ETV Bharat / bharat

আপনি কিছুই করেন না, শুধু ভাষণ দেন ; নির্মলাকে তোপ মমতার - MAMATA SLAMS SITHARAMAN

গণতন্ত্রকে বুলডোজ করতে চাইছেন । যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে বুলডোজ করতে চাইছেন । কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে এভাবেই আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

WB CM Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 12, 2025, 9:36 PM IST

কলকাতা, 12 ফেব্রুয়ারি: একদিন আগেই বাংলার অর্থনীতি নিয়ে সমালোচনা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তারপর 24 ঘণ্টাও কাটেনি ৷ পত্রপাট তাঁর জবাব দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিধানসভায় বাজেট পেশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মমতা। সেখান থেকেই সরাসরি কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে পাল্টা জবাব দেন। তিনি বলেন, ‘‘বাংলার বিষয়ে বলার আগে নিজেদের দুর্নীতি সামলাতে বলুন।’’

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘সংবাদমাধ্যম আগামিকাল কী বলবে, তা এখন ঠিক করে দেওয়া হয় । মিডিয়াকে মুখ খুলতে দেওয়া হয় না। ঠিক করে দেওয়া হয় কোনটা যাবে,আর কোনটা যাবে না । মহাকুম্ভ নিয়েও আপনারা সত্যিটা বলতে পারেন নি ।’’ নির্মলাকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘নির্মলা দেবী, আপনি বাংলাকে নিয়ে কম ভাবুন । আপনার উজ্জ্বলার কী হল ? নির্বাচনের আগে আপনি উজ্জ্বলা করেছেন। এখন তার ভবিষ্যৎ কী ? আপনি তো কিছুই করেন না, শুধু ভাষণ দেন। কোথায় গেল সব টাকা ? এখন তো শুধু বাংলা নয়, গুজরাতও বলছে রাজ্যকে টাকা দেওয়া হচ্ছে না। আপনি সবকিছুতেই কন্ট্রোল করতে চাইছেন। আর গণতন্ত্রকে বুলডোজ করতে চাইছেন । যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে বুলডোজ করতে চাইছেন ।’’

ভুয়ো ভোটার

এদিন বিধানসভা থেকে অন্য একটি প্রসঙ্গে বিস্ফোরক অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী । তাঁর অভিযোগ, ‘‘নির্বাচন কমিশনের সাহায্য নিয়ে অনলাইনের সাহায্যে ভুয়ো ভোটারদের নাম তোলা হচ্ছে । বিশেষ করে বিহারের বাসিন্দাদের নাম তুলছে একটি রাজনৈতিক দল । কেন ভোটার কার্ডে নাম তোলার কাজ অনলাইনে হবে ? সাধারণ মানুষকে ভোটার কার্ডে, আধার কার্ডে নাম তুলতে গেলে সশরীরে হাজির হতে হয় । কেন সেখানে এই কাজ অনলাইনে করা হবে ? মহারাষ্ট্রে বিজেপির 40 লক্ষ ভোট বাড়ল কী করে ? দিল্লিতেই বা আপনারা কি করেছেন ? একদিন না একদিন তো বেরোবেই ।’’

তিনি বলেন, ‘‘আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি । এখানেও বাবুরা এসে বসে আছেন প্রত্যেকটা বিধানসভায়। সর্বত্র থেকে 30 হাজার জনের নাম ঢোকানো হবে বাইরে থেকে। নির্বাচন কমিশন নির্বাচন করবেন সেন্ট্রাল ফোর্স দিয়ে। তাঁরা গার্ড দেবেন, আর বাইরের লোকেরা এসে, যারা বাংলার ভোটার নয়, ভোট দেবেন । এই পরিকল্পনা এখানে আমরা ভেস্তে দেব। অন্য রাজ্য যেটা পারে না, সেটা বাংলা পারে। বাংলা স্বাধীনতা আন্দোলনের জন্য প্রাণ দিয়েছে ।’’

আরও পড়ুন

কলকাতা, 12 ফেব্রুয়ারি: একদিন আগেই বাংলার অর্থনীতি নিয়ে সমালোচনা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তারপর 24 ঘণ্টাও কাটেনি ৷ পত্রপাট তাঁর জবাব দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিধানসভায় বাজেট পেশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মমতা। সেখান থেকেই সরাসরি কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে পাল্টা জবাব দেন। তিনি বলেন, ‘‘বাংলার বিষয়ে বলার আগে নিজেদের দুর্নীতি সামলাতে বলুন।’’

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘সংবাদমাধ্যম আগামিকাল কী বলবে, তা এখন ঠিক করে দেওয়া হয় । মিডিয়াকে মুখ খুলতে দেওয়া হয় না। ঠিক করে দেওয়া হয় কোনটা যাবে,আর কোনটা যাবে না । মহাকুম্ভ নিয়েও আপনারা সত্যিটা বলতে পারেন নি ।’’ নির্মলাকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘নির্মলা দেবী, আপনি বাংলাকে নিয়ে কম ভাবুন । আপনার উজ্জ্বলার কী হল ? নির্বাচনের আগে আপনি উজ্জ্বলা করেছেন। এখন তার ভবিষ্যৎ কী ? আপনি তো কিছুই করেন না, শুধু ভাষণ দেন। কোথায় গেল সব টাকা ? এখন তো শুধু বাংলা নয়, গুজরাতও বলছে রাজ্যকে টাকা দেওয়া হচ্ছে না। আপনি সবকিছুতেই কন্ট্রোল করতে চাইছেন। আর গণতন্ত্রকে বুলডোজ করতে চাইছেন । যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে বুলডোজ করতে চাইছেন ।’’

ভুয়ো ভোটার

এদিন বিধানসভা থেকে অন্য একটি প্রসঙ্গে বিস্ফোরক অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী । তাঁর অভিযোগ, ‘‘নির্বাচন কমিশনের সাহায্য নিয়ে অনলাইনের সাহায্যে ভুয়ো ভোটারদের নাম তোলা হচ্ছে । বিশেষ করে বিহারের বাসিন্দাদের নাম তুলছে একটি রাজনৈতিক দল । কেন ভোটার কার্ডে নাম তোলার কাজ অনলাইনে হবে ? সাধারণ মানুষকে ভোটার কার্ডে, আধার কার্ডে নাম তুলতে গেলে সশরীরে হাজির হতে হয় । কেন সেখানে এই কাজ অনলাইনে করা হবে ? মহারাষ্ট্রে বিজেপির 40 লক্ষ ভোট বাড়ল কী করে ? দিল্লিতেই বা আপনারা কি করেছেন ? একদিন না একদিন তো বেরোবেই ।’’

তিনি বলেন, ‘‘আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি । এখানেও বাবুরা এসে বসে আছেন প্রত্যেকটা বিধানসভায়। সর্বত্র থেকে 30 হাজার জনের নাম ঢোকানো হবে বাইরে থেকে। নির্বাচন কমিশন নির্বাচন করবেন সেন্ট্রাল ফোর্স দিয়ে। তাঁরা গার্ড দেবেন, আর বাইরের লোকেরা এসে, যারা বাংলার ভোটার নয়, ভোট দেবেন । এই পরিকল্পনা এখানে আমরা ভেস্তে দেব। অন্য রাজ্য যেটা পারে না, সেটা বাংলা পারে। বাংলা স্বাধীনতা আন্দোলনের জন্য প্রাণ দিয়েছে ।’’

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.