নয়াদিল্লি, 25 ফেব্রুয়ারি: সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অঞ্চল ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.1 ৷ সূত্রের খবর, মঙ্গলবার ভোরে কম্পন অনুভূত হয় কলকাতা, বাংলাদেশ ও ওড়িশার বিস্তীর্ণ অঞ্চলে ৷
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল 6টা 10 মিনিটে ভূকম্পন অনুভূত হয় । ভূমিকম্পের উৎসস্থল বঙ্গোপসাগরের 91 কিলোমিটার গভীরে । দিল্লির মৌসম ভবনের এক আধিকরিক জানান, ওড়িশা উপকূলের পুরীর কাছে কম্পন অনুভূত হয় ৷ তবে, এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি ৷ কম্পনের ফলে সমুদ্রে জলোচ্ছাসেরও কোনও খবরও সরকারের তরফে পাওয়া যায়নি ৷
An earthquake with a magnitude of 5.1 on the Richter Scale hit the Bay of Bengal at 06:10 IST today
— ANI (@ANI) February 25, 2025
(Source - National Center for Seismology) pic.twitter.com/Fro47VpwTK
বছরের শুরুতেই কেঁপে ওঠেছিল নেপাল-তিব্বত সীমান্ত ৷ ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপালের লবুচে থেকে 93 কিলোমিটার দূরে শিজাংয়ে ৷ রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 7.1 ৷ ফের ভূমিকম্প হয় তিব্বতের শিজাংয়ে ৷ দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে 4.7 ৷ দু'টি ভূমিকম্পের উৎসস্থল ছিল মাটি থেকে 10 কিলোমিটার গভীরে ৷ তারপর থেকে পরপর ভূমিকম্প হয় শিজাংয়ে ৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, প্রত্যেকটি ভূমিকম্পের মাত্রাই ছিল 4.8-এর উপরে ৷ সেবারও কম্পন অনুভূত হয় কলকাতা, শিলিগুড়ি ও সিকিমে ৷ শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, বিহারেও ব্যাপক কম্পন অনুভূত হয়েছিল ।
EQ of M: 5.1, On: 25/02/2025 06:10:25 IST, Lat: 19.52 N, Long: 88.55 E, Depth: 91 Km, Location: Bay of Bengal.
— National Center for Seismology (@NCS_Earthquake) February 25, 2025
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/J6q53lzNd1
গত সপ্তাহেই তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী দিল্লি-সহ পার্শ্ববর্তী অঞ্চল ৷ দিল্লি এনসিআরের নয়ডা, গ্রেটার নয়ডায় কম্পন অনুভূত হয় ৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূকম্পের মাত্রা ছিল 4.0 ৷ ভূমিকম্পের অবস্থান মাটি থেকে 5 কিলোমিটার গভীরে ৷ কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়। কম্পনের উৎসস্থল ছিল ধৌলা কুয়ান অঞ্চলে ৷ আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েছিলেন মানুষজন ৷ যদিও, ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি ৷