ETV Bharat / state

জমি ও চাকরি জট কাটাতে ক্যাম্প, দেউচায় নতুন করে শুরু খনন কাজ - DEUCHA PACHAMI

স্থনীয়দের অভিযোগ, মেলেনি চাকরি। পাওয়া যায়নি প্রতিশ্রুতি মতো প্যাকেজও ৷ বিক্ষোভ কমাতে দেউচা-পাচামিতে এবার চালু হল ক্যাম্প ৷

DEUCHA PACHAMI COAL MINE
দেউচায় নতুন করে শুরু খনন কাজ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 7, 2025, 10:16 PM IST

মহম্মদবাজার, 7 ফেব্রুয়ারি: দেউচা-পাচামির জমি জট কাটাতে 4টি গ্রামে ক্যাম্প করে শুরু হল নথি সংগ্রহ ৷ এদিকে, সকাল থেকে খনন কাজ বন্ধ ছিল ৷ বিকেলে পিডিসিএলের ডিরেক্টর পিবি সেলিম, জেলাশাসক বিধান রায়, জেলা পুলিশ সুপারের পাশাপাশি রাজ্যসভার তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের তদারকিতে ফের শুরু হল খনন কাজ ৷ তবে প্রশ্ন উঠেছে, কেন জমি সমস্যা বা চাকরি দেওয়ার বিষয়টি সম্পন্ন না-করেই শুরু হল এত বড় একটি প্রকল্প ? যদিও, প্রশাসনের তরফে বারবার বলা হচ্ছে, কোনও মানুষ বঞ্চনার শিকার হবেন না ৷

পিডিসিএলের ডিরেক্টর পিবি সেলিম বলেন, ‘‘এলাকার মানুষের সহযোগিতায় আজকে আমরা ভালো করে কাজ শুরু করতে পারলাম ৷ 4টে গ্রামে ক্যাম্প করা হয়েছে ৷ সেখানে মানুষজন আসছেন, কাগজপত্র দেখা হচ্ছে । সমস্যার সমাধান করা হচ্ছে । কেউ বঞ্চিত হবেন না ৷ আর স্থানীয়রাই এই কয়লা প্রকল্পে আগে কাজ পাবেন ৷ স্থানীয় মানুষকে সঙ্গে নিয়েই আমরা এগোব ।’’

বিক্ষোভ কমাতে দেউচা-পাচামিতে এবার চালু হল ক্যাম্প (ইটিভি ভারত)

5 ফেব্রুয়ারি বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেউচা-পাচামিতে কয়লা খনি প্রকল্পের সূচনার কথা ঘোষণা করেছিলেন ৷ সেই মতো 6 ফেব্রুয়ারি দেউচার মথুরাপাহাড়ি এলাকায় খনন কাজ শুরু করার জন্য উদ্যোগ নিয়েছিল বীরভূম জেলা প্রশাসন । কিন্তু, ভূমিপুজো বন্ধ করে জেসিবি মেশিন আটকে ব্যাপক বিক্ষোভ শুরু করেছিলেন স্থানীয় মানুষজন । তাঁদের অভিযোগ ছিল, মেলেনি চাকরি, মেলেনি প্রতিশ্রুতি মতো প্যাকেজও ৷ বিক্ষোভের জেরে বন্ধ হয়ে গিয়েছিল খনন কাজ ৷ এরপরেই সমস্যা সমাধানে আসরে নামতে হয়েছিল অনুব্রত মণ্ডলকে ৷ মহম্মদবাজার বিডিও অফিসে প্রায় 4 ঘণ্টা প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেছিলেন তিনি ৷ পরে মুখ্যমন্ত্রীর মান বাঁচাতে রাতের অন্ধকারে দেউচা-পাচামিতে শুরু হয়েছিল খনন কাজ ৷

DEUCHA PACHAMI COAL MINE
জমি ও চাকরি জট কাটাতে ক্যাম্প (ইটিভি ভারত)

তবে সকালের আলো ফুটতেই বন্ধ হয়ে গিয়েছিল খনন কাজ ৷ স্থানীয় মানুষজনের ক্ষোভ প্রশমন করতে মথুরাপাহাড়ি-সহ সংলগ্ন 4টি গ্রামে ক্যাম্প করা হয়েছে ৷ সেই ক্যাম্প নথি সংগ্রহ করা হচ্ছে ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ লিপিবদ্ধ করা হচ্ছে ৷ তারপর বিকেলে পিডিসিএলের ডিরেক্টর পিবি সেলিম, বীরভূম জেলাশাসক বিধান রায়, জেলা পুলিশ সুপার আমনদীপ সিং ও রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামের নেতৃত্ব আধিকারিকেরা গিয়ে ফের খনন কাজ শুরু করেন ৷ প্রশ্ন উঠেছে, কেন স্থানীয় মানুষজনের সমস্যা সমাধান না-করে শুরু হল এত বড় একটি প্রকল্প ?

