কলকাতা, 12 ফেব্রুয়ারি: বাংলায় আরও বেশি স্পোর্টস ফিল্ম হওয়া দরকার ৷ ভারতের আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসবের অনুষ্ঠান থেকে এমনই দাবি জানালেন খ্যাতনামা ফুটবলার দীপেন্দু বিশ্বাস ৷
কলকাতায় মঙ্গলবার থেকে শুরু হয়েছে ভারতের আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব । ক্রীড়া বিষয়ক ছবি দেখানো হবে এই ফিল্ম ফেস্টিভ্যালে । এই ফেস্টিভ্যালের উদ্বোধন হয় ফুটবলার দীপেন্দু বিশ্বাসের হাতে । ঘণ্টা বাজিয়ে অভিনব কায়দায় চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন তিনি । সেখানে ইটিভি ভারতের মুখোমুখি হয়ে এই ফুটবলার বলেন, "অনেক তাবড় তাবড় ক্রিকেটার আছেন বাংলা তথা ভারতে । তাঁদের নিয়ে বাংলায় সিনেমা হওয়া দরকার । তাঁদের খেলা নিয়ে মানুষ জানেন । কিন্তু তাঁদের লড়াইয়ের গল্প জানেন না অনেকেই ।"
তাঁর কথায়, "সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শচীন তেন্ডুলকর, এঁদের নিয়ে বাংলা সিনেমা হতেই পারে । একইভাবে বাংলার ফুটবলারদের নাম বলে শেষ করতে পারব না । চূণী (গোস্বামী) স্যার, পি.কে (বন্দ্যোপাধ্যায়) স্যার, সুব্রত (ভট্টাচার্য) স্যারের মতো আরও কত কে রয়েছেন । সত্যজিৎ আছেন । এঁদেরকে নিয়ে বাংলা সিনেমা হলে মানুষ দেখবেন । বাঙালির সেন্টিমেন্ট জড়িয়ে রয়েছে এই নামগুলোর সঙ্গে ।"
![footballer Dipendu Biswas](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12-02-2025/dipendubiswas_11022025170445_1102f_1739273685_1102.jpg)
কে এই দীপেন্দু বিশ্বাস ?
ময়দানের অন্যতম সফল বাঙালি স্ট্রাইকার তিনি ৷ খেলার জগতে 'টাটা ফুটবল অ্যাকাডেমি' থেকে উঠে এসেছেন দীপেন্দু । সেই সময় গোল করেছেন ইস্টবেঙ্গল, মোহনবাগানের বিপক্ষে । এরপর 1996 সালে তাঁর অভিষেক ঘটে মোহনবাগানে । আর তার ঠিক একবছর পর অর্থাৎ 1997 সালে তিনি ইস্টবেঙ্গলের হয়ে খেলেন । এরপর ফের মোহনবাগানে ফিরে আসেন তিনি ৷ তারপর আবার ইস্টবেঙ্গলে ফেরেন । কেরিয়ারের শেষের দিকে দীপেন্দু ছিলেন মহামেডানে । বাংলা এবং ভারতীয় দলেও খেলেছেন এই তারকা ফুটবলার ।
এবার দীপেন্দু বিশ্বাসের জীবনে অনুপ্রাণিত হয়ে ফিল্ম আসছে বড় পর্দায় । ছবির নাম 'দীপু' । পরিচালক শ্রী প্রীতম বানাচ্ছেন সেই ছবি । এই ছবিতে অভিনয়ও করতে দেখা যাবে মাঠ কাঁপানো ফুটবলার স্বয়ং দীপেন্দু বিশ্বাসকে । তাঁর জীবনের দ্বারা অনুপ্রাণিত হয়েই এই ছবি । যেখানে তাঁর খেলোয়াড় জীবন থেকে ব্যক্তিগত জীবনের আভাস পাওয়া যাবে । যার সঙ্গে অনেকেই আবার নিজের জীবনটিকেও মেলাতে পারবেন ।
![footballer Dipendu Biswas](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12-02-2025/dipendubiswas_11022025170445_1102f_1739273685_892.jpg)
দীপেন্দুর কাছে ইটিভি ভারতের তরফে জানতে চাওয়া হয়, পরের বছর 'ইন্টারন্যাশনাল স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল'-এ 'দীপু' দেখার সম্ভাবনা আছে কি না । আশাবাদী দীপেন্দু বিশ্বাস বলেন, "সব দিক ঠিক থাকলে দেখা যাবে আমাদের ছবি 'দীপু' । শুটিং চলছে । 20 ফেব্রুয়ারি থেকে পুরুলিয়াতে শুটিং করব আমরা । দ্রুত কাