ETV Bharat / state

রাজ্যের আরও একটি বিশ্ববিদ্যালয় পেল স্থায়ী উপাচার্য, দায়িত্বে রফিকুল ইসলাম - ALIAH UNIVERSITY NEW VC

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 36টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম রাজভবনে পাঠিয়ে ছিলেন । সেই তালিকা থেকেই এই নিয়ে রাজ্যে নিয়োগ হল 15 জন স্থায়ী উপাচার্য ।

Aliah University
আলিয়া বিশ্ববিদ্যালয় (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 3 hours ago

Updated : 7 minutes ago

কলকাতা, 21 ডিসেম্বর: রাজ্যের আরও একটি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হল স্থায়ী উপাচার্য । আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া নামেই সিলমোহর দিল রাজভবন । এবার আলিয়া বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করা হল স্থায়ী উপাচার্য । রফিকুল ইসলামকে নিয়োগ করা হয়েছে ওই পদে । এই নিয়ে রাজ্যে আপাতত নিয়োগ হল 15 জন উপাচার্য ।

প্রসঙ্গত, উপাচার্য নিয়োগকে ঘিরে রাজভবন ও রাজ্যের সংঘাত নতুন নয় । সেই সংঘাতের জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত । উচ্চশিক্ষা দফতরের সঙ্গে কোনও রকম যোগাযোগ না করেই একাধিক অস্থায়ী উপাচার্য নিয়োগের অভিযোগ ছিল আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে । তারপরেই সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছিল রাজ্য সরকার ।

Aliah University
আলিয়া বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে নবান্নের বিজ্ঞপ্তি (নিজস্ব ছবি)

সুপ্রিম কোর্টের তরফে একটি কমিটি তৈরি করা দেওয়া হয়েছিল । সেই কমিটি তিনজনের নামের তালিকা পছন্দ করে মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছিল । সেখান থেকে নাম বাছাই করে মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়ে দেন আচার্য সিভি আনন্দ বোসকে । তারপরেই স্থায়ী উপাচার্য নিয়োগ করার প্রক্রিয়া শুরু করেন রাজ্যপাল । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 36টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম রাজভবনে পাঠিয়ে দিয়েছেন । কিন্তু, এই মুহূর্তের রাজ্যে নিয়োগ করা হয়েছে মাত্র 15 জন স্থায়ী উপাচার্যকে । কেন মুখ্যমন্ত্রী নাম পাঠানোর পরেও বিলম্ব করছে রাজভবন?

এই বিষয়েই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন, "মাননীয়া মুখ্যমন্ত্রী ধৈর্য্য রেখেছেন, তিনি সৌজন্য দেখিয়েছেন । আমরা চাইবো এই নিয়োগগুলি তাড়াতাড়ি হয়ে যাক । যে অচলাবস্থা বিশ্ববিদ্যালয়গুলির ছিল, সেখানে কাজ আবার শুরু হয়ে গিয়েছে । কিছু বিশ্ববিদ্যালয় শুধু বাকি আছে । উচ্চশিক্ষার ক্ষেত্রে এই ধরনের যথেষ্ট বাধা আমরা সয়েছি ৷ কিন্তু, আমরা চাইব, যাতে উপাচার্য নিয়োগে আর দেরি না হয় ।"

উল্লেখ্য, চলতি মাসের 6 তারিখ রাজ্যের ছ'টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করা হয়েছিল । তাতেও মুখ্যমন্ত্রীর দেওয়া নামেই সিলমোহর দিয়েছিল রাজভবন । সেই অনুযায়ী, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হন নির্মাল্য নারায়ণ চক্রবর্তী । বর্ধমান বিশ্ববিদ্যালযের উপাচার্য হন শঙ্করকুমার নাথ । কল্লোল পাল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পান । বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর দায়িত্ব আসেন রূপকুমার বর্মন ৷ রানি রাসমণি গ্রিন বিশ্ববিদ্যালয় এবং সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালযের উপাচার্য হন যথাক্রমে অমিয়কুমার পাণ্ডা এবং পবিত্রকুমার চক্রবর্তী ।

এছাড়াও, 10 তারিখ রাজ্যের আরও 4টি বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ করা হয় । মহাত্মা গান্ধি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে অধিষ্ঠিত হন সৌরাংশু মুখোপাধ্যায় । হিন্দি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন নন্দিনী সাউ । কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পান তপতী চক্রবর্তী ও মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানে আলম ৷

