ETV Bharat / sports

রিহ্যাব সম্পূর্ণ করে সুস্থ, তবু কেন স্কোয়াডে রাখা হল না বুমরাকে ? - ICC CHAMPIONS TROPHY 2025

জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব সম্পূর্ণ করেছেন স্পিডস্টার জসপ্রীত বুমরা ৷ তারপরেও চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে গুজরাত পেসার নেই কেন ? জেনে নিন ৷

JASPRIT BUMRAH
জসপ্রীত বুমরা (ANI)
author img

By ETV Bharat Sports Team

Published : Feb 12, 2025, 3:38 PM IST

হায়দরাবাদ, 12 ফেব্রুয়ারি: আশঙ্কাই সত্যি হল শেষমেশ ৷ পিঠের চোট চ্য়াম্পিয়ন্স ট্রফি খেলার স্বপ্নে কাঁটা হয়ে দাঁড়াল জসপ্রীত বুমরার ৷ পরিবর্তে ইংল্য়ান্ডের বিরুদ্ধে চলতি ওয়ান-ডে সিরিজে আত্মপ্রকাশ করা হর্ষিত রানাকে উড়িয়ে নিয়ে যাওয়া হবে সংযুক্ত আরব আমিরশাহীতে ৷

আরও একটি পরিবর্তন আনা হয়েছে ভারতের চ্য়াম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত স্কোয়াডে ৷ প্রাথমিক স্কোয়াডে থাকা ব্যাটার যশস্বী জয়সওয়ালের পরিবর্তে ভারতীয় দলের সঙ্গে মরুদেশের বিমান ধরবেন মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী ৷ কিন্তু সব ছাপিয়ে চর্চায় বুমরার ছিটকে যাওয়া ৷ অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর সিরিজের শেষ টেস্ট চলাকালীন মাঠের বাইরে চলে যাওয়া স্পিডস্টারের পিঠের চোট এখন কোন অবস্থায় ? জানতে উৎসুক অনুরাগীরা ৷ গুজরাত পেসার কি কোনওভাবেই খেলার অবস্থায় ছিলেন না?

এ ব্য়াপারে বোর্ডের এক আধিকারিক সংবাদসংস্থা পিটিআই'কে বলেছেন, "জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে স্ট্রেংথ এবং কন্ডিশনিং ট্রেনার রজনীকান্ত এবং ফিজিয়ো তুলসীর অধীনে রিহ্যাব সম্পন্ন হয়েছে জসপ্রীত বুমরার ৷ তবে পাঁচ সপ্তাহ বুমরাকে চাপ না-নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ৷" আধিকারিক আরও বলেছেন, "এনসিএ প্রধান নীতিন প্যাটেলের রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে বুমরার রিহ্য়াব প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এবং স্ক্যানের রিপোর্ট অনুযায়ী সে একদম সুস্থ ৷ কিন্তু টুর্নামেন্টের শুরু থেকে বোলিংয়ের ক্ষেত্রে তিনি ফিট কি না, সে ব্যাপারে রিপোর্টে কিছু জানানো হয়নি ৷ তাই নির্বাচকরা ঝুঁকি নিতে চাননি ৷"

সংবাদসংস্থাকে বোর্ড আধিকারিক জানিয়েছেন, এনসিএ প্রধানের তরফে বলটা অজিত আগরকরের কোর্টে ঠেলে দেওয়া হয়েছিল ৷ কিন্তু নির্বাচক কমিটির চেয়ারম্য়ান আগ বাড়িয়ে আনফিট ক্রিকেটারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করার সাহস দেখাননি ৷ মেডিক্যাল টিম সবুজ সংকেত না-দিলে নির্বাচকদের তরফে ঝুঁকি নেওয়াটা প্রত্যাশিত নয় বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিক ৷ আমেদাবাদে অজিত আগরকর, রোহিত শর্মা এবং গৌতম গম্ভীরের মধ্যে এই বিষয়ে লম্বা বৈঠক হয় ৷ সেখানে আনফিট বুমরা এবং অনভিজ্ঞ রানার মধ্যে একজনকে বেছে নিতে হত তাঁদের ৷ তাঁরা দ্বিতীয়জনের সঙ্গেই শেষমেশ যান বলে জানিয়েছেন বোর্ডের আধিকারিক ৷

অবশ্য এক্ষেত্রে অতীত থেকে শিক্ষা নিয়েছে ভারতীয় দল ৷ 2022 টি-20 বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে এমনই আধাফিট বুমরাকে দলে নিয়ে ভুগেছিল চেতন শর্মা নেতৃত্বাধীন নির্বাচকদের কমিটি ৷ কিন্তু অজিত আগরকর এবং দলবল এবার সেই একই পথে হাঁটলেন না ৷

