ETV Bharat / politics

বিজেপি বিরোধিতায় মমতার বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ অধীরের - ADHIR RANJAN CHOWDHURY

বুধবার রাজভবন অভিযান করে কংগ্রেস ৷ সেই অভিযানে অংশ নিয়ে পুলিশের হাতে আটক হন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ৷

ADHIR RANJAN CHOWDHURY
বিজেপি বিরোধিতায় মমতার বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ অধীরের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : 43 minutes ago

কলকাতা, 18 ডিসেম্বর: নেশা নয়-চাকরি চাই, এই স্লোগানকে সামনে রেখে যুব কংগ্রেসের রাজভবন অভিযান ঘিরে বুধবার ধুন্ধুমার বাঁধল ৷ আটক করা হয় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার-সহ কংগ্রেসের একাধিক নেতা-কর্মীকে । এই অভিযানের আগে কংগ্রেসের তরফে এক সমাবেশও করা হয় ৷ সেই সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানান প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীররঞ্জন চৌধুরী ৷

আদানি-আম্বানি ও জাতীয় পরিসরে বিজেপি-বিরোধিতার ইস্যুতে তৃণমূলের সমালোচনা করেন তিনি । ‘ইন্ডিয়া’র বাকি শরিকরা বিজেপির বিরুদ্ধে এক হলেও তৃণমূল কেন নীরব, সেই প্রশ্ন তোলেন তিনি । অধীরের অভিযোগ, "রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল তৃণমূল কংগ্রেস চুরি-দুর্নীতি, একাধিক কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকায় কেন্দ্রীয় সরকারের কাছে মাথা নত করেছে । যে কারণে আদানি-আম্বানি ইস্যুতে কংগ্রেস সংসদে সরব হলেও তৃণমূল কংগ্রেসের সংসদরা অনুপস্থিত । কেন রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে মিথ্যা স্বপ্ন দেখিয়ে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ঠকাচ্ছেন ?’’

Congress Raj Bhavan Abhijan
যুব কংগ্রেসের রাজভবন অভিযান ঘিরে ধুন্ধুমার (নিজস্ব চিত্র)

অধীর আরও বলেন, "চুরি দুর্নীতিতে জড়িত নিজের ভাই, ভাইপো ও দলের সৈনিকদের বাঁচাতে মানুষের ট্যাক্সের টাকা নষ্ট করে আদালতে দৌড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় । অথচ রাজ্যের পাওনা আদায়, বিজেপি সরকারের বিরুদ্ধে নীরব দর্শকের ভূমিকা পালন করছেন তিনি ।" কোন স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় এই দ্বিচারিতা করছেন, সেই প্রশ্নও তোলেন অধীর ।

Congress Raj Bhavan Abhijan
যুব কংগ্রেসের রাজভবন অভিযান ঘিরে ধুন্ধুমার (নিজস্ব চিত্র)

উল্লেখ্য, এদিন রাজভবনের নর্থ গেটের অনেক আগেই পুলিশ কংগ্রেসের মিছিল আটকায় । যুব কংগ্রেস কর্মীরা ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে দুই পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি শুরু হয় । এক যুব কংগ্রেস কর্মীকে অসুস্থ অবস্থায় অ্যাম্বুল্যান্স নিকটবর্তী হাসপাতালে নিয়ে চলে যায় । পরে ধাপে ধাপে কলকাতা পুলিশের তিন চারটি প্রিজন ভ্যান কংগ্রেস নেতাকর্মীদের আটক করে লালবাজারে নিয়ে যায় ।

Congress Raj Bhavan Abhijan
যুব কংগ্রেসের রাজভবন অভিযান ঘিরে ধুন্ধুমার (নিজস্ব চিত্র)

যা নিয়ে সমালোচনা করেছেন কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার, আশুতোষ চট্টোপাধ্যায়রা । তাঁদের অভিযোগ, কেন্দ্র-রাজ্য উভয় সরকারের আঁতাতে একদিকে যেমন আরজিকরের সঠিক তদন্ত হচ্ছে না, ঠিক তেমনই আদানি-আম্বানিরা যে চুরি দুর্নীতি করেছে, তারও সঠিক তদন্ত এগোচ্ছে না । সাধারণ গরিব মানুষ নিজেদের রুটি রোজগারের সমস্যায় পড়ছেন ৷ গরিব ঘরের ছেলেরা চাকরি পাচ্ছে না ৷ অথচ একাধিক সরকারি দফতরে শূন্যপদ লাখ লাখ ।