এর পাশাপাশি 11 ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করা হয় । সপ্তাহখানেক পর 17 ডিসেম্বর আরও তিনটি অর্থাৎ দার্জিলিং হিলস বিশ্ববিদ্যালয়, আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় এবং বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়েও স্থায়ী উপাচার্য নিয়োগ করা হয় । এ বার আলিয়া বিশ্ববিদ্যালয়েও উপাচার্য নিয়োগ করা হল । এই নিয়ে মোট 15টি বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য পেল ৷

কলকাতা, 21 ডিসেম্বর: রাজ্যের আরও একটি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হল স্থায়ী উপাচার্য । আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া নামেই সিলমোহর দিল রাজভবন । এবার আলিয়া বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করা হল স্থায়ী উপাচার্য । রফিকুল ইসলামকে নিয়োগ করা হয়েছে ওই পদে । এই নিয়ে রাজ্যে আপাতত নিয়োগ হল 15 জন উপাচার্য ।

প্রসঙ্গত, উপাচার্য নিয়োগকে ঘিরে রাজভবন ও রাজ্যের সংঘাত নতুন নয় । সেই সংঘাতের জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত । উচ্চশিক্ষা দফতরের সঙ্গে কোনও রকম যোগাযোগ না করেই একাধিক অস্থায়ী উপাচার্য নিয়োগের অভিযোগ ছিল আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে । তারপরেই সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছিল রাজ্য সরকার ।

Aliah University
আলিয়া বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে নবান্নের বিজ্ঞপ্তি (নিজস্ব ছবি)

সুপ্রিম কোর্টের তরফে একটি কমিটি তৈরি করা দেওয়া হয়েছিল । সেই কমিটি তিনজনের নামের তালিকা পছন্দ করে মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছিল । সেখান থেকে নাম বাছাই করে মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়ে দেন আচার্য সিভি আনন্দ বোসকে । তারপরেই স্থায়ী উপাচার্য নিয়োগ করার প্রক্রিয়া শুরু করেন রাজ্যপাল । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 36টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম রাজভবনে পাঠিয়ে দিয়েছেন । কিন্তু, এই মুহূর্তের রাজ্যে নিয়োগ করা হয়েছে মাত্র 15 জন স্থায়ী উপাচার্যকে । কেন মুখ্যমন্ত্রী নাম পাঠানোর পরেও বিলম্ব করছে রাজভবন?

এই বিষয়েই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন, "মাননীয়া মুখ্যমন্ত্রী ধৈর্য্য রেখেছেন, তিনি সৌজন্য দেখিয়েছেন । আমরা চাইবো এই নিয়োগগুলি তাড়াতাড়ি হয়ে যাক । যে অচলাবস্থা বিশ্ববিদ্যালয়গুলির ছিল, সেখানে কাজ আবার শুরু হয়ে গিয়েছে । কিছু বিশ্ববিদ্যালয় শুধু বাকি আছে । উচ্চশিক্ষার ক্ষেত্রে এই ধরনের যথেষ্ট বাধা আমরা সয়েছি ৷ কিন্তু, আমরা চাইব, যাতে উপাচার্য নিয়োগে আর দেরি না হয় ।"

উল্লেখ্য, চলতি মাসের 6 তারিখ রাজ্যের ছ'টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করা হয়েছিল । তাতেও মুখ্যমন্ত্রীর দেওয়া নামেই সিলমোহর দিয়েছিল রাজভবন । সেই অনুযায়ী, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হন নির্মাল্য নারায়ণ চক্রবর্তী । বর্ধমান বিশ্ববিদ্যালযের উপাচার্য হন শঙ্করকুমার নাথ । কল্লোল পাল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পান । বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর দায়িত্ব আসেন রূপকুমার বর্মন ৷ রানি রাসমণি গ্রিন বিশ্ববিদ্যালয় এবং সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালযের উপাচার্য হন যথাক্রমে অমিয়কুমার পাণ্ডা এবং পবিত্রকুমার চক্রবর্তী ।

এছাড়াও, 10 তারিখ রাজ্যের আরও 4টি বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ করা হয় । মহাত্মা গান্ধি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে অধিষ্ঠিত হন সৌরাংশু মুখোপাধ্যায় । হিন্দি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন নন্দিনী সাউ । কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পান তপতী চক্রবর্তী ও মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানে আলম ৷

এর পাশাপাশি 11 ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করা হয় । সপ্তাহখানেক পর 17 ডিসেম্বর আরও তিনটি অর্থাৎ দার্জিলিং হিলস বিশ্ববিদ্যালয়, আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় এবং বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়েও স্থায়ী উপাচার্য নিয়োগ করা হয় । এ বার আলিয়া বিশ্ববিদ্যালয়েও উপাচার্য নিয়োগ করা হল । এই নিয়ে মোট 15টি বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য পেল ৷

Last Updated : 7 minutes ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.