ETV Bharat / bharat

ভাঙল ইটের তৈরি দেওয়াল, প্রাণ গেল 4 শিশুর - CHILDREN DIED DUE TO WALL COLLAPSE

ঘুমের মধ্যেই প্রাণ হারাল চার শিশু। আচমকা একটি দেওয়াল ভেঙে পড়াতেই এই দুর্ঘটনা। কীভাবে দেওয়াল ভেঙে পড়ল তা জানতে শুরু হয়েছে তদন্ত।

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)
author img

By ETV Bharat Bangla Team

Published : 4 hours ago

হিসার (হরিয়ানা), 23 ডিসেম্বর: ওরা সকলেই তখন গভীর ঘুমে। আচমকাই ভেঙে গেল ইটের তৈরি দেওয়াল। রবিবার রাতে ঘুমের মধ্যেই প্রাণ হারাল চার শিশু। আহত আরও কয়েকজন। তাদের মধ্যে এক শিশুর শারীরিক পরিস্থিতির অবনতি হয়েছে। হিসারের একটি এলাকায় নির্মাণের কাজ চলছে । এই শিশুদের বাবা-মা সেখানেই শ্রমিক হিসেবে কাজ করছেন ।

জানা গিয়েছে, গভীর রাতে দেওয়াল ভেঙে পড়ে । তাতে চাপা পড়েই এই শিশুদের প্রাণ গিয়েছে। কমপক্ষে 20 জন আহত হয়েছেন । তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে । এর মধ্যে এক শিশুর শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে । দেওয়ালটি কেন ভেঙে পড়ল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনায় প্রাণ গিয়েছে, নিশা, সুরজ, নন্দিনী এবং বিবেকের । সকলেরই বয়স 3 থেকে 9 বছরের মধ্যে। পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে, এই শ্রমিকদের অনেকেরই বাড়ি উত্তরপ্রদেশে। তাঁরা এখানে চিমনি-সহ কয়েকটি নির্মাণের কাজ করছেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। কাজের জায়গাতেই শ্রমিকদের পরিবারের সদস্যদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। সেই অনুয়ায়ী অনেকে এই দেওয়ালের পাশে শুয়েছিলেন । আচমকাই সেটি ভেঙে পড়ে ।

স্থানীয় এসপি হেমেন্দ্র কুমার ঘটনাস্থলে যান । তিনি সাংবাদিকদের জানিয়েছেন, এই চারজন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে । গৌরি নামে আরেকটি শিশুর শীররের বিভিন্ন জায়গায় চোট লেগেছে । তার চিকিৎসা চলছে । তরে পরিস্থিতি বেশ জটিল। হিসারের সিভিল হাসপাতালে তার চিকিৎসা চলছে। এই পাঁচজনই উত্তরপ্রদেশের আম্বেদকর নগর জেলার বাসিন্দা । ঘটনাস্থলের পাশাপাশি সিভিল হাসপাতালে গিয়েও পরিস্থিতি খতিয়ে দেখেছেন পুলিশ সুপার । তবে মৃতদের পরিবারের তরফে এখনও লিখিত অভিযোগ দায়ের হয়নি ।

হিসার (হরিয়ানা), 23 ডিসেম্বর: ওরা সকলেই তখন গভীর ঘুমে। আচমকাই ভেঙে গেল ইটের তৈরি দেওয়াল। রবিবার রাতে ঘুমের মধ্যেই প্রাণ হারাল চার শিশু। আহত আরও কয়েকজন। তাদের মধ্যে এক শিশুর শারীরিক পরিস্থিতির অবনতি হয়েছে। হিসারের একটি এলাকায় নির্মাণের কাজ চলছে । এই শিশুদের বাবা-মা সেখানেই শ্রমিক হিসেবে কাজ করছেন ।

জানা গিয়েছে, গভীর রাতে দেওয়াল ভেঙে পড়ে । তাতে চাপা পড়েই এই শিশুদের প্রাণ গিয়েছে। কমপক্ষে 20 জন আহত হয়েছেন । তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে । এর মধ্যে এক শিশুর শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে । দেওয়ালটি কেন ভেঙে পড়ল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনায় প্রাণ গিয়েছে, নিশা, সুরজ, নন্দিনী এবং বিবেকের । সকলেরই বয়স 3 থেকে 9 বছরের মধ্যে। পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে, এই শ্রমিকদের অনেকেরই বাড়ি উত্তরপ্রদেশে। তাঁরা এখানে চিমনি-সহ কয়েকটি নির্মাণের কাজ করছেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। কাজের জায়গাতেই শ্রমিকদের পরিবারের সদস্যদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। সেই অনুয়ায়ী অনেকে এই দেওয়ালের পাশে শুয়েছিলেন । আচমকাই সেটি ভেঙে পড়ে ।

স্থানীয় এসপি হেমেন্দ্র কুমার ঘটনাস্থলে যান । তিনি সাংবাদিকদের জানিয়েছেন, এই চারজন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে । গৌরি নামে আরেকটি শিশুর শীররের বিভিন্ন জায়গায় চোট লেগেছে । তার চিকিৎসা চলছে । তরে পরিস্থিতি বেশ জটিল। হিসারের সিভিল হাসপাতালে তার চিকিৎসা চলছে। এই পাঁচজনই উত্তরপ্রদেশের আম্বেদকর নগর জেলার বাসিন্দা । ঘটনাস্থলের পাশাপাশি সিভিল হাসপাতালে গিয়েও পরিস্থিতি খতিয়ে দেখেছেন পুলিশ সুপার । তবে মৃতদের পরিবারের তরফে এখনও লিখিত অভিযোগ দায়ের হয়নি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.