প্রয়াগরাজ, 12 ফেব্রুয়ারি: ফের দুর্ঘটনা মহাকুম্ভে ৷ নৌকাডুবির ঘটনার একদিন পেরিয়ে গেলেও দু'জন পুণ্যার্থীর কোনও খোঁজ পাওয়া যায়নি ৷ মাঘী পূর্ণিমার আগের দিন অর্থাৎ, মঙ্গলবার পুণ্যস্নানে এসে সঙ্গম নাকে যাওয়ার জন্য নৌকায় উঠেছিলেন 9 জন পুণ্যার্থী ৷ সেই সময় হঠাৎ নৌকা উল্টে যায় ৷ এই ঘটনায় পুলিশ ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী 7 জনকে উদ্ধার করতে পারলেও 2 জনের খোঁজ পায়নি ৷
একইভাবে বুধবার মাঘী পূর্ণিমার দিন সঙ্গমে স্নান করতে নেমে দুই পুণ্যার্থী হঠাৎ ডুবে যাচ্ছিলেন ৷ তাদের এভাবে দেখে অন্যান্যরা চিৎকার শুরু করে ৷ আওয়াজ পেয়ে এনডিআরএফ জওয়ানরা ঝাঁপিয়ে পড়ে তাদের উদ্ধার করে ৷
জানা গিয়েছে, পুণ্যার্থীদের নাম অবধেশ কুমার প্যাটেল ও শ্যাম নারায়ণ ৷ তাঁরা হঠাৎ তীব্র স্রোতে ভেসে যাচ্ছিলেন ৷ পরিস্থিতি দেখে এনডিআরএফ কর্মীরা তাঁদের উদ্ধার করেন ৷ এই বিষয়ে এনডিআরএফের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মনোজ কুমার শর্মা (নোডাল অফিসার) জানান যে, সেনারা তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে এবং দু'জন ভক্তকেই নিরাপদে সরিয়ে নিয়েছে । বর্তমানে দু'জনেই বিপন্মুক্ত। দুজনকেই চিকিৎসার জন্য সেন্ট্রাল হাসপাতালে পাঠানো হয়েছে ৷
মাঘী পূর্ণিমার আগের দিনের ঘটনা : নৌকায় ছিলেন দেরাদুন এবং কর্তনাক থেকে আসা লোকজন ৷ জল পুলিশের ইনচার্জ জনার্দন প্রসাদ জানান, কারেলির দেরাদুনের বাসিন্দা মহাবীর প্রসাদ, ব্রিজলাল, সুরেশ চন্দ্র, ললিতা, ঊষা রানী এবং গীতা দেবী মঙ্গলবার মহাকুম্ভে পৌঁছন । তাদের পাশাপাশি, বেঙ্গালুরুর রবি কিরণ তার বাবা-মায়ের সঙ্গে বোট ক্লাব থেকে নৌকায় চড়ে সঙ্গম নাকে পৌঁছন । দুপুর 2টোয় স্নান সেরে সকল ভক্ত ফিরছিলেন ।
তখনই ঘটে বিপত্তি ৷ নৌকায় ওঠার সময় এক ভক্তের পা পিছলে যায় । এরপর নৌকাটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং উল্টে যায় । নৌকাটি উল্টে যাওয়া মাত্রই বিশৃঙ্খলা দেখা দেয় । ঘটনাস্থলে মোতায়েন করা এনডিআরএফ এবং জল পুলিশের ডুবুরিরা জলে ঝাঁপিয়ে পড়েন । 7 জন ভক্তকে নিরাপদে উদ্ধার করা হলেও, 24 ঘণ্টা পরও দু'জনের হদিশ পাওয়া যায়নি ৷ সকলকে স্বরূপ রানি নেহেরু হাসপাতালে ভর্তি করা হয়েছে ।