ETV Bharat / bharat

দুর্নীতি-সূচকে আরও পিছল ভারত, হারল ভুটানের কাছেও - CORRUPTION PERCEPTIONS INDEX

দুর্নীতি যে কোনও সমাজের পক্ষে ক্ষতিকারক। দুর্নীতি দেশের উন্নতির পরিপন্থীও বটে। 2024 সালের দুর্নীতি সূচকে আরও পিছিয়ে গেল ভারত। সেরার স্থান ধরে রাখল ডেনমার্ক।

CORRUPTION PERCEPTIONS INDEX
দুর্নীতি সূচকে আরও পিছল ভারত (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 12, 2025, 7:56 PM IST

Updated : Feb 12, 2025, 8:22 PM IST

নয়াদিল্লি, 12 ফেব্রুয়ারি: দুর্নীতি-সূচকে একলাফে তিন ধাপ পিছিয়ে গেল ভারত। 2024 সালের সূচক অনুযায়ী ভারত 180টি দেশের মধ্যে 96 নম্বরে অবস্থান করছে । একশোর মধ্যে পেয়েছে 38 পয়েন্ট। একবছর আগে এক পয়েন্ট বেশি পেয়ে অবস্থান ছিল 93 নম্বরে।

ট্রান্সপ্যারান্সি ইন্টারন্যাশনালের দেওয়া তালিকা অনুযায়ী দুনিয়ার সবচেয়ে বেশি দুর্নীতি হয় দক্ষিণ সুদানে। আর সবথেকে কম দুর্নীতি হয় ডেনমার্কে । তাছাড়া এই তালিকায় আরও বলা হয়েছে, ভারতের চেয়ে কম দুর্নীতি হয় ভুটানে। ভুটানের প্রাপ্ত নম্বর 72।

Corruption Perception Index
দুর্নীতি সূচকে ভারতের অবস্থান (ইটিভি ভারত)

এখানেই দেখা গিয়েছে দুর্নীতির প্রশ্নে পাকিস্তান 27 পয়েন্ট এবং বাংলাদেশ 23 পয়েন্ট পেয়েছে। যা ভারতের থেকে অনেকটাই কম ৷ প্রতিবেশীদের নেপাল ও শ্রীলঙ্কাতেও ভারতের চেয়ে বেশি দুর্নীতি হয় বলে দাবি সংস্থার।

ভারতের অবস্থান কী ছিল এবং কী হল ?

তালিকায় ভারতের অবস্থান আগের থেকে খারাপ হয়েছে। 2022 সালে ভারতের নম্বর ছিল 40 । এরপর 2023 সালে নম্বর কমে হয় 39 । সদ্য শেষ হওয়া বছরে নম্বর আরও কমে হয় 38। এটা ভালো ইঙ্গিত নয়। এই সংস্থা নম্বর দেয় শূন্য থেকে একশোর মধ্যে। যে দেশে দুর্নীতি যত বেশি তাদের নম্বর তত কম হয়। যেমন দক্ষিণ সুদানের নম্বর মাত্র 8। আবার ডেনমার্ক পেয়েছে 90। সেই হিসেবে গত দু'বছরের তুলনায় 2024 সালে ভারতে দুর্নীতি বেশি হয়েছে।

global-corruption
দুর্নীতি সূচক সংক্রান্ত সাম্প্রতিক রিপোর্ট (ইটিভি ভারত)

বিশ্বের কোন দেশের অবস্থান কোথায় ?

এই প্রথম নয়, এই নিয়ে টানা 7 বার দুর্নীতি-মুক্ত দেশ হিসেবে সেরার শিরোপা পেয়েছে ডেনমার্ক । এর থেকে খানিকটা কম 88 নম্বর পেয়ে তালিকায় দ্বিতীয় স্থানে আছে ফিনল্যান্ড। 84 পয়েন্ট পেয়ে তিন নম্বরে আছে সিঙ্গাপুর। নিউজিল্যান্ড প্রায় সবসময় প্রথম তিনের মধ্যে থাকে। এবার তারা চলে গিয়েছে চার নম্বরে। 2012 সালের পর এই প্রথম সবচেয়ে কম দুর্নীতি হয় এমন প্রথম তিন দেশের মধ্যে জায়গা হল না কিউয়িদের । 81 পয়েন্ট করে পেয়েছে নরওয়ে এবং সুইৎজারল্যান্ড । নেদারল্যান্ডের প্রাপ্ত নম্বর 78 ।

global-corruption
দুর্নীতি সূচক সংক্রান্ত সাম্প্রতিক রিপোর্ট (ইটিভি ভারত)

