ETV Bharat / state

প্রসূতির পরিবারের কাছে টাকা নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় ফাঁসিদেওয়া ব্লক গ্রামীণ হাসপাতালের সাফাই কর্মীরা - PHANSIDEWA RURAL HOSPITAL

স্বাস্থ্য দফতরে লিখিত অভিযোগ জানিয়েছে প্রসূতির পরিবার ৷ পদক্ষেপের আশ্বাস দিয়েছে স্বাস্থ্য় দফতর ৷

Phansidewa Rural Hospital
ফাঁসিদেওয়া ব্লক গ্রামীণ হাসপাতাল (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 12, 2025, 5:46 PM IST

শিলিগুড়ি, 12 ফেব্রুয়ারি: যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিতে সাধারণ মানুষের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা করে দিচ্ছেন । সেখানেই এক অন্য ছবি ধরা পড়ল শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকে । অভিযোগ, ওই ব্লকের গ্রামীণ হাসপাতলে নবজাতক সন্তানের মা-বাবার কাছে মোটা অঙ্কের টাকা চাওয়া হয়েছে ৷ টাকা চেয়েছেন হাসপাতালে সাফাই কর্মীরা ৷ এই নিয়ে ওই দম্পতি লিখিতভাবে স্বাস্থ্য দফতরে অভিযোগ জানিয়েছে ।

এই অভিযোগ উঠতেই শোরগোল পরে গিয়েছে চিকিৎসামহলে । প্রশ্ন উঠতে শুরু করেছে স্বাস্থ্য দফতরের ভূমিকা নিয়ে । তবে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা ।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত শনিবার ফাঁসিদেওয়া ব্লকের হেটমুড়ি অঞ্চলের মুনি চা-বাগান এলাকার বাসিন্দা অনামিকা কুজুর প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন হাসপাতালে । এরপরে সেখানে সন্তান প্রসব করেন তিনি । অভিযোগ, সন্তান প্রসবের পর তাঁর কাছ থেকে 2200 টাকা দাবি করেন সাফাই কর্মীরা ৷ সামার্থ্য না থাকা সত্ত্বেও দাবি মতো টাকা দিতে বাধ্য হয় ওই দম্পতি ।

ওই দম্পতির আরও অভিযোগ, বুধবার সেই নবজাতক ও প্রসূতিকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার সময় আবার একজন সাফাই কর্মী তাদের কাছে মোটা টাকা দাবি করে । রোগীর পরিবারের তরফ থেকে 200 টাকা দেওয়া হলে তাঁরা সেটি নিতে চাননি ৷ তাঁরা আরও টাকার দাবি করে । এরপরেই চলে তর্ক-বিতর্ক । সেই সময় হাসপাতালে ছিলেন না ব্লক স্বাস্থ্য আধিকারিক ৷ তাই দায়িত্বে থাকা নার্সের কাছে লিখিতভাবে অভিযোগ জানান ওই দম্পতি ৷

অনামিকা কুজুর বলেন, "প্রথমে 2200 টাকা চেয়েছিল । সেই টাকা দেওয়ার পরে আজ আবার টাকা চাওয়া হয় । আমরা চা-বাগানের শ্রমিক । কোথা থেকে এতো টাকা পাব৷ সেজন্য অভিযোগ জানাতে বাধ্য হলাম ।"

এই বিষয়ে ব্লক গ্রামীণ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান শুভজিৎ ঝা বলেন, "টাকা নেওয়ার বিষয়টি আমার জানা নেই । যদি হাসপাতালে এ ধরনের কোনও কর্মী সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়ে থাকে, তবে হাসপাতালের আধিকারিককে সঙ্গে নিয়ে রোগী কল্যাণ সমিতির বৈঠকে এই বিষয়ে আলোচনা করা হবে । হাসপাতলে যারা অসাধু কাজকর্ম চলাচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে ।"

শিলিগুড়ি, 12 ফেব্রুয়ারি: যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিতে সাধারণ মানুষের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা করে দিচ্ছেন । সেখানেই এক অন্য ছবি ধরা পড়ল শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকে । অভিযোগ, ওই ব্লকের গ্রামীণ হাসপাতলে নবজাতক সন্তানের মা-বাবার কাছে মোটা অঙ্কের টাকা চাওয়া হয়েছে ৷ টাকা চেয়েছেন হাসপাতালে সাফাই কর্মীরা ৷ এই নিয়ে ওই দম্পতি লিখিতভাবে স্বাস্থ্য দফতরে অভিযোগ জানিয়েছে ।

এই অভিযোগ উঠতেই শোরগোল পরে গিয়েছে চিকিৎসামহলে । প্রশ্ন উঠতে শুরু করেছে স্বাস্থ্য দফতরের ভূমিকা নিয়ে । তবে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা ।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত শনিবার ফাঁসিদেওয়া ব্লকের হেটমুড়ি অঞ্চলের মুনি চা-বাগান এলাকার বাসিন্দা অনামিকা কুজুর প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন হাসপাতালে । এরপরে সেখানে সন্তান প্রসব করেন তিনি । অভিযোগ, সন্তান প্রসবের পর তাঁর কাছ থেকে 2200 টাকা দাবি করেন সাফাই কর্মীরা ৷ সামার্থ্য না থাকা সত্ত্বেও দাবি মতো টাকা দিতে বাধ্য হয় ওই দম্পতি ।

ওই দম্পতির আরও অভিযোগ, বুধবার সেই নবজাতক ও প্রসূতিকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার সময় আবার একজন সাফাই কর্মী তাদের কাছে মোটা টাকা দাবি করে । রোগীর পরিবারের তরফ থেকে 200 টাকা দেওয়া হলে তাঁরা সেটি নিতে চাননি ৷ তাঁরা আরও টাকার দাবি করে । এরপরেই চলে তর্ক-বিতর্ক । সেই সময় হাসপাতালে ছিলেন না ব্লক স্বাস্থ্য আধিকারিক ৷ তাই দায়িত্বে থাকা নার্সের কাছে লিখিতভাবে অভিযোগ জানান ওই দম্পতি ৷

অনামিকা কুজুর বলেন, "প্রথমে 2200 টাকা চেয়েছিল । সেই টাকা দেওয়ার পরে আজ আবার টাকা চাওয়া হয় । আমরা চা-বাগানের শ্রমিক । কোথা থেকে এতো টাকা পাব৷ সেজন্য অভিযোগ জানাতে বাধ্য হলাম ।"

এই বিষয়ে ব্লক গ্রামীণ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান শুভজিৎ ঝা বলেন, "টাকা নেওয়ার বিষয়টি আমার জানা নেই । যদি হাসপাতালে এ ধরনের কোনও কর্মী সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়ে থাকে, তবে হাসপাতালের আধিকারিককে সঙ্গে নিয়ে রোগী কল্যাণ সমিতির বৈঠকে এই বিষয়ে আলোচনা করা হবে । হাসপাতলে যারা অসাধু কাজকর্ম চলাচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.