আমেদাবাদ, 12 ফেব্রুয়ারি: ঠিক যেমনভাবে সারা উচিত ছিল, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিটা ঠিক সেভাবেই সারল ভারতীয় দল ৷ কটকেই সিরিজ জেতা হয়ে গিয়েছিল ৷ তাই বলে নিয়মরক্ষার ম্য়াচে আত্মতুষ্টিকে কোনওভাবে প্রশ্রয় দিল না রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি ৷ তিনটি পরিবর্তন এনে দলকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিল বটে ম্য়ানেজমেন্ট ৷ কিন্তু আগাগোড়া দাপট নিয়েই আমেদাবাদে তৃতীয় ম্য়াচেও বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিল 'মেন ইন ব্লু' ৷ 357 রানে টার্গেট দিয়ে সফরকারী দলকে 214 রানে গুটিয়ে দিল ভারত ৷ যা থ্রি 'লায়ন্সে'র বিরুদ্ধে দ্বিতীয় সর্বাধিক ব্যবধানে (142 রানে) জয় দলের ৷
সিরিজে ইংল্য়ান্ডকে 3-0 চুনকাম করল টিম ইন্ডিয়া ৷ দায়িত্বগ্রহণের পর প্রথম কোনও ওয়ান-ডে সিরিজ জিতলেন ভারতের হেড কোচ গৌতম গম্ভীর ৷ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এদিন শতরান করে নায়ক শুভমন গিল হলেও বোলারেদর সম্মিলিত প্রয়াসে তাসের ঘরের মত ভেঙে পড়ল ইংরেজ ব্য়াটিং লাইন-আপ ৷ ফিল সল্ট এবং বেন ডাকেটের ওপেনিং জুটিতে 60 রান এলেও এরপর সেভাবে লম্বা হল না ইংল্যান্ডের আর কোনও জুটি ৷ 50 ওভারের ম্যাচে মাত্র 34.2 ওভারেই গুটিয়ে গেল ইংল্য়ান্ড ৷
বাটলারের দলের হয়ে সর্বাধিক 38 রান করলেন টম ব্য়ান্টন এবং গাস অ্যাটকিনসন ৷ ভারতের হয়ে বল হাতে দু'টি করে উইকেট আর্শদীপ সিং, হর্ষিত রানা, অক্ষর প্য়াটেল এবং হার্দিক পান্ডিয়ার ৷ একটি করে উইকেট গেল রবীন্দ্র জাদেজার পরিবর্ত ওয়াশিংটন সুন্দর এবং বরুণ চক্রবর্তীর পরিবর্তে আসা কুলদীপ যাদবের ঝুলিতে ৷ সিরিজের প্রথম দু'ম্য়াচে সুযোগ না-পাওয়া আর্শদীপও শামির পরিবর্তে এসে আস্থা জোগালেন ৷ দুই বিধ্বংসী ওপেনারকেই ফেরালেন বাঁ-হাতি ৷ তবে 6.2 ওভারে 22 রান দিয়ে সবচেয়ে নিয়ন্ত্রিত বোলিং অক্ষরের ৷ অ্যাটকিনসনকে ফিরিয়ে ম্যাচ শেষ করলেন তিনিই ৷
𝐂𝐋𝐄𝐀𝐍 𝐒𝐖𝐄𝐄𝐏
— BCCI (@BCCI) February 12, 2025
Yet another fabulous show and #TeamIndia register a thumping 142-run victory in the third and final ODI to take the series 3-0!
Details - https://t.co/S88KfhFzri… #INDvENG @IDFCFIRSTBank pic.twitter.com/ZoUuyCg2ar
টস জিতে এদিন ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেওয়া ভারতকে রানের পাহাড়ে পৌঁছে দেয় শুভমন গিলের ব্য়াট ৷ পয়া স্টেডিয়ামে কেরিয়ারের সপ্তম ওডিআই শতরান করেন ভারতীয় দলের সহঅধিনায়ক ৷ 102 বলে 112 রান করেন তিনি ৷ রোহিত এক রানে ফিরলেও অর্ধশতরান আসে বিরাট কোহলির ব্যাটে ৷ তবে এরপর লম্বা হয়নি তাঁর ইনিংস ৷ 52 রানে ফেরেন তিনি ৷ 64 বলে 78 রান করে আইসিসি টুর্নামেন্ট শুরুর আগে দলকে আরও একবার আশ্বস্ত করেন শ্রেয়স আইয়ার ৷ 50 ওভারে সব উইকেটে 356 রান তোলে ভারত ৷ দুরন্ত ব্য়াটিংয়ে ম্য়াচের পাশাপাশি সিরিজেরও সেরা গিল ৷