ETV Bharat / state

কাটমানি রুখতে জিরো টলারেন্সের নীতি পঞ্চায়েত দফতরের - AWAS YOJANA SCAM

দুর্নীতি রুখতে কঠোর নবান্ন ৷ কাটমানি সংক্রান্ত অভিযোগ পেলেই জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে 4টি কড়া পদক্ষেপ গ্রহণের জন্য।

BANGLAR BARI SCHEME
নবান্ন (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : 4 hours ago

কলকাতা, 23 ডিসেম্বর: আবাস যোজনায় জিরো টলারেন্সের নীতি রাজ্য সরকারের। দীর্ঘদিন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আবাস প্রকল্পের টাকা না-পাওয়ার পর এবার রাজ্য সরকার নিজের টাকায় বাংলার বাড়ি প্রকল্প নাম দিয়ে গরিব মানুষকে বাড়ি তৈরি করে দিচ্ছে। কিন্তু এতেও যাতে কাটমানি সমস্যার কারণ না-হয় তা দেখবে প্রশাসন।

গত মঙ্গলবার নবান্ন থেকে এই প্রকল্পে আনুষ্ঠানিকভাবে টাকা ছাড়ার কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোট 12 লক্ষ উপভোক্তার কাছে এই বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ 60 হাজার টাকা পৌঁছে যাওয়ার কথা। ইতিমধ্যেই যা জানা গিয়েছে বেশিরভাগ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে গিয়েছে। আবাসের টাকা সরাসরি উপভোক্তারা হাতে পেলেও যাতে এর থেকে কেউ কোনও ঘুষ বা কাটমানি চাইতে না-পারে তার জন্য জেলাশাসকদের সতর্ক করা হয়েছে ৷ যাদের কাছে টাকা গিয়েছে তাদের কেউ যাতে তাদের ভয় দেখাতে না পারে তার জন্যও দরকারি ব্যবস্থা নিতে বলা হয়েছে।

পাশাপাশি বেশকিছু গুরুত্বপূর্ণ নির্দেশও দেয় রাজ্যের পঞ্চায়েত দফতর। জানা গিয়েছে, এক্ষেত্রে জেলাশাসকদের সরাসরি জিরো টলারেন্সের নীতি নেওয়ার কথা বলা হয়েছে। টাকা পাওয়ার পরে কেউ যদি উপভোক্তাদের থেকে ঘুষ চায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এধরনের কোনও অভিযোগ এলে দেরি না-করে সরাসরি সংশ্লিষ্ট থানার আইসি বা ওসিকে জানাতে হবে। পুলিশকেও সেক্ষেত্রে কঠোর ব্যবস্থা নিতে হবে।

এখানেই শেষ নয়, এ ধরনের ঘটনায় উপভোক্তারা যাতে নির্ভয়ে প্রশাসনের সাহায্য চাইতে পারে তার জন্য প্রয়োজনীয় প্রচার করতে হবে ৷ উপোক্তারা যাতে সহজে কন্ট্রোলরুমে ফোন করে সরাসরি অভিযোগ জানাতে পারেন তার জন্য প্রত্যেক উপভোক্তার কাছেই নম্বর পৌঁছে দিতে হবে। প্রয়োজন হলে জেলাশাসককে পুলিশ এবং জনপ্রতিনিধিকে নিয়ে ওরিয়েন্টেশন বৈঠক করতে হবে। পঞ্চায়েত দফতরের পরিষ্কার বার্তা এধরনের ঘটনার অভিযোগ উঠলে সরাসরি জিরো টলারেন্স নীতি নিয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে ৷

কলকাতা, 23 ডিসেম্বর: আবাস যোজনায় জিরো টলারেন্সের নীতি রাজ্য সরকারের। দীর্ঘদিন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আবাস প্রকল্পের টাকা না-পাওয়ার পর এবার রাজ্য সরকার নিজের টাকায় বাংলার বাড়ি প্রকল্প নাম দিয়ে গরিব মানুষকে বাড়ি তৈরি করে দিচ্ছে। কিন্তু এতেও যাতে কাটমানি সমস্যার কারণ না-হয় তা দেখবে প্রশাসন।

গত মঙ্গলবার নবান্ন থেকে এই প্রকল্পে আনুষ্ঠানিকভাবে টাকা ছাড়ার কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোট 12 লক্ষ উপভোক্তার কাছে এই বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ 60 হাজার টাকা পৌঁছে যাওয়ার কথা। ইতিমধ্যেই যা জানা গিয়েছে বেশিরভাগ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে গিয়েছে। আবাসের টাকা সরাসরি উপভোক্তারা হাতে পেলেও যাতে এর থেকে কেউ কোনও ঘুষ বা কাটমানি চাইতে না-পারে তার জন্য জেলাশাসকদের সতর্ক করা হয়েছে ৷ যাদের কাছে টাকা গিয়েছে তাদের কেউ যাতে তাদের ভয় দেখাতে না পারে তার জন্যও দরকারি ব্যবস্থা নিতে বলা হয়েছে।

পাশাপাশি বেশকিছু গুরুত্বপূর্ণ নির্দেশও দেয় রাজ্যের পঞ্চায়েত দফতর। জানা গিয়েছে, এক্ষেত্রে জেলাশাসকদের সরাসরি জিরো টলারেন্সের নীতি নেওয়ার কথা বলা হয়েছে। টাকা পাওয়ার পরে কেউ যদি উপভোক্তাদের থেকে ঘুষ চায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এধরনের কোনও অভিযোগ এলে দেরি না-করে সরাসরি সংশ্লিষ্ট থানার আইসি বা ওসিকে জানাতে হবে। পুলিশকেও সেক্ষেত্রে কঠোর ব্যবস্থা নিতে হবে।

এখানেই শেষ নয়, এ ধরনের ঘটনায় উপভোক্তারা যাতে নির্ভয়ে প্রশাসনের সাহায্য চাইতে পারে তার জন্য প্রয়োজনীয় প্রচার করতে হবে ৷ উপোক্তারা যাতে সহজে কন্ট্রোলরুমে ফোন করে সরাসরি অভিযোগ জানাতে পারেন তার জন্য প্রত্যেক উপভোক্তার কাছেই নম্বর পৌঁছে দিতে হবে। প্রয়োজন হলে জেলাশাসককে পুলিশ এবং জনপ্রতিনিধিকে নিয়ে ওরিয়েন্টেশন বৈঠক করতে হবে। পঞ্চায়েত দফতরের পরিষ্কার বার্তা এধরনের ঘটনার অভিযোগ উঠলে সরাসরি জিরো টলারেন্স নীতি নিয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.