  • একনজরে ভারতের পরিবর্তিত স্কোয়াড: রোহিত (অধিনায়ক), গিল (সহঅধিনায়ক), শ্রেয়স, কোহলি, রাহুল, পন্ত (উইকেটরক্ষক), হার্দিক, জাদেজা, শামি, ওয়াশিংটন, হর্ষিত, আর্শদীপ, অক্ষর, কুলদীপ এবং বরুণ ৷

আরও পড়ুন:

হায়দরাবাদ, 12 ফেব্রুয়ারি: আশঙ্কাই সত্যি হল শেষমেশ ৷ পিঠের চোট চ্য়াম্পিয়ন্স ট্রফি খেলার স্বপ্নে কাঁটা হয়ে দাঁড়াল জসপ্রীত বুমরার ৷ পরিবর্তে ইংল্য়ান্ডের বিরুদ্ধে চলতি ওয়ান-ডে সিরিজে আত্মপ্রকাশ করা হর্ষিত রানাকে উড়িয়ে নিয়ে যাওয়া হবে সংযুক্ত আরব আমিরশাহীতে ৷

আরও একটি পরিবর্তন আনা হয়েছে ভারতের চ্য়াম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত স্কোয়াডে ৷ প্রাথমিক স্কোয়াডে থাকা ব্যাটার যশস্বী জয়সওয়ালের পরিবর্তে ভারতীয় দলের সঙ্গে মরুদেশের বিমান ধরবেন মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী ৷ কিন্তু সব ছাপিয়ে চর্চায় বুমরার ছিটকে যাওয়া ৷ অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর সিরিজের শেষ টেস্ট চলাকালীন মাঠের বাইরে চলে যাওয়া স্পিডস্টারের পিঠের চোট এখন কোন অবস্থায় ? জানতে উৎসুক অনুরাগীরা ৷ গুজরাত পেসার কি কোনওভাবেই খেলার অবস্থায় ছিলেন না?

এ ব্য়াপারে বোর্ডের এক আধিকারিক সংবাদসংস্থা পিটিআই'কে বলেছেন, "জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে স্ট্রেংথ এবং কন্ডিশনিং ট্রেনার রজনীকান্ত এবং ফিজিয়ো তুলসীর অধীনে রিহ্যাব সম্পন্ন হয়েছে জসপ্রীত বুমরার ৷ তবে পাঁচ সপ্তাহ বুমরাকে চাপ না-নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ৷" আধিকারিক আরও বলেছেন, "এনসিএ প্রধান নীতিন প্যাটেলের রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে বুমরার রিহ্য়াব প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এবং স্ক্যানের রিপোর্ট অনুযায়ী সে একদম সুস্থ ৷ কিন্তু টুর্নামেন্টের শুরু থেকে বোলিংয়ের ক্ষেত্রে তিনি ফিট কি না, সে ব্যাপারে রিপোর্টে কিছু জানানো হয়নি ৷ তাই নির্বাচকরা ঝুঁকি নিতে চাননি ৷"

সংবাদসংস্থাকে বোর্ড আধিকারিক জানিয়েছেন, এনসিএ প্রধানের তরফে বলটা অজিত আগরকরের কোর্টে ঠেলে দেওয়া হয়েছিল ৷ কিন্তু নির্বাচক কমিটির চেয়ারম্য়ান আগ বাড়িয়ে আনফিট ক্রিকেটারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করার সাহস দেখাননি ৷ মেডিক্যাল টিম সবুজ সংকেত না-দিলে নির্বাচকদের তরফে ঝুঁকি নেওয়াটা প্রত্যাশিত নয় বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিক ৷ আমেদাবাদে অজিত আগরকর, রোহিত শর্মা এবং গৌতম গম্ভীরের মধ্যে এই বিষয়ে লম্বা বৈঠক হয় ৷ সেখানে আনফিট বুমরা এবং অনভিজ্ঞ রানার মধ্যে একজনকে বেছে নিতে হত তাঁদের ৷ তাঁরা দ্বিতীয়জনের সঙ্গেই শেষমেশ যান বলে জানিয়েছেন বোর্ডের আধিকারিক ৷

অবশ্য এক্ষেত্রে অতীত থেকে শিক্ষা নিয়েছে ভারতীয় দল ৷ 2022 টি-20 বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে এমনই আধাফিট বুমরাকে দলে নিয়ে ভুগেছিল চেতন শর্মা নেতৃত্বাধীন নির্বাচকদের কমিটি ৷ কিন্তু অজিত আগরকর এবং দলবল এবার সেই একই পথে হাঁটলেন না ৷

  • একনজরে ভারতের পরিবর্তিত স্কোয়াড: রোহিত (অধিনায়ক), গিল (সহঅধিনায়ক), শ্রেয়স, কোহলি, রাহুল, পন্ত (উইকেটরক্ষক), হার্দিক, জাদেজা, শামি, ওয়াশিংটন, হর্ষিত, আর্শদীপ, অক্ষর, কুলদীপ এবং বরুণ ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.