2012 সালের বিভিন্ন দেশে অবস্থান কী ছিল সেটাও তুলে ধরা হয়েছে এই সমীক্ষায়। সেই বিচারে দেখা যাচ্ছে দুর্নীতিকে কমাতে পেরেছে 32টি দেশ। 47টি দেশে দুর্নীতি আগের থেকে বেড়েছেে । আর 101টি দেশে দুর্নীতি-চিত্রে বলার মতো বদল আসেনি। গবেষণা দেখিয়েছে দুর্নীতি বাড়তে থাকলে তার প্রভাব পড়ে আবহাওয়ার পরিবর্তনের উপরেও।

নয়াদিল্লি, 12 ফেব্রুয়ারি: দুর্নীতি-সূচকে একলাফে তিন ধাপ পিছিয়ে গেল ভারত। 2024 সালের সূচক অনুযায়ী ভারত 180টি দেশের মধ্যে 96 নম্বরে অবস্থান করছে । একশোর মধ্যে পেয়েছে 38 পয়েন্ট। একবছর আগে এক পয়েন্ট বেশি পেয়ে অবস্থান ছিল 93 নম্বরে।

ট্রান্সপ্যারান্সি ইন্টারন্যাশনালের দেওয়া তালিকা অনুযায়ী দুনিয়ার সবচেয়ে বেশি দুর্নীতি হয় দক্ষিণ সুদানে। আর সবথেকে কম দুর্নীতি হয় ডেনমার্কে । তাছাড়া এই তালিকায় আরও বলা হয়েছে, ভারতের চেয়ে কম দুর্নীতি হয় ভুটানে। ভুটানের প্রাপ্ত নম্বর 72।

Corruption Perception Index
দুর্নীতি সূচকে ভারতের অবস্থান (ইটিভি ভারত)

এখানেই দেখা গিয়েছে দুর্নীতির প্রশ্নে পাকিস্তান 27 পয়েন্ট এবং বাংলাদেশ 23 পয়েন্ট পেয়েছে। যা ভারতের থেকে অনেকটাই কম ৷ প্রতিবেশীদের নেপাল ও শ্রীলঙ্কাতেও ভারতের চেয়ে বেশি দুর্নীতি হয় বলে দাবি সংস্থার।

ভারতের অবস্থান কী ছিল এবং কী হল ?

তালিকায় ভারতের অবস্থান আগের থেকে খারাপ হয়েছে। 2022 সালে ভারতের নম্বর ছিল 40 । এরপর 2023 সালে নম্বর কমে হয় 39 । সদ্য শেষ হওয়া বছরে নম্বর আরও কমে হয় 38। এটা ভালো ইঙ্গিত নয়। এই সংস্থা নম্বর দেয় শূন্য থেকে একশোর মধ্যে। যে দেশে দুর্নীতি যত বেশি তাদের নম্বর তত কম হয়। যেমন দক্ষিণ সুদানের নম্বর মাত্র 8। আবার ডেনমার্ক পেয়েছে 90। সেই হিসেবে গত দু'বছরের তুলনায় 2024 সালে ভারতে দুর্নীতি বেশি হয়েছে।

global-corruption
দুর্নীতি সূচক সংক্রান্ত সাম্প্রতিক রিপোর্ট (ইটিভি ভারত)

বিশ্বের কোন দেশের অবস্থান কোথায় ?

এই প্রথম নয়, এই নিয়ে টানা 7 বার দুর্নীতি-মুক্ত দেশ হিসেবে সেরার শিরোপা পেয়েছে ডেনমার্ক । এর থেকে খানিকটা কম 88 নম্বর পেয়ে তালিকায় দ্বিতীয় স্থানে আছে ফিনল্যান্ড। 84 পয়েন্ট পেয়ে তিন নম্বরে আছে সিঙ্গাপুর। নিউজিল্যান্ড প্রায় সবসময় প্রথম তিনের মধ্যে থাকে। এবার তারা চলে গিয়েছে চার নম্বরে। 2012 সালের পর এই প্রথম সবচেয়ে কম দুর্নীতি হয় এমন প্রথম তিন দেশের মধ্যে জায়গা হল না কিউয়িদের । 81 পয়েন্ট করে পেয়েছে নরওয়ে এবং সুইৎজারল্যান্ড । নেদারল্যান্ডের প্রাপ্ত নম্বর 78 ।

global-corruption
দুর্নীতি সূচক সংক্রান্ত সাম্প্রতিক রিপোর্ট (ইটিভি ভারত)

2012 সালের বিভিন্ন দেশে অবস্থান কী ছিল সেটাও তুলে ধরা হয়েছে এই সমীক্ষায়। সেই বিচারে দেখা যাচ্ছে দুর্নীতিকে কমাতে পেরেছে 32টি দেশ। 47টি দেশে দুর্নীতি আগের থেকে বেড়েছেে । আর 101টি দেশে দুর্নীতি-চিত্রে বলার মতো বদল আসেনি। গবেষণা দেখিয়েছে দুর্নীতি বাড়তে থাকলে তার প্রভাব পড়ে আবহাওয়ার পরিবর্তনের উপরেও।

Last Updated : Feb 12, 2025, 8:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.