ETV Bharat / state

আলিঙ্গন দিবসে পরস্পরকে জড়িয়ে যুগল, গাছ থেকে ঝুলছে দেহ - COUPLE HANGING BODY RECOVERED

সকালবেলা একসঙ্গে তাদের ঘুরতে দেখেছিল স্থানীয়রা ৷ বিকেলে উদ্ধার যুগলের ঝুলন্ত দেহ ৷ আলিঙ্গন দিবসে মর্মান্তিক ঘটনা পূর্ব বর্ধমানে ৷

Graphics image of Hanging Death
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 12, 2025, 10:43 PM IST

তালিত, 12 ফেব্রুয়ারি: প্রতি বুধবারের মতো এদিনও হাট বসেছিল বর্ধমানের তালিত স্টেশন থেকে ঢিল ছোঁড়া দূরত্ব বীরপুর আমারপুর এলাকায় । হাটের মাঝে দু'জন অচেনা যুবক-যুবতিকে ঘুরে বেড়াতে দেখেন দোকানদাররা । বেলা বাড়তেই হাট থেকে এসে সকলেই যে যার কাজে মাঠে চলে যায় । তখনই মাঠ সংলগ্ন ফাঁকা একটা জামগাছে ঝুলন্ত অবস্থায় ওই দুই যুবক যুবতিকে দেখতে পাওয়া যায় । খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে মানুষের ভিড় জমে যায় । বর্ধমান থানায় খবর দেওয়া হলে পুলিশ গাছে ঝুলে থাকা দেহ দু'টি উদ্ধার করে ।

পুলিশ জানিয়েছে, মৃতদের নাম চুনারাম মান্ডি ও সুকুরমণি হেমব্রম । চুনারামের বাড়ি ঝাড়খন্ডের পূর্ব সিংভূম জেলায় । সুকুরমণি বীরভূমের রূপুর বাসিন্দা ৷ ওই যুবতি বিবাহিত বলে জানা গিয়েছে ।

হাট শেষে মাঠে কাজ করতে গিয়ে বেশ কয়েকজন দেখতে পান ফাঁকা মাঠের মাঝে একটা জামগাছে কিছু একটা ঝুলছে । কাছে গিয়ে তাঁরা দেখতে পান দুই যুবক-যুবতী গলায় ফাঁস লাগিয়ে ওই গাছে ঝুলছে । ওই দু'জনকে এদিন হাটে দেখা গিয়েছে বলে দাবি করেন অনেকেই । পুলিশ এসে দেহ উদ্ধারের পর তাদের কাছে থাকা ব্যাগের মধ্যে থেকে উভয়ের পরিচয়পত্র পায় । সেখান থেকে জানা যায়, ওই যুবক ঝাড়খন্ডের পূর্ব সিংভূম জেলার বাসিন্দা এবং যুবতির বাড়ি বীরভূম জেলায় । গ্রামবাসীদের অনুমান, প্রেমঘটিত কারণেই তারা হয়ত এই ঘটনা ঘটিয়েছে ৷ তবে পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত মৃত্যুর কারণ জানা যাবে না ।

স্থানীয় বাসিন্দা রতন দাস বলেন, "কয়েকজনের কাছে খবর পেয়ে গিয়ে দেখি একটা জাম গাছে গলায় ফাঁস লাগিয়ে দুজনে ঝুলছে । পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে ছেলে ও মেয়ের দেহ উদ্ধার করে । মনে হয় তারা স্বামী স্ত্রী নয় ।"

স্থানীয় দোকানদার মীর সাবির বলেন, "তালিত স্টেশনের পাশে বীরপুর আমারপুর এলাকায় ঘটনাটি ঘটেছে । আজ বুধবার হাট বার ছিল ।
সকালের দিকে ওরা দুজনে ঘোরাঘুরি করছিল । ফলে অনেকেই তাদেরকে সেখানে ঘুরতে দেখেছে । কিছুক্ষণ পরে খবর পাওয়া যায় একটা জামগাছে ওই দুজন ঝুলছে । যা মনে হচ্ছে তারা গাছে ওঠার পর দড়ির ফাঁস লাগিয়ে ঝুলে যায় । মাটি থেকে দূরত্ব ছিল মাত্র চার আঙুলের মতো । পুলিশ এসে দু'জনের দেহ উদ্ধার করে ।"

আত্মহত্যা কোনও সমাধান নয়

(যদি আপনার মধ্যে কখনও আত্মহত্যার চিন্তা মাথাচাড়া দেয় বা আপনার কোনও বন্ধু বা পরিচিত এই সমস্যায় জর্জরিত হন, তাহলে ভেঙে পড়বেন না। জানবেন, এমন কেউ আছে যে আপনার যন্ত্রণা, আপনার হতাশা ভাগ করে নিতে সদা-প্রস্তুত । আপনার পাশে দাঁড়াতে তৎপর । সাহায্য পেতে দিনের যে কোনও সময়ে 044-24640050 এই নম্বরে কল করুন স্নেহা ফাউন্ডেশনে । টাটা ইন্সটিটিউট অফ সোশাল সায়েন্সের হেল্পলাইন নম্বরেও (9152987821) কল করতে পারেন । এখানে ফোন করতে হবে সোমবার থেকে শনিবার সকাল 8টা থেকে রাত 10টার মধ্যে।)

