ETV Bharat / state

ফের এক মঞ্চে কাজল-কেষ্ট, তবু কথা হল না দুই নেতার - ANUBRATA MONDAL

একই মঞ্চে হাজির দু'জনে । পাশাপাশি বসলেন। কিন্তু একে অপরের সঙ্গে কথা বললেন না। সম্প্রতি একে অপরকে নিশানাও করেছিলেন শাসক শিবিরের এই দুই নেতা।

ANUBRATA MONDAL
কাজল-কেষ্ট এক মঞ্চে (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 7, 2025, 9:51 PM IST

Updated : Feb 7, 2025, 10:08 PM IST

সিউড়ি, 7 ফেব্রুয়ারি: সাম্প্রতিক দ্বৈরথের পর ফের এক মঞ্চে অনুব্রত মণ্ডল ও কাজল শেখ ৷ দু'জনে পাশাপাশি বসলেন । কিন্ত একে অপরের সঙ্গে কোনও কথা বললেন না ৷ সিউড়িতে সরকারি নার্সিং ট্রেনিং কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গেল তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ও জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে ৷ দু'দিন আগেই 'জেলা পরিষদ 1 নম্বরে নেই' বলেছিলেন অনুব্রত ৷ পালটা সাংবাদিক বৈঠক করে 'খেতে পারছে না তাই চক্রান্ত করছে' বলে মন্তব্য করেছিলেন কাজল শেখ ৷

গরুপাচার ও আর্থিক তছরুপের মামলায় গ্রেফতার হয়ে অনুব্রত তিহারে বন্দি ছিলেন। সেই সময় পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি হয়েছিলেন কাজল ৷ এই কাজল শেখ বরাবরই অনুব্রতর যুযুধান হিসেবে পরিচিত। অনুব্রতর অনুপস্থিতিতে রকেট গতিতে জেলার রাজনীতিতে উত্থান হয় কাজলের ৷ জেল থেকে ফেরার পরেও কাজলের সঙ্গে অনুব্রতর দূরত্ব একই থেকে যায় ৷ মাঝে কয়েকবার এক মঞ্চে দু'জনকে দেখা গিয়েছিল দু'জনকে ৷ দেখা গিয়েছিল কোর কমিটির বৈঠকেও ৷ এমনকী, জয়দেব মেলার উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে অনুব্রতকে প্রণাম করেছিলেন কাজল ৷

কাজল-কেষ্ট এক মঞ্চে (ইটিভি ভারত)

কিন্তু সেই মনোভাব বেশিদিন স্থায়ী হতে পারেনি বলে মত রাজনৈতিক মহলের। সম্প্রতি অনুব্রত মণ্ডল বলেছিলেন, "কেন জেলা পরিষদ পিছিয়ে গেল সেটা দেখতে হবে।" এরপরেই দূর্নীতি নিয়ে মুখ খোলেন কাজল । সাংবাদিক বৈঠক করে অনুব্রতকে নিশানা করেন তিনি ৷ কাজল শেখ বলেছিলেন, "আঙ্গুর ফল টক, খেতে পাচ্ছে না তাই চক্রান্ত করার চেষ্টা করছে।"

কাজল-কেষ্টর এই দ্বন্দ্বে উত্তাল জেলার তৃণমূল শিবির । এবার ফের দু'জনকে দেখা গেল একই মঞ্চে ৷ সিউড়িতে সরকারি নার্সিং ট্রেনিং কলেজ উদ্বোধন হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য গ্রামোন্নয়ন পর্ষদের সভাপতি অনুব্রত মণ্ডল, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, হাসনের বিধায়ক অশোক চট্টোপাধ্যায়-সহ অন্যরা ৷ এক সঙ্গে প্রদীপ প্রজ্বলন করলেও একে অপরকে সঙ্গে কথা বলেননি কাজল-কেষ্ট।

মঞ্চে বক্তব্য পেশ করতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেন, "ডাক্তাররা যেমন পরিষেবা দেন, তাদের মত একই ভাবে পরিষেবা দেন নার্সেরা ৷ প্রত্যেক নার্সকে সম্মান করি ৷ আমি দিদিকে (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়) বহু আগেই বলেছিলাম বীরভূমে কেন নার্সিং ট্রেনিং কলেজ হবে না ? তারপর এক এক করে বোলপুর, রামপুরহাটের পর সিউড়িতে সরকারি নার্সিং ট্রেনিং কলেজ হল। এটা খুশির বিষয়।"

