কলকাতা, 16 ডিসেম্বর: সংখ্যালঘুরা একদিন সংখ্যাগুরু হবে, এই মন্তব্যের জেরে গত শনিবার থেকেই ঘরে-বাইরে সমালোচনার মুখে পড়েছেন ফিরহাদ হাকিম ৷ সোমবার কলকাতার মেয়রের মন্তব্যকে তৃণমূল সমর্থন করে না বলে শাসক দলের তরফে সরাসরি জানিয়ে দেওয়া হল ৷
তৃণমূল সূত্রে খবর, ফিরহাদের এই মন্তব্যের জেরে অসন্তুষ্ট হয়েছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্য়ায়ও ৷ যদিও রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ থামার কোনও নাম নেই ৷ বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী ফিরহাদকে তৃণমূল থেকে এবং মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন ৷
অন্যদিকে এদিন মেয়রের পদ থেকে ফিরহাদ হাকিমের পদত্যাগ চেয়ে কলকাতা পুরনিগমের কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে বিক্ষোভ দেখায় বাংলাপক্ষ ৷ তবে সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলেও এই নিয়ে এদিন কোনও মন্তব্যই করেননি কলকাতার মহানাগরিক ৷
কী বলেছিলেন ফিরহাদ হাকিম?
শনিবার একটি অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, "পশ্চিমবঙ্গে আমরা 33 শতাংশ রয়েছি ৷ আর গোটা দেশে 17 শতাংশ ৷ তাই আমাদের সংখ্যালঘু বলা হয় ৷ কিন্তু, আগামিদিনে আমরা আর সংখ্যালঘু থাকব না ৷ আমরা সংখ্যাগুরু হব ৷ এখন আমাদের সঙ্গে অন্যায় হলে, রাস্তায় বিচারের দাবিতে মোমবাতি হাতে মিছিল করি ৷ কিন্তু, এমন দিন আসবে যখন আমরা বিচার দেব ৷ আমাদের সেই জায়গায় পৌঁছতে হবে ৷"
এই নিয়ে তৈরি হয় বিতর্ক৷ ফিরহাদের মন্তব্যের সমালোচনা করেন বিজেপি ও সিপিএমের নেতারা ৷ তৃণমূলের দুই বিধায়কও কলকাতার মেয়রের সমালোচনায় সরব হন ৷ তার পর সোমবার এই নিয়ে সোশাল মিডিয়ায় বিবৃতি দেওয়া হয় তৃণমূলের তরফে ৷
তৃণমূল কী বলছে?
এদিন সোশাল মিডিয়ায় তৃণমূলের তরফে জানানো হয়েছে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে ফিরহাদের মন্তব্যের কোনও সম্পর্ক নেই ৷ তাই এই এই মন্তব্যের নিন্দা করছে দল ৷ এমন মন্তব্য তৃণমূলের অবস্থান বা আদর্শকে প্রতিফলিত করে না । শান্তি, ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতি তৃণমূলের অঙ্গীকার অটুট । পশ্চিমবঙ্গের সামাজিক কাঠামোকে হুমকির মুখে ফেলে এমন কোনও মন্তব্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।
The All India Trinamool Congress firmly disassociates itself from and strongly condemns the statement made by Shri Firhad Hakim, MIC GoWB, at an event day before yesterday. These comments do not reflect the party’s position or ideology.
— All India Trinamool Congress (@AITCofficial) December 16, 2024
Our commitment to peace, unity, and…
তবে এই নিয়ে তৃণমূলের আরও কড়া অবস্থান নেওয়া উচিত ছিল বলে মনে করেন বিজেপির আইনজীবী নেতা কৌস্তভ বাগচী ৷ সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘‘কাজের জোর কথা চেয়ে বেশি... তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায় কি এবার ফিরহাদ হাকিমকে দল থেকে বহিষ্কার করে দেখাতে পারবে ! অথবা মন্ত্রিত্ব ছেড়ে দিতে বলতে পারবেন !’’
Well, actions speak louder than words..
— Koustav Bagchi - Official (@koustavcp) December 16, 2024
Would @AITCofficial and @MamataOfficial dare to expel @FirhadHakim from the Party and ask him to step down from the Cabinet Ministry? https://t.co/6tZPTXCYUb
কলকাতা পুরনিগমে বাংলাপক্ষের বিক্ষোভ
কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের জেরে কলকাতায় বাঙালি মেয়র চাই, এই দাবিতে এক্কেবারে কর্পোরেশনের দরজায় বিক্ষোভ দেখাল বাংলাপক্ষ । ফিরহাদ হাকিমকে বহিরাগত বলেও তকমা দিলেন সংগঠনের নেতা গর্গ চট্টোপাধ্যায় ।
এদিন তিনি বলেন, ‘‘বাংলার রাজধানীর মেয়র পদে যে ব্যক্তি রয়েছেন, তিনি বেশ কিছু সময় ধরে বাংলার মাটিতে ধর্মীয় ও ভাষাগত বিভাজন চালাচ্ছে । সম্প্রতি তিনি দাবি করেছেন সংখ্যালঘুরা সংখ্যাগুরু হয়ে যাবে । তার আগেই বলেছেন 50 শতাংশ বাংলার মানুষ উর্দু কথা বলুন । পশ্চিমবঙ্গ সরকার ডব্লুবিসিএস পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা বলেছে । এই ব্যক্তি বিরোধিতা করেছেন । হিন্দি ঢোকাতে বলেছেন । বাংলার মাটিতে বাংলা ভাষার চরম বিরোধিতা করা হয়েছে । গয়া থেকে কোনও পরিবার এসে বাংলার মাটিতে বিভাজন করতে পারবে না । করতে দেব না ।’’