ETV Bharat / state

কলকাতায় ইনফোসিসের ডেভেলপমেন্ট সেন্টার, উদ্বোধনে মমতা - INFOSYS DEVELOPMENT CENTER

426 কোটি টাকা খরচে তৈরি হয়েছে ইনফোসিস ডেভেলপমেন্ট সেন্টার ৷ যেখানে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ও ক্লাউড নিয়ে কাজ করবে এই সংস্থা ৷

INFOSYS DEVELOPMENT CENTER
ইনফোসিসের ডেভেলপমেন্ট সেন্টারের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

কলকাতা, 18 ডিসেম্বর: বড়দিনের আগে রাজ্যে ইনফোসিসের নিজস্ব অফিস ৷ তাও কোনও ছোটখাটো নয় ৷ একেবারে 3 লক্ষ 20 হাজার স্কোয়ার ফিটের উপর ৷ বুধবার ইনফোসিসের সেই ডেভেলপমেন্ট সেন্টারের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দীর্ঘদিনের টানাপোড়েনের পর অবশেষে কলকাতায় স্থায়ী ঠিকানা পেল এই তথ্যপ্রযুক্তি সংস্থা ৷

বাম আমল থেকেই ইনফোসিসের নিজস্ব সেন্টার তৈরি করা নিয়ে টানাপোড়েন চলছিল ৷ বর্তমান সরকারের আমলের শুরুর দিকেও এসইজেড ইস্যুতে আটকে ছিল এই প্রকল্প ৷ তবে, সব বাধা কাটিয়ে এ দিন কলকাতায় উদ্বোধন হল 426 কোটি টাকায় তৈরি ইনফোসিসের স্থায়ী ডেভেলপমেন্ট সেন্টার ৷

Infosys Development Center
ইনফোসিস ডেভেলপমেন্ট সেন্টারের উদ্বোধনে বক্তব্য পেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে ৷ (ইটিভি ভারত)

এ দিন মুখ্যমন্ত্রী বলেন, "জিডিপি 90 লক্ষ কোটি টাকা হতে চলেছে এই বছরের শেষে ৷ এখানে কর্মসংস্কৃতি খুব ভালো ৷ আগে বাম আমলে কর্মদিবস নষ্ট হওয়াই ছিল প্রধান অন্তরায় ৷ কিন্তু, আমরা ক্ষমতায় আসার পর থেকে একদিনও বনধ হয়নি ৷

ইনফোসিসের প্রশংসায় মমতা বলেন, "কলকাতার জন্য নতুন গ্লোরি নিয়ে আসবে ইনফোসিস ৷ আগামিদিনে এই সংস্থাকে দেখে আরও অনেক আইটি সংস্থা বাংলায় বিনিয়োগের জন্য আগ্রহ প্রকাশ করবে ৷ ইতিমধ্যে সরকার শিল্পের অনুকূল একাধিক সিদ্ধান্ত গ্রহণ করেছে ৷ তাঁর মধ্যে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ নীতি ৷"

মমতার কথায়, রাজ্য সরকারের তরফ থেকে নতুন ব্রডব্যান্ড নীতি গ্রহণ করা হয়েছে ৷ কেবল ল্যান্ডিং পলিসিও গ্রহণ করেছে তাঁর সরকার ৷ এই মুহূর্তে তথ্যপ্রযুক্তির একটা বড় জায়গা জুড়ে আছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ৷ এ দিন মঞ্চ থেকে মমতা জানান, রাজ্য সরকারের তরফে এআই নিয়েও গাইডলাইন তৈরি করা হয়েছে ৷ একইস ঙ্গে ডেটা সেন্টার পলিসিও নিয়েছে সরকার ৷ সেই সঙ্গে সেমি কম্প্যাক্টর গ্লোবাল ফোনডেরি শিল্পে আমেরিকান বিনিয়োগের বিষয়টি উল্লেখ করেছেন তিনি ৷

Infosys Development Center
ইনফোসিসের ডেভেলপমেন্ট সেন্টারের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ (ইটিভি ভারত)