সিউড়ি, 7 ফেব্রুয়ারি: সাম্প্রতিক দ্বৈরথের পর ফের এক মঞ্চে অনুব্রত মণ্ডল ও কাজল শেখ ৷ দু'জনে পাশাপাশি বসলেন । কিন্ত একে অপরের সঙ্গে কোনও কথা বললেন না ৷ সিউড়িতে সরকারি নার্সিং ট্রেনিং কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গেল তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ও জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে ৷ দু'দিন আগেই 'জেলা পরিষদ 1 নম্বরে নেই' বলেছিলেন অনুব্রত ৷ পালটা সাংবাদিক বৈঠক করে 'খেতে পারছে না তাই চক্রান্ত করছে' বলে মন্তব্য করেছিলেন কাজল শেখ ৷

গরুপাচার ও আর্থিক তছরুপের মামলায় গ্রেফতার হয়ে অনুব্রত তিহারে বন্দি ছিলেন। সেই সময় পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি হয়েছিলেন কাজল ৷ এই কাজল শেখ বরাবরই অনুব্রতর যুযুধান হিসেবে পরিচিত। অনুব্রতর অনুপস্থিতিতে রকেট গতিতে জেলার রাজনীতিতে উত্থান হয় কাজলের ৷ জেল থেকে ফেরার পরেও কাজলের সঙ্গে অনুব্রতর দূরত্ব একই থেকে যায় ৷ মাঝে কয়েকবার এক মঞ্চে দু'জনকে দেখা গিয়েছিল দু'জনকে ৷ দেখা গিয়েছিল কোর কমিটির বৈঠকেও ৷ এমনকী, জয়দেব মেলার উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে অনুব্রতকে প্রণাম করেছিলেন কাজল ৷

কাজল-কেষ্ট এক মঞ্চে (ইটিভি ভারত)

কিন্তু সেই মনোভাব বেশিদিন স্থায়ী হতে পারেনি বলে মত রাজনৈতিক মহলের। সম্প্রতি অনুব্রত মণ্ডল বলেছিলেন, "কেন জেলা পরিষদ পিছিয়ে গেল সেটা দেখতে হবে।" এরপরেই দূর্নীতি নিয়ে মুখ খোলেন কাজল । সাংবাদিক বৈঠক করে অনুব্রতকে নিশানা করেন তিনি ৷ কাজল শেখ বলেছিলেন, "আঙ্গুর ফল টক, খেতে পাচ্ছে না তাই চক্রান্ত করার চেষ্টা করছে।"

কাজল-কেষ্টর এই দ্বন্দ্বে উত্তাল জেলার তৃণমূল শিবির । এবার ফের দু'জনকে দেখা গেল একই মঞ্চে ৷ সিউড়িতে সরকারি নার্সিং ট্রেনিং কলেজ উদ্বোধন হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য গ্রামোন্নয়ন পর্ষদের সভাপতি অনুব্রত মণ্ডল, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, হাসনের বিধায়ক অশোক চট্টোপাধ্যায়-সহ অন্যরা ৷ এক সঙ্গে প্রদীপ প্রজ্বলন করলেও একে অপরকে সঙ্গে কথা বলেননি কাজল-কেষ্ট।

মঞ্চে বক্তব্য পেশ করতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেন, "ডাক্তাররা যেমন পরিষেবা দেন, তাদের মত একই ভাবে পরিষেবা দেন নার্সেরা ৷ প্রত্যেক নার্সকে সম্মান করি ৷ আমি দিদিকে (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়) বহু আগেই বলেছিলাম বীরভূমে কেন নার্সিং ট্রেনিং কলেজ হবে না ? তারপর এক এক করে বোলপুর, রামপুরহাটের পর সিউড়িতে সরকারি নার্সিং ট্রেনিং কলেজ হল। এটা খুশির বিষয়।"

Last Updated : Feb 7, 2025, 10:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.