ETV Bharat / entertainment

বাংলায় আরও বেশি স্পোর্টস ফিল্ম চাই, দাবি দীপেন্দু বিশ্বাসের - DIPENDU BISWAS

ভারতের আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসবে এসে তিনি দাবি জানান, অনেক তাবড় তাবড় খেলোয়াড় রয়েছেন, যাঁদের নিয়ে ফিল্ম হওয়া দরকার বাংলায় ৷

footballer Dipendu Biswas
বাঙালি স্ট্রাইকার দীপেন্দু বিশ্বাস (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Feb 12, 2025, 5:40 PM IST

কলকাতা, 12 ফেব্রুয়ারি: বাংলায় আরও বেশি স্পোর্টস ফিল্ম হওয়া দরকার ৷ ভারতের আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসবের অনুষ্ঠান থেকে এমনই দাবি জানালেন খ্যাতনামা ফুটবলার দীপেন্দু বিশ্বাস ৷

কলকাতায় মঙ্গলবার থেকে শুরু হয়েছে ভারতের আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব । ক্রীড়া বিষয়ক ছবি দেখানো হবে এই ফিল্ম ফেস্টিভ্যালে । এই ফেস্টিভ্যালের উদ্বোধন হয় ফুটবলার দীপেন্দু বিশ্বাসের হাতে । ঘণ্টা বাজিয়ে অভিনব কায়দায় চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন তিনি । সেখানে ইটিভি ভারতের মুখোমুখি হয়ে এই ফুটবলার বলেন, "অনেক তাবড় তাবড় ক্রিকেটার আছেন বাংলা তথা ভারতে । তাঁদের নিয়ে বাংলায় সিনেমা হওয়া দরকার । তাঁদের খেলা নিয়ে মানুষ জানেন । কিন্তু তাঁদের লড়াইয়ের গল্প জানেন না অনেকেই ।"

ইটিভি ভারতের মুখোমুখি দীপেন্দু বিশ্বাস (ইটিভি ভারত)

তাঁর কথায়, "সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শচীন তেন্ডুলকর, এঁদের নিয়ে বাংলা সিনেমা হতেই পারে । একইভাবে বাংলার ফুটবলারদের নাম বলে শেষ করতে পারব না । চূণী (গোস্বামী) স্যার, পি.কে (বন্দ্যোপাধ্যায়) স্যার, সুব্রত (ভট্টাচার্য) স্যারের মতো আরও কত কে রয়েছেন । সত্যজিৎ আছেন । এঁদেরকে নিয়ে বাংলা সিনেমা হলে মানুষ দেখবেন । বাঙালির সেন্টিমেন্ট জড়িয়ে রয়েছে এই নামগুলোর সঙ্গে ।"

footballer Dipendu Biswas
ফুটবলার দীপেন্দু বিশ্বাস (নিজস্ব ছবি)

কে এই দীপেন্দু বিশ্বাস ?

ময়দানের অন্যতম সফল বাঙালি স্ট্রাইকার তিনি ৷ খেলার জগতে 'টাটা ফুটবল অ্যাকাডেমি' থেকে উঠে এসেছেন দীপেন্দু । সেই সময় গোল করেছেন ইস্টবেঙ্গল, মোহনবাগানের বিপক্ষে । এরপর 1996 সালে তাঁর অভিষেক ঘটে মোহনবাগানে । আর তার ঠিক একবছর পর অর্থাৎ 1997 সালে তিনি ইস্টবেঙ্গলের হয়ে খেলেন । এরপর ফের মোহনবাগানে ফিরে আসেন তিনি ৷ তারপর আবার ইস্টবেঙ্গলে ফেরেন । কেরিয়ারের শেষের দিকে দীপেন্দু ছিলেন মহামেডানে । বাংলা এবং ভারতীয় দলেও খেলেছেন এই তারকা ফুটবলার ।

এবার দীপেন্দু বিশ্বাসের জীবনে অনুপ্রাণিত হয়ে ফিল্ম আসছে বড় পর্দায় । ছবির নাম 'দীপু' । পরিচালক শ্রী প্রীতম বানাচ্ছেন সেই ছবি । এই ছবিতে অভিনয়ও করতে দেখা যাবে মাঠ কাঁপানো ফুটবলার স্বয়ং দীপেন্দু বিশ্বাসকে । তাঁর জীবনের দ্বারা অনুপ্রাণিত হয়েই এই ছবি । যেখানে তাঁর খেলোয়াড় জীবন থেকে ব্যক্তিগত জীবনের আভাস পাওয়া যাবে । যার সঙ্গে অনেকেই আবার নিজের জীবনটিকেও মেলাতে পারবেন ।

footballer Dipendu Biswas
আরও বেশি খেলা নিয়ে ছবি করার দাবি দীপেন্দু বিশ্বাসের (নিজস্ব ছবি)

দীপেন্দুর কাছে ইটিভি ভারতের তরফে জানতে চাওয়া হয়, পরের বছর 'ইন্টারন্যাশনাল স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল'-এ 'দীপু' দেখার সম্ভাবনা আছে কি না । আশাবাদী দীপেন্দু বিশ্বাস বলেন, "সব দিক ঠিক থাকলে দেখা যাবে আমাদের ছবি 'দীপু' । শুটিং চলছে । 20 ফেব্রুয়ারি থেকে পুরুলিয়াতে শুটিং করব আমরা । দ্রুত কাজ এগোবে । তাই আশা রাখি 'দীপু' এই ফেস্টিভ্যালে আগামী বছর জায়গা করে নেবে ।"

footballer Dipendu Biswas
অভিনয় করছেন দীপেন্দু বিশ্বাস (নিজস্ব ছবি)

উল্লেখ্য, বাংলায় স্পোর্টস ফিল্ম 'ধন্যি মেয়ে', 'মোহনবাগানের মেয়ে', 'কোনি' দর্শক মনে ঝড় তোলে । আজও সেই সব ছবির কথা মানুষের মুখে মুখে ফেরে । সাম্প্রতিককালে 'কুসুমিতার গপ্পো' বলেও একটি সিনেমা তৈরি হয় । খুব সম্প্রতি তৈরি হয়েছে 'দাবাড়ু' । দীপেন্দুর কথায়, এই জাতীয় ছবি বাংলায় আরও হওয়া দরকার ।

কলকাতা, 12 ফেব্রুয়ারি: বাংলায় আরও বেশি স্পোর্টস ফিল্ম হওয়া দরকার ৷ ভারতের আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসবের অনুষ্ঠান থেকে এমনই দাবি জানালেন খ্যাতনামা ফুটবলার দীপেন্দু বিশ্বাস ৷

কলকাতায় মঙ্গলবার থেকে শুরু হয়েছে ভারতের আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব । ক্রীড়া বিষয়ক ছবি দেখানো হবে এই ফিল্ম ফেস্টিভ্যালে । এই ফেস্টিভ্যালের উদ্বোধন হয় ফুটবলার দীপেন্দু বিশ্বাসের হাতে । ঘণ্টা বাজিয়ে অভিনব কায়দায় চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন তিনি । সেখানে ইটিভি ভারতের মুখোমুখি হয়ে এই ফুটবলার বলেন, "অনেক তাবড় তাবড় ক্রিকেটার আছেন বাংলা তথা ভারতে । তাঁদের নিয়ে বাংলায় সিনেমা হওয়া দরকার । তাঁদের খেলা নিয়ে মানুষ জানেন । কিন্তু তাঁদের লড়াইয়ের গল্প জানেন না অনেকেই ।"

ইটিভি ভারতের মুখোমুখি দীপেন্দু বিশ্বাস (ইটিভি ভারত)

তাঁর কথায়, "সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শচীন তেন্ডুলকর, এঁদের নিয়ে বাংলা সিনেমা হতেই পারে । একইভাবে বাংলার ফুটবলারদের নাম বলে শেষ করতে পারব না । চূণী (গোস্বামী) স্যার, পি.কে (বন্দ্যোপাধ্যায়) স্যার, সুব্রত (ভট্টাচার্য) স্যারের মতো আরও কত কে রয়েছেন । সত্যজিৎ আছেন । এঁদেরকে নিয়ে বাংলা সিনেমা হলে মানুষ দেখবেন । বাঙালির সেন্টিমেন্ট জড়িয়ে রয়েছে এই নামগুলোর সঙ্গে ।"

footballer Dipendu Biswas
ফুটবলার দীপেন্দু বিশ্বাস (নিজস্ব ছবি)

কে এই দীপেন্দু বিশ্বাস ?