বীরভূম জেলাশাসক বিধান রায় বলেন, ‘‘যতদিন সব মানুষের সমস্যা সমাধান হবে না, ততদিন ক্যাম্প চলবে । সমস্যা সমাধানের জন্যই এই ক্যাম্প ৷ আর এই প্রকল্পে সবাই লাভবান হবেন ।’’

আরও পড়ুন

মহম্মদবাজার, 7 ফেব্রুয়ারি: দেউচা-পাচামির জমি জট কাটাতে 4টি গ্রামে ক্যাম্প করে শুরু হল নথি সংগ্রহ ৷ এদিকে, সকাল থেকে খনন কাজ বন্ধ ছিল ৷ বিকেলে পিডিসিএলের ডিরেক্টর পিবি সেলিম, জেলাশাসক বিধান রায়, জেলা পুলিশ সুপারের পাশাপাশি রাজ্যসভার তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের তদারকিতে ফের শুরু হল খনন কাজ ৷ তবে প্রশ্ন উঠেছে, কেন জমি সমস্যা বা চাকরি দেওয়ার বিষয়টি সম্পন্ন না-করেই শুরু হল এত বড় একটি প্রকল্প ? যদিও, প্রশাসনের তরফে বারবার বলা হচ্ছে, কোনও মানুষ বঞ্চনার শিকার হবেন না ৷

পিডিসিএলের ডিরেক্টর পিবি সেলিম বলেন, ‘‘এলাকার মানুষের সহযোগিতায় আজকে আমরা ভালো করে কাজ শুরু করতে পারলাম ৷ 4টে গ্রামে ক্যাম্প করা হয়েছে ৷ সেখানে মানুষজন আসছেন, কাগজপত্র দেখা হচ্ছে । সমস্যার সমাধান করা হচ্ছে । কেউ বঞ্চিত হবেন না ৷ আর স্থানীয়রাই এই কয়লা প্রকল্পে আগে কাজ পাবেন ৷ স্থানীয় মানুষকে সঙ্গে নিয়েই আমরা এগোব ।’’

বিক্ষোভ কমাতে দেউচা-পাচামিতে এবার চালু হল ক্যাম্প (ইটিভি ভারত)

5 ফেব্রুয়ারি বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেউচা-পাচামিতে কয়লা খনি প্রকল্পের সূচনার কথা ঘোষণা করেছিলেন ৷ সেই মতো 6 ফেব্রুয়ারি দেউচার মথুরাপাহাড়ি এলাকায় খনন কাজ শুরু করার জন্য উদ্যোগ নিয়েছিল বীরভূম জেলা প্রশাসন । কিন্তু, ভূমিপুজো বন্ধ করে জেসিবি মেশিন আটকে ব্যাপক বিক্ষোভ শুরু করেছিলেন স্থানীয় মানুষজন । তাঁদের অভিযোগ ছিল, মেলেনি চাকরি, মেলেনি প্রতিশ্রুতি মতো প্যাকেজও ৷ বিক্ষোভের জেরে বন্ধ হয়ে গিয়েছিল খনন কাজ ৷ এরপরেই সমস্যা সমাধানে আসরে নামতে হয়েছিল অনুব্রত মণ্ডলকে ৷ মহম্মদবাজার বিডিও অফিসে প্রায় 4 ঘণ্টা প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেছিলেন তিনি ৷ পরে মুখ্যমন্ত্রীর মান বাঁচাতে রাতের অন্ধকারে দেউচা-পাচামিতে শুরু হয়েছিল খনন কাজ ৷

DEUCHA PACHAMI COAL MINE
জমি ও চাকরি জট কাটাতে ক্যাম্প (ইটিভি ভারত)

তবে সকালের আলো ফুটতেই বন্ধ হয়ে গিয়েছিল খনন কাজ ৷ স্থানীয় মানুষজনের ক্ষোভ প্রশমন করতে মথুরাপাহাড়ি-সহ সংলগ্ন 4টি গ্রামে ক্যাম্প করা হয়েছে ৷ সেই ক্যাম্প নথি সংগ্রহ করা হচ্ছে ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ লিপিবদ্ধ করা হচ্ছে ৷ তারপর বিকেলে পিডিসিএলের ডিরেক্টর পিবি সেলিম, বীরভূম জেলাশাসক বিধান রায়, জেলা পুলিশ সুপার আমনদীপ সিং ও রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামের নেতৃত্ব আধিকারিকেরা গিয়ে ফের খনন কাজ শুরু করেন ৷ প্রশ্ন উঠেছে, কেন স্থানীয় মানুষজনের সমস্যা সমাধান না-করে শুরু হল এত বড় একটি প্রকল্প ?

বীরভূম জেলাশাসক বিধান রায় বলেন, ‘‘যতদিন সব মানুষের সমস্যা সমাধান হবে না, ততদিন ক্যাম্প চলবে । সমস্যা সমাধানের জন্যই এই ক্যাম্প ৷ আর এই প্রকল্পে সবাই লাভবান হবেন ।’’

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.