কলকাতা, 7 ফেব্রুয়ারি: মাধ্যমিক পরীক্ষা শুরুর দু'দিন আগে নতুন করে অ্যাডমিট কার্ডের জন্য আবেদন করেছে 136টি স্কুলের 181 জন পড়ুয়া। একাধিকবার সুযোগ দেওয়া হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করেনি এই সমস্ত স্কুল। এই বিষয়ে কড়া ভাষায় স্কুলগুলিকে আক্রমণ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও ৷ বিরক্তি প্রকাশ করেছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ও।
যদিও এই ইস্যুকে সামনে রেখে 136টি স্কুল দ্বারস্থ হয়েছিল কলকাতা হাইকোর্টে। হাইকোর্টের নির্দেশ পেয়ে 'লেট চার্জ' দিয়ে ফের 24 ঘণ্টার জন্য রেজিস্ট্রেশন করার সুযোগ দিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। সেখানে অংশগ্রহণ করেছে 136টি স্কুল। মোট আবেদন জমা পড়েছে 181 জনের। যে স্কুলগুলি রেজিস্ট্রেশন করেনি সেই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, "সম্পূর্ণটাই স্কুলের গাফিলতি ৷ বোর্ডের প্রসংশা হাইকোর্টে দেখেছি ৷ ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে হাইকোর্ট এই পোর্টাল খোলার নির্দেশ দিয়েছিল ৷ আমরা তা পালন করেছি ৷"
মাধ্যমিক 2025
- আগামী 10 ফেব্রুয়ারি, সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা।
- পরীক্ষা শেষ 22 ফেব্রুয়ারি, শনিবার।
- পরীক্ষা শুরু হবে সকাল পৌনে 11টা থেকে। কিন্তু প্রথমদিন পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় সকাল সাড়ে ন'টা ৷ এরপরের দিন থেকে পরীক্ষাকেন্দ্রে ঢোকার সময় সকাল 10টা। পরীক্ষা শেষ হবে বেলা একটায়।
- এই বছর রাজ্যে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 2683।
- মোট পরীক্ষার্থীর সংখ্যা 984753 পরীক্ষার্থী।
- ছাত্রের সংখ্যা 4 লক্ষ 28 হাজার 803 জন। ছাত্রীর সংখ্যা 5 লক্ষ 59 হাজার 50 জন। 181 জনের আবেদন বিবেচনা করার পর পরীক্ষার্থীর সংখ্যা বাড়বে ৷ পর্ষদ সভাপতি বলেন, "গত বছরের থেকে এই বছরে সংখ্যা প্রায় 62 হাজারের বেশি।"
নজর নিরাপত্তায়
এবার নিরাপত্তার দিকেও বিশেষ নজর দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। যাতে কোনওভাবেই প্রশ্ন ফাঁস না হয়, সেই জন্য বিশেষ নিরাপত্তা রাখছে তারা। গতবারের নিরাপত্তার বিষয়গুলো এবারেও থাকবে। অন্যদিকে প্রতিটা মেইন ভ্যেনুতে থাকছেন 1 জন করে অ্যাডিশনাল ভেন্যু সুপার ভাইজার ৷ কিন্তু মালদার ক্ষেত্রে আলাদা। এই বিষয়ে পর্ষদ সভাপতি বলেন, "মালদার মেইন ভেন্যুতে দু'জন করে অ্যাডিশনাল সুপারভাইজার থাকছেন। পরীক্ষা কেন্দ্রে কোনও ধরনের স্মার্ট গেজেট ব্যবহার করা যাবে না। এই ধরনের জিনিস পরীক্ষার্থীদের কাছ থেকে উদ্ধার হলে ওই বছরের পরীক্ষা বাতিল করা হবে তার।"