কলকাতা, 12 ফেব্রুয়ারি: নির্বাচনী ক্ষেত্রে 50 শতাংশ মহিলাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা থেকে শুরু করে মেয়েদের স্কুলছুট কমানোর লক্ষ্যে কন্যাশ্রীর মতো প্রকল্প নিয়ে এসেছিল রাজ্য সরকার। কন্যাশ্রী, রূপশ্রী এবং লক্ষ্মীর ভাণ্ডার ইতিমধ্যেই রাজ্যে বেশ জনপ্রিয় হয়েছে বলে মনে করে প্রশাসন। এবার রাজ্য বাজেট পেশ হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, বরাদ্দের 50 শতাংশই মহিলাদের জন্য।
বাজেট বক্তৃতায় রাজ্যের মহিলাদের নজর ছিল লক্ষ্মীর ভাণ্ডারের দিকে । বিধানসভা ভোটর আগের শেষ পূর্ণাঙ্গ বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার থেকে পাওয়া টাকার পরিমাণ বাড়ে কি না সেটাই জানতে চেয়েছিলেন তাঁরা। রাজ্য বাজেটে অবশ্য এবার তা নিয়ে কোনও সুখবর আসেনি। তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সামগ্রিকভাবে রাজ্যে বাজেটে মোট বরাদ্দের 50 শতাংশই হয়েছে মহিলাদের জন্য। তিনি এও জানিয়েছেন, অনেকেই নারীদের ক্ষমতায়নের কথা বলেন। এমনকী ক্ষমতায়নের লক্ষ্যে নির্বাচন ক্ষেত্রে 30 শতাংশ সংরক্ষণ বিল এনে হইচই ফেলে দেন। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে নারীদের ক্ষমতায়নের জন্য কাজ করে যাচ্ছে তাঁর সরকার ।
![50 Percent of Budget is allocated for Women Says WB CM Mamata Banerjee](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12-02-2025/_12022025210453_1202f_1739374493_463.jpg)
প্রসঙ্গত, এদিন বাজেট শেষে সাংবাদিক সম্মেলনে অনেকেই মুখ্যমন্ত্রীকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে প্রশ্ন করেন। জবাবে মমতা বলেন, ‘‘এ বছরের বাজেটে শুধু লক্ষ্মীর ভাণ্ডারের জন্য 26 হাজার 700 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে । রূপশ্রী থেকে শুরু করে বাংলার বাড়ি এমনকী স্বাস্থ্যসাথী, সব ক্ষেত্রেই মেয়েরা সুবিধা পায় ।’’ একইসঙ্গে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, আলাদা করে নারী নিরাপত্তা নিয়ে কোনও বরাদ্দ রাখা হয়েছে কি না ? তাঁর জবাব, ‘‘নারী নিরাপত্তার বিষয়টি সামগ্রিকভাবে এর মধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া পুলিশ বাজেটে নিরাপত্তার বিষয়টিকে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে ।’’
এর পরেই মুখ্যমন্ত্রী জানান, সামগ্রিকভাবে যে বাজেট বরাদ্দ করা হল, তার 50 শতাংশই ধার্য করা হয়েছে মহিলাদের জন্য । লক্ষীর ভাণ্ডার ইতিমধ্যেই 500 টাকা থেকে 1000 টাকা বৃদ্ধি করা হয়েছে । যাঁরা হাজার টাকা পেতেন, তাঁদের 1200 টাকা করা হয়েছে । ইতিমধ্যেই রাজ্যের দু’কোটি 21 লক্ষ বাসিন্দা এই লক্ষীর ভাণ্ডার পায়। এই প্রকল্প চলতেই থাকবে ৷ ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য 50 হাজার কোটি টাকা দেওয়া হয়েছে । এবারও বরাদ্দ রাখা হয়েছে 26 হাজার 700 কোটি টাকা ।
তিনি আরও জানান, শুধু মহিলাদের মাথায় রেখেই বাজেট তৈরি করা হয়েছে ভাবলে ভুল হবে । এবার বাজেটে মহিলা এবং শিশুদের জন্য আলাদা করে বই প্রকাশ করা হয়েছে । তাতে দফতর ধরে ধরে কোথায় মহিলা এবং শিশুদের জন্য কত বরাদ্দ হয়েছে, তা স্পষ্ট করে বলা হয়েছে । নির্বাচনের আগে এই বিষয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ।