বাঁশবেড়িয়া, 12 ফ্রেব্রুরারি: কালার থেরাপিতে বিশ্বাস করেন হুগলির সাংসদ ও অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় ৷ নিজেই জানালেন সেই কথা ৷ তাই তো বুধবার বারবেলায় সবুজ শাড়িতে হুগলির বাঁশবেড়িয়ার ত্রিবেণী কুম্ভতে দেখা গেল তাঁকে ৷ তাঁর কথায়, বুধবার বলেই এই রঙের বেশে তিনি ৷ উল্লেখ্য, এর আগে সরস্বতী পুজোর দিন মহাকুম্ভে রচনা গেরুয়া সালোয়ারে ডুব দিয়েছিলেন উত্তরপ্রদেশের প্রয়াগরাজের সঙ্গমে ৷
যদিও এদিন হুগলির ত্রিবেণী কুম্ভতে স্নান করলেন না রচনা বন্দ্যোপাধ্যায় ৷ তবে তাঁর পোশাক অবশ্যই নজর কেড়েছে । এদিন সপ্তর্ষি ঘাটে গঙ্গার জল ছিটিয়ে পুণ্য অর্জন করেন 'দিদি নাম্বার ওয়ান' । তাঁর সঙ্গে ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত-সহ অন্যান্য জনপ্রতিনিধিরা । প্রয়াগরাজের মতো এখানেও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ।
প্রয়াগরাজে রচনার পরনে গেরুয়া পোশাক ছিল, আর ত্রিবেণীতে সবুজ কেন ? এই প্রশ্নের জবাবে সাংসদ বলেন, "আজকে বুধবার ৷ এদিন আমি সবুজ পরি । প্রত্যেকটা দিন অনুযায়ী বিভিন্ন রঙের জামা কাপড় পরি আমি । আমি কালার থেরাপি করি ৷ তাই আজকে সবুজ কাপড় পরেছি ।"
![Rachna Banerjee](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12-02-2025/wb-hgl-ocherdressinprayagrajgreendressintribenikumbhmelacolortherapydonebyrachana-7203418_12022025134903_1202f_1739348343_921.jpg)
এদিন ফের যোগী সরকারের প্রশংসা শোনা গেল রচনার মুখে ৷ তৃণমূল সাংসদের কথায়, "সরস্বতী পুজোর দিন ভিড় হবে বলে আমাকে প্রয়াগরাজে যেতে বারণ করা হয়েছিল । আমি বলেছিলাম, সরস্বতী পুজোর দিনেই স্নান করব । ওখানে খুব ভালো ব্যবস্থাপনা ছিল । অনেকটা দূরে গাড়ি রেখে পায়ে হেঁটে যেতে হয়েছিল । এর আগে যে দুর্ঘটনা হয়েছিল, তখন হয়তো এই ব্যবস্থাপনা ছিল না । তবে আমি যেদিন গিয়েছিলাম সেদিন খুব ভালো ব্যবস্থাপনা দেখেছি । এরকমটা নয় যে ভিআইপি গেলে তাঁর জন্য আলাদা ব্যবস্থা করে দেবে । কারণ সেই ব্যবস্থা আমি দেখিনি । ওখানে দুর্ঘটনা হওয়ার পর ওখানকার সরকার হয়তো আরও বেশি তৎপর হয়েছে ।"
![Rachna Banerjee](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12-02-2025/wb-hgl-ocherdressinprayagrajgreendressintribenikumbhmelacolortherapydonebyrachana-7203418_12022025134903_1202f_1739348343_690.jpg)
তাঁর সংযোজন, "হুগলির ত্রিবেণী কুম্ভমেলার ব্যবস্থাও ভালো । সব দফতর মিলে একসঙ্গে কাজ করেছে । তবে স্নানের ঘাটগুলোর একটু সংস্কার করা প্রয়োজন । আমি আমার সাধ্যমতো তা করার চেষ্টা করব । গঙ্গার ঘাটগুলির সংস্কারের ব্যবস্থা করব । এটা আমার লড়াই । মহাকুম্ভে স্নান করেছি তাই এখানে আর করলাম না । গঙ্গাজল মাথায় নিলাম । আজ মাঘী পূর্ণিমা আমার সংসদ এলাকায় যদি না যাই, তাহলে কী করে হয় । সেই কারণে আজ এখানে এসেছি ।"
![Rachna Banerjee](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12-02-2025/wb-hgl-ocherdressinprayagrajgreendressintribenikumbhmelacolortherapydonebyrachana-7203418_12022025134903_1202f_1739348343_937.jpg)