ইনফোসিসের অত্যাধুনিক ডেভেলপমেন্ট সেন্টারে চার হাজারের বেশি ছেলে-মেয়ের কর্মসংস্থান হবে বলে ঘোষণা করেছেন সংস্থার চিফ ফিনান্সিয়াল অফিসার জয়েশ সঙ্ঘরাজকা ৷ আপাতত এখান থেকেই ক্লাউড এবং এআই-এর মতো পরবর্তী প্রজন্মের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন তিনি ৷

মুখ্যমন্ত্রী বলেন, "ইতিমধ্যে রাজ্যে 22টি শিল্প পার্ক তৈরি করা হয়েছে ৷ যার সিংহভাগই ভর্তি হওয়ার পথে ৷ এই মুহূর্তে রাজ্যে 2200টি ছোট বড় আইটি কোম্পানি রয়েছে ৷ যার মধ্যে উইপ্রো ও টিসিএস-এর মতো প্রথমসারির আইটি কোম্পানিও রয়েছে ৷"

মমতার কথায়, "আগামিদিনে গোটা দেশের তথ্যপ্রযুক্তির ডেসটিনেশন হোক বাংলা ৷ রাজ্য সরকারের তরফ থেকে বাংলায় সিলিকন ভ্যালি তৈরি করা হচ্ছে ৷ সেখানে বিনিয়োগের বিষয়ে আগ্রহ বাড়ছে ৷ ইতিমধ্যেই সেখানে 28টি কোম্পানি কাজ শুরু করতে চলেছে ৷ 48টি কোম্পানি জমি নিয়েছে ৷ যার মধ্যে 11টি ডেটা সেন্টার তৈরি হবে ৷"

মঞ্চ থেকেই ইনফোসিসের কর্তাদের আগামী বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মমতা ৷ আগামী 5 ও 6 ফেব্রুয়ারি শিল্প সম্মেলন হতে চলেছে ৷ যেখানে 44-45 টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন তিনি ৷

তবে, তাৎপর্যপূর্ণ ভাবে মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী একটি সতর্কবার্তা দিলেন ৷ আর সেটা ছিল, দর্শক আসনে বসা বিধায়ক শওকত মোল্লার জন্য ৷ মুখ্যমন্ত্রীর নির্দেশ, ইনফোসিসকে সব ধরনের সাহায্য করতে হবে ৷ কোনোভাবেই কোনও অসুবিধা যেন তৈরি না-করা হয় ৷

কলকাতা, 18 ডিসেম্বর: বড়দিনের আগে রাজ্যে ইনফোসিসের নিজস্ব অফিস ৷ তাও কোনও ছোটখাটো নয় ৷ একেবারে 3 লক্ষ 20 হাজার স্কোয়ার ফিটের উপর ৷ বুধবার ইনফোসিসের সেই ডেভেলপমেন্ট সেন্টারের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দীর্ঘদিনের টানাপোড়েনের পর অবশেষে কলকাতায় স্থায়ী ঠিকানা পেল এই তথ্যপ্রযুক্তি সংস্থা ৷

বাম আমল থেকেই ইনফোসিসের নিজস্ব সেন্টার তৈরি করা নিয়ে টানাপোড়েন চলছিল ৷ বর্তমান সরকারের আমলের শুরুর দিকেও এসইজেড ইস্যুতে আটকে ছিল এই প্রকল্প ৷ তবে, সব বাধা কাটিয়ে এ দিন কলকাতায় উদ্বোধন হল 426 কোটি টাকায় তৈরি ইনফোসিসের স্থায়ী ডেভেলপমেন্ট সেন্টার ৷

Infosys Development Center
ইনফোসিস ডেভেলপমেন্ট সেন্টারের উদ্বোধনে বক্তব্য পেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে ৷ (ইটিভি ভারত)

এ দিন মুখ্যমন্ত্রী বলেন, "জিডিপি 90 লক্ষ কোটি টাকা হতে চলেছে এই বছরের শেষে ৷ এখানে কর্মসংস্কৃতি খুব ভালো ৷ আগে বাম আমলে কর্মদিবস নষ্ট হওয়াই ছিল প্রধান অন্তরায় ৷ কিন্তু, আমরা ক্ষমতায় আসার পর থেকে একদিনও বনধ হয়নি ৷

