মেলবোর্ন, 12 ফেব্রুয়ারি: প্যাট কামিন্স এবং জশ হ্য়াজলউড ছিটকে গিয়েছিলেন আগেই ৷ আর চ্য়াম্পিয়ন্স ট্রফির এক সপ্তাহ আগে টুর্নামেন্ট থেকে নাম প্রত্য়াহার করলেন মিচেল স্টার্ক ৷ ফলত 2023 বিশ্বকাপজয়ী দলের তিন ফ্রন্টলাইন বোলারকে ছাড়াই পাকিস্তান যাচ্ছে অস্ট্রেলিয়া ৷ ব্যক্তিগত কারণ দেখিয়ে আইসিসি মার্কি ইভেন্ট থেকে নাম তুলে নিলেন বাঁ-হাতি স্পিডস্টার ৷ যা ফের ধাক্কা অজি শিবিরের জন্য ৷ সবমিলিয়ে প্রাথমিক স্কোয়াডে পাঁচটি পরিবর্তন এনে চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত দল ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া ৷
কামিন্স, হ্য়াজলউড ছাড়াও চোটের জেরে আগেই ছিটকে গিয়েছিলেন অলরাউন্ডার মিচেল মার্শ ৷ পাশাপাশি স্কোয়াডে নাম থাকা সত্ত্বেও দিনকয়েক আগে ওডিআই থেকে আচমকা অবসর ঘোষণা করেছেন অলরাউন্ডার মার্কাস স্টোইনিস ৷ ফলত চূড়ান্ত স্কোয়াডে অন্ততপক্ষে চারটি পরিবর্তন করতেই হত নির্বাচকদের ৷ স্টার্কের নাম প্রত্যাহারে সংখ্যাটা বেড়ে দাঁড়াল পাঁচে ৷ আর কামিন্সের পরিবর্তে প্রত্য়াশামতই চ্য়াম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার নেতৃত্বের ব্য়াটন তুলে দেওয়া হল অভিজ্ঞ স্টিভ স্মিথকে ৷
স্টার্কের নাম প্রত্যাহারের কারণ স্পষ্ট না-হলেও তারকা পেসারের সিদ্ধান্তকে সমর্থন করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড ৷ নির্বাচক কমিটির চেয়ারম্য়ান জর্জ বেইলি বলেন, "মিচ (মিচেল স্টার্ক) আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর প্রতিশ্রুতির প্রতি ভীষণই দায়বদ্ধ ৷ তাই তাঁর এই সিদ্ধান্তকে আমরা সম্মান করি ৷" শ্রীলঙ্কার মাটিতে চলতি দু'ম্যাচের ওয়ান-ডে সিরিজ থেকেও অব্যাহতি নিয়ে দেশে ফিরেছেন তিনি ৷ সে যাইহোক পেস বিভাগে তিন তারকার অনুপস্থিতিতে 2009 সালের পর চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা পুনরুদ্ধারে অজি শিবিরের ভরসা ন্য়াথন এলিস, শ্যেন অ্যাবট, বেন ডুয়ার্শুইস এবং স্পেন্সার জনসন ৷
অন্যদিকে পাকিস্তানের পিচে স্টোইনিসের বদলে অলরাউন্ড ক্রিকেটের দায়িত্ব গ্লেন ম্য়াক্সওয়েল এবং অ্যারন হার্ডি ভাগ করে নেবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷ পরিবর্তিত স্কোয়াডে তনভীর সাঙ্ঘাকে অন্তর্ভুক্ত করেছে 'মেন ইন ইয়েলো' ৷ 21 বছর বয়সি স্পিন বোলিং অলরাউন্ডার কুপার কনোলিকে রিজার্ভ ক্রিকেটার হিসেবে নিয়ে যাওয়া হবে দলের সঙ্গে ৷ সম্প্রতি গলে দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে লাল-বলের ক্রিকেটে আত্মপ্রকাশ হয়েছে তাঁর ৷
ICYMI: Australia's 15-player squad for the #ChampionsTrophy has now been finalised: https://t.co/R8FLzg6Hjl pic.twitter.com/PtRes6Hm5J
— cricket.com.au (@cricketcomau) February 12, 2025
আগামী 22 ফেব্রুয়ারি ইংল্য়ান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করছে অস্ট্রেলিয়া ৷ এরপর 25 ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা এবং 28 ফেব্রুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়নরা ৷
- একনজরে অস্ট্রেলিয়া স্কোয়াড: স্টিভ স্মিথ (অধিনায়ক), শ্যেন অ্যাবট, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), বেন ডুয়ার্শুইস, ন্য়াথন এলিস, জ্যাক ফ্রেসার ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, মার্নাস লাবুশেন, গ্লেন ম্য়াক্সওয়েল, তনভীর সাঙ্ঘা, ম্যাথু শর্ট এবং অ্যাডাম জাম্পা ৷