বোলপুর, 28 মার্চ: "খেলা হচ্ছে, খেলা হবে" ৷ নির্বাচনের প্রাক্কালে ইটিভি ভারতের মুখোমুখি বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী শতাব্দী রায় ৷ তৃণমূল নেতা মন্ত্রীদের বাড়িতে ইডির তল্লাশি থেকে শুরু করে বীরভূমে অনুব্রতহীন লোকসভা নির্বাচন, সব বিষয় নিয়ে ইটিভি ভারতে একান্ত সাক্ষাৎকার দিলেন বীরভূমের তিনবারের সাংসদ তথা তৃণমূল প্রার্থী শতাব্দী রায় ৷
2009, 2014 ও 2019; পরপর তিনবার বীরভূম লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল-কংগ্রেসের টিকিটে জয়লাভ করেছেন শতাব্দী রায় ৷ এবারও তিনি এই লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী ৷ যদিও, এই কেন্দ্রে এখনও বিজেপি ও সিপিএম প্রার্থী ঘোষণা করেনি ৷ সমস্ত বিষয় নিয়ে ইটিভি ভারতে অকপট শতাব্দী...
- ইটিভি ভারত:লোকসভা নির্বাচনআসন্ন ৷ এবার অনুব্রতহীন বীরভূম ৷ লড়াই কতটা কঠিন ?
শতাব্দী রায়: বিরোধীদের মনে হচ্ছে অনুব্রত নেই তাই ফাঁকা মাঠ, কিন্তু তা তো নয় ৷ পঞ্চায়েত নির্বাচনে দেখানো হয়ে গিয়েছে অনুব্রতকে ছাড়াও রেজাল্ট ভালো হয়েছে । কারণ এটা তো একটা সংগঠনের কাজ । ওনার সঙ্গে এতদিন যারা ছিলেন তাঁরাও শিখেছেন কীভাবে ভোট করতে হয়, প্রচার করতে হয় ৷ তাই ভোট ভালো হবে ।
- ইটিভি ভারত: এতকাল অনুব্রত মণ্ডল নিদান দিতেন, উনি নেই ৷ আপনি কী নিদান দেবেন ?
শতাব্দী রায়: আমি কখনও বিরোধীদের নিয়ে কোনও বিতর্কিত কথা বলি না । তবে ওরা এজেন্সি ব্যবহার করে ভোট করছে, এটাকে ভোট বলে না । ভোট করতে হলে ময়দানে আসুক ৷ দেখুক মানুষ কাকে চায় ৷ এখনও মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মানুষ আছে, ভরসা করে ।
- ইটিভি ভারত: খেলা কি হবে ?
শতাব্দী রায়: খেলা তো হচ্ছেই, খেলা হয়েছে, খেলা হবেই ৷ প্রত্যেকবার খেলায় তৃণমূল জয়ী হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছেন । এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেছেন তিনি একাই একশো ।
- ইটিভি ভারত: মন্ত্রী চন্দ্রনাথ সিংহ যিনি বীরভূমের কোর কমিটির অন্যতম সদস্য । তাঁর বাড়িতে ইডির তল্লাশি এবং 41 লক্ষ টাকা উদ্ধার ৷ এত দুর্নীতির অভিযোগ ৷ মানুষের কাছে কীভাবে ভোট চাইবেন ?