ময়দানের অন্যতম সফল বাঙালি স্ট্রাইকার তিনি ৷ খেলার জগতে 'টাটা ফুটবল অ্যাকাডেমি' থেকে উঠে এসেছেন দীপেন্দু । সেই সময় গোল করেছেন ইস্টবেঙ্গল, মোহনবাগানের বিপক্ষে । এরপর 1996 সালে তাঁর অভিষেক ঘটে মোহনবাগানে । আর তার ঠিক একবছর পর অর্থাৎ 1997 সালে তিনি ইস্টবেঙ্গলের হয়ে খেলেন । এরপর ফের মোহনবাগানে ফিরে আসেন তিনি ৷ তারপর আবার ইস্টবেঙ্গলে ফেরেন । কেরিয়ারের শেষের দিকে দীপেন্দু ছিলেন মহামেডানে । বাংলা এবং ভারতীয় দলেও খেলেছেন এই তারকা ফুটবলার ।

এবার দীপেন্দু বিশ্বাসের জীবনে অনুপ্রাণিত হয়ে ফিল্ম আসছে বড় পর্দায় । ছবির নাম 'দীপু' । পরিচালক শ্রী প্রীতম বানাচ্ছেন সেই ছবি । এই ছবিতে অভিনয়ও করতে দেখা যাবে মাঠ কাঁপানো ফুটবলার স্বয়ং দীপেন্দু বিশ্বাসকে । তাঁর জীবনের দ্বারা অনুপ্রাণিত হয়েই এই ছবি । যেখানে তাঁর খেলোয়াড় জীবন থেকে ব্যক্তিগত জীবনের আভাস পাওয়া যাবে । যার সঙ্গে অনেকেই আবার নিজের জীবনটিকেও মেলাতে পারবেন ।

footballer Dipendu Biswas
আরও বেশি খেলা নিয়ে ছবি করার দাবি দীপেন্দু বিশ্বাসের (নিজস্ব ছবি)

দীপেন্দুর কাছে ইটিভি ভারতের তরফে জানতে চাওয়া হয়, পরের বছর 'ইন্টারন্যাশনাল স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল'-এ 'দীপু' দেখার সম্ভাবনা আছে কি না । আশাবাদী দীপেন্দু বিশ্বাস বলেন, "সব দিক ঠিক থাকলে দেখা যাবে আমাদের ছবি 'দীপু' । শুটিং চলছে । 20 ফেব্রুয়ারি থেকে পুরুলিয়াতে শুটিং করব আমরা । দ্রুত কাজ এগোবে । তাই আশা রাখি 'দীপু' এই ফেস্টিভ্যালে আগামী বছর জায়গা করে নেবে ।"

footballer Dipendu Biswas
অভিনয় করছেন দীপেন্দু বিশ্বাস (নিজস্ব ছবি)

উল্লেখ্য, বাংলায় স্পোর্টস ফিল্ম 'ধন্যি মেয়ে', 'মোহনবাগানের মেয়ে', 'কোনি' দর্শক মনে ঝড় তোলে । আজও সেই সব ছবির কথা মানুষের মুখে মুখে ফেরে । সাম্প্রতিককালে 'কুসুমিতার গপ্পো' বলেও একটি সিনেমা তৈরি হয় । খুব সম্প্রতি তৈরি হয়েছে 'দাবাড়ু' । দীপেন্দুর কথায়, এই জাতীয় ছবি বাংলায় আরও হওয়া দরকার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.