই করত না । তবে এখানে যেহেতু তিনটি স্কুল আছে তাই ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের উচিত কিছু ব্যবস্থা করা ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.