Congress Raj Bhavan Abhijan
যুব কংগ্রেসের রাজভবন অভিযান ঘিরে ধুন্ধুমার (নিজস্ব চিত্র)

কলকাতা, 18 ডিসেম্বর: নেশা নয়-চাকরি চাই, এই স্লোগানকে সামনে রেখে যুব কংগ্রেসের রাজভবন অভিযান ঘিরে বুধবার ধুন্ধুমার বাঁধল ৷ আটক করা হয় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার-সহ কংগ্রেসের একাধিক নেতা-কর্মীকে । এই অভিযানের আগে কংগ্রেসের তরফে এক সমাবেশও করা হয় ৷ সেই সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানান প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীররঞ্জন চৌধুরী ৷

আদানি-আম্বানি ও জাতীয় পরিসরে বিজেপি-বিরোধিতার ইস্যুতে তৃণমূলের সমালোচনা করেন তিনি । ‘ইন্ডিয়া’র বাকি শরিকরা বিজেপির বিরুদ্ধে এক হলেও তৃণমূল কেন নীরব, সেই প্রশ্ন তোলেন তিনি । অধীরের অভিযোগ, "রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল তৃণমূল কংগ্রেস চুরি-দুর্নীতি, একাধিক কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকায় কেন্দ্রীয় সরকারের কাছে মাথা নত করেছে । যে কারণে আদানি-আম্বানি ইস্যুতে কংগ্রেস সংসদে সরব হলেও তৃণমূল কংগ্রেসের সংসদরা অনুপস্থিত । কেন রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে মিথ্যা স্বপ্ন দেখিয়ে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ঠকাচ্ছেন ?’’

Congress Raj Bhavan Abhijan
যুব কংগ্রেসের রাজভবন অভিযান ঘিরে ধুন্ধুমার (নিজস্ব চিত্র)

অধীর আরও বলেন, "চুরি দুর্নীতিতে জড়িত নিজের ভাই, ভাইপো ও দলের সৈনিকদের বাঁচাতে মানুষের ট্যাক্সের টাকা নষ্ট করে আদালতে দৌড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় । অথচ রাজ্যের পাওনা আদায়, বিজেপি সরকারের বিরুদ্ধে নীরব দর্শকের ভূমিকা পালন করছেন তিনি ।" কোন স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় এই দ্বিচারিতা করছেন, সেই প্রশ্নও তোলেন অধীর ।

Congress Raj Bhavan Abhijan
যুব কংগ্রেসের রাজভবন অভিযান ঘিরে ধুন্ধুমার (নিজস্ব চিত্র)

উল্লেখ্য, এদিন রাজভবনের নর্থ গেটের অনেক আগেই পুলিশ কংগ্রেসের মিছিল আটকায় । যুব কংগ্রেস কর্মীরা ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে দুই পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি শুরু হয় । এক যুব কংগ্রেস কর্মীকে অসুস্থ অবস্থায় অ্যাম্বুল্যান্স নিকটবর্তী হাসপাতালে নিয়ে চলে যায় । পরে ধাপে ধাপে কলকাতা পুলিশের তিন চারটি প্রিজন ভ্যান কংগ্রেস নেতাকর্মীদের আটক করে লালবাজারে নিয়ে যায় ।

Congress Raj Bhavan Abhijan
যুব কংগ্রেসের রাজভবন অভিযান ঘিরে ধুন্ধুমার (নিজস্ব চিত্র)

যা নিয়ে সমালোচনা করেছেন কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার, আশুতোষ চট্টোপাধ্যায়রা । তাঁদের অভিযোগ, কেন্দ্র-রাজ্য উভয় সরকারের আঁতাতে একদিকে যেমন আরজিকরের সঠিক তদন্ত হচ্ছে না, ঠিক তেমনই আদানি-আম্বানিরা যে চুরি দুর্নীতি করেছে, তারও সঠিক তদন্ত এগোচ্ছে না । সাধারণ গরিব মানুষ নিজেদের রুটি রোজগারের সমস্যায় পড়ছেন ৷ গরিব ঘরের ছেলেরা চাকরি পাচ্ছে না ৷ অথচ একাধিক সরকারি দফতরে শূন্যপদ লাখ লাখ ।

Congress Raj Bhavan Abhijan
যুব কংগ্রেসের রাজভবন অভিযান ঘিরে ধুন্ধুমার (নিজস্ব চিত্র)
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.