কলকাতা, 12 ফেব্রুয়ারি: চলতি বছরের সেলিব্রেটি ক্রিকেট লিগে পরপর দু’টি ম্যাচে জয় পেয়েছে বেঙ্গল টাইগার্স ৷ যার ফলে এই মুহূর্তে বেশ আত্মবিশ্বাসী তারা ৷ সেই সুর শোনা গেল ক্রিকেট দলের অধিনায়ক ও অভিনেতা যীশু সেনগুপ্ত থেকে বাকি খেলোয়াড়দের গলায় ৷ যীশু বলেন, "প্রথম দুটো ম্যাচ জিতেছি । আরও দু’টো ম্যাচ বাকি আছে । ভালো খেলেছিলাম বলেই জিতেছি । আরও দুটো ম্যাচে ভালো খেলতে হবে ।"
প্রথমে চেন্নাই রাইনোস এবং পরে পাঞ্জাব ডি শের-এর বিপক্ষে জিতেছে বাংলার দল বেঙ্গল টাইগার্স । জয়ের সরণিতে হেঁটে আরও বেড়ে গিয়েছে টিম বেঙ্গল টাইগার্সের খোলোয়াড়দের প্রত্যাশা । ক্যাপ্টেন যীশুর অধিনায়কত্বে সেলেব্রিটি ক্রিকেট লিগে গত বছরে চ্যাম্পিয়ন হয় এই দল । এবারও আশা ফাইনাল খেলবে তারা ।
তাই সেই লক্ষ্যে এদিন সকাল থেকেই মেয়ো রোডের স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের মাঠে চুটিয়ে অনুশীলন করতে দেখা গেল যীশুকে । তাঁর পাশাপাশি অনুশীলনে ব্যস্ত ছিলেন জয়ী দেব রায়, বনি সেনগুপ্ত, জ্যামি বন্দ্যোপাধ্যায়, আনন্দ ঘোষ, সৌগত নন্দী, শতদীপ সাহা-সহ বাকিরা । তবে, এদিন অসুস্থতার কারণে মাঠে নামেননি সৌরভ দাস । কিন্তু অনুশীলন দেখতে হাজির ছিলেন তিনি ।
![Bengal Tigers](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12-02-2025/cclfootagesandstills_12022025161332_1202f_1739357012_638.jpg)
শুটিংয়ের কারণে অনুশীলনে আসতে পারেননি রাহুল মজুমদারও । অর্থাৎ ক্যাপ্টেন এলেও তাঁর দুই সতীর্থর মধ্যে একজন অসুস্থ, অন্যজন অনুপস্থিত । তবু খেলার মাঝে একের অপরের সঙ্গে মজা, খুনসুটিতে খামতি ছিল না । সৌরভ বলেন, "এবার দু’টো ম্যাচে জিতে গিয়েছি । পয়েন্টটা উঁচুর দিকে থাকবে । এটা বেশ ভালো দিক ।" ওদিকে জয়ী বলেন, "দুটো ম্যাচ জিতে গিয়েছি । আমি আশাবাদী সেমিফাইনাল খেলব ভোজপুরি দাবাঙের সঙ্গে । ফাইনাল খেলব কর্ণাটক বুল্ডোজারের সঙ্গে । আর কাপটা নিয়ে আসব ।"
![Bengal Tigers](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12-02-2025/cclfootagesandstills_12022025161332_1202f_1739357012_166.jpg)
এদিকে দলের কোচ শরদিন্দু মুখোপাধ্যায় বলেন, "জিতব না বলিনি কখনও । আমরা গতবারও জিতেছি । এবারও জিতব । তবে আমরা কনফিডেন্ট, ওভার কনফিডেন্ট নই ।" বনি সেনগুপ্ত বলেন, "সবাই খুব রেডি হয়ে এসেছে খেলতে । ভোজপুরি দাবাং খুব ভালো খেলছে এবার । কোনও দলকে নিজেদের থেকে বেশি স্ট্রং মনে করছি না । আশা রাখি এবারেও জিতব ।"
![Bengal Tigers](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12-02-2025/cclfootagesandstills_12022025161332_1202f_1739357012_593.jpg)
বেঙ্গল টাইগার্স-এর এরপরের যে দু’টি খেলা রয়েছে, তার একটিতে বিপক্ষ মুম্বই হিরোজ এবং তার পরের ম্যাচ হবে তেলুগু ওয়ারিয়র্স-এর বিরুদ্ধে । এবার দেখার এবছরও টফি ঘরে আনতে পারে কি না বেঙ্গল টাইগার্স ৷