ইনফোসিসের প্রশংসায় মমতা বলেন, "কলকাতার জন্য নতুন গ্লোরি নিয়ে আসবে ইনফোসিস ৷ আগামিদিনে এই সংস্থাকে দেখে আরও অনেক আইটি সংস্থা বাংলায় বিনিয়োগের জন্য আগ্রহ প্রকাশ করবে ৷ ইতিমধ্যে সরকার শিল্পের অনুকূল একাধিক সিদ্ধান্ত গ্রহণ করেছে ৷ তাঁর মধ্যে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ নীতি ৷"

মমতার কথায়, রাজ্য সরকারের তরফ থেকে নতুন ব্রডব্যান্ড নীতি গ্রহণ করা হয়েছে ৷ কেবল ল্যান্ডিং পলিসিও গ্রহণ করেছে তাঁর সরকার ৷ এই মুহূর্তে তথ্যপ্রযুক্তির একটা বড় জায়গা জুড়ে আছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ৷ এ দিন মঞ্চ থেকে মমতা জানান, রাজ্য সরকারের তরফে এআই নিয়েও গাইডলাইন তৈরি করা হয়েছে ৷ একইস ঙ্গে ডেটা সেন্টার পলিসিও নিয়েছে সরকার ৷ সেই সঙ্গে সেমি কম্প্যাক্টর গ্লোবাল ফোনডেরি শিল্পে আমেরিকান বিনিয়োগের বিষয়টি উল্লেখ করেছেন তিনি ৷

Infosys Development Center
ইনফোসিসের ডেভেলপমেন্ট সেন্টারের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ (ইটিভি ভারত)

ইনফোসিসের অত্যাধুনিক ডেভেলপমেন্ট সেন্টারে চার হাজারের বেশি ছেলে-মেয়ের কর্মসংস্থান হবে বলে ঘোষণা করেছেন সংস্থার চিফ ফিনান্সিয়াল অফিসার জয়েশ সঙ্ঘরাজকা ৷ আপাতত এখান থেকেই ক্লাউড এবং এআই-এর মতো পরবর্তী প্রজন্মের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন তিনি ৷

মুখ্যমন্ত্রী বলেন, "ইতিমধ্যে রাজ্যে 22টি শিল্প পার্ক তৈরি করা হয়েছে ৷ যার সিংহভাগই ভর্তি হওয়ার পথে ৷ এই মুহূর্তে রাজ্যে 2200টি ছোট বড় আইটি কোম্পানি রয়েছে ৷ যার মধ্যে উইপ্রো ও টিসিএস-এর মতো প্রথমসারির আইটি কোম্পানিও রয়েছে ৷"

মমতার কথায়, "আগামিদিনে গোটা দেশের তথ্যপ্রযুক্তির ডেসটিনেশন হোক বাংলা ৷ রাজ্য সরকারের তরফ থেকে বাংলায় সিলিকন ভ্যালি তৈরি করা হচ্ছে ৷ সেখানে বিনিয়োগের বিষয়ে আগ্রহ বাড়ছে ৷ ইতিমধ্যেই সেখানে 28টি কোম্পানি কাজ শুরু করতে চলেছে ৷ 48টি কোম্পানি জমি নিয়েছে ৷ যার মধ্যে 11টি ডেটা সেন্টার তৈরি হবে ৷"

মঞ্চ থেকেই ইনফোসিসের কর্তাদের আগামী বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মমতা ৷ আগামী 5 ও 6 ফেব্রুয়ারি শিল্প সম্মেলন হতে চলেছে ৷ যেখানে 44-45 টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন তিনি ৷

তবে, তাৎপর্যপূর্ণ ভাবে মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী একটি সতর্কবার্তা দিলেন ৷ আর সেটা ছিল, দর্শক আসনে বসা বিধায়ক শওকত মোল্লার জন্য ৷ মুখ্যমন্ত্রীর নির্দেশ, ইনফোসিসকে সব ধরনের সাহায্য করতে হবে ৷ কোনোভাবেই কোনও অসুবিধা যেন তৈরি না-করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.