তালিত, 12 ফেব্রুয়ারি: প্রতি বুধবারের মতো এদিনও হাট বসেছিল বর্ধমানের তালিত স্টেশন থেকে ঢিল ছোঁড়া দূরত্ব বীরপুর আমারপুর এলাকায় । হাটের মাঝে দু'জন অচেনা যুবক-যুবতিকে ঘুরে বেড়াতে দেখেন দোকানদাররা । বেলা বাড়তেই হাট থেকে এসে সকলেই যে যার কাজে মাঠে চলে যায় । তখনই মাঠ সংলগ্ন ফাঁকা একটা জামগাছে ঝুলন্ত অবস্থায় ওই দুই যুবক যুবতিকে দেখতে পাওয়া যায় । খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে মানুষের ভিড় জমে যায় । বর্ধমান থানায় খবর দেওয়া হলে পুলিশ গাছে ঝুলে থাকা দেহ দু'টি উদ্ধার করে ।

পুলিশ জানিয়েছে, মৃতদের নাম চুনারাম মান্ডি ও সুকুরমণি হেমব্রম । চুনারামের বাড়ি ঝাড়খন্ডের পূর্ব সিংভূম জেলায় । সুকুরমণি বীরভূমের রূপুর বাসিন্দা ৷ ওই যুবতি বিবাহিত বলে জানা গিয়েছে ।

হাট শেষে মাঠে কাজ করতে গিয়ে বেশ কয়েকজন দেখতে পান ফাঁকা মাঠের মাঝে একটা জামগাছে কিছু একটা ঝুলছে । কাছে গিয়ে তাঁরা দেখতে পান দুই যুবক-যুবতী গলায় ফাঁস লাগিয়ে ওই গাছে ঝুলছে । ওই দু'জনকে এদিন হাটে দেখা গিয়েছে বলে দাবি করেন অনেকেই । পুলিশ এসে দেহ উদ্ধারের পর তাদের কাছে থাকা ব্যাগের মধ্যে থেকে উভয়ের পরিচয়পত্র পায় । সেখান থেকে জানা যায়, ওই যুবক ঝাড়খন্ডের পূর্ব সিংভূম জেলার বাসিন্দা এবং যুবতির বাড়ি বীরভূম জেলায় । গ্রামবাসীদের অনুমান, প্রেমঘটিত কারণেই তারা হয়ত এই ঘটনা ঘটিয়েছে ৷ তবে পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত মৃত্যুর কারণ জানা যাবে না ।

স্থানীয় বাসিন্দা রতন দাস বলেন, "কয়েকজনের কাছে খবর পেয়ে গিয়ে দেখি একটা জাম গাছে গলায় ফাঁস লাগিয়ে দুজনে ঝুলছে । পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে ছেলে ও মেয়ের দেহ উদ্ধার করে । মনে হয় তারা স্বামী স্ত্রী নয় ।"

স্থানীয় দোকানদার মীর সাবির বলেন, "তালিত স্টেশনের পাশে বীরপুর আমারপুর এলাকায় ঘটনাটি ঘটেছে । আজ বুধবার হাট বার ছিল ।
সকালের দিকে ওরা দুজনে ঘোরাঘুরি করছিল । ফলে অনেকেই তাদেরকে সেখানে ঘুরতে দেখেছে । কিছুক্ষণ পরে খবর পাওয়া যায় একটা জামগাছে ওই দুজন ঝুলছে । যা মনে হচ্ছে তারা গাছে ওঠার পর দড়ির ফাঁস লাগিয়ে ঝুলে যায় । মাটি থেকে দূরত্ব ছিল মাত্র চার আঙুলের মতো । পুলিশ এসে দু'জনের দেহ উদ্ধার করে ।"

আত্মহত্যা কোনও সমাধান নয়

(যদি আপনার মধ্যে কখনও আত্মহত্যার চিন্তা মাথাচাড়া দেয় বা আপনার কোনও বন্ধু বা পরিচিত এই সমস্যায় জর্জরিত হন, তাহলে ভেঙে পড়বেন না। জানবেন, এমন কেউ আছে যে আপনার যন্ত্রণা, আপনার হতাশা ভাগ করে নিতে সদা-প্রস্তুত । আপনার পাশে দাঁড়াতে তৎপর । সাহায্য পেতে দিনের যে কোনও সময়ে 044-24640050 এই নম্বরে কল করুন স্নেহা ফাউন্ডেশনে । টাটা ইন্সটিটিউট অফ সোশাল সায়েন্সের হেল্পলাইন নম্বরেও (9152987821) কল করতে পারেন । এখানে ফোন করতে হবে সোমবার থেকে শনিবার সকাল 8টা থেকে রাত 10টার মধ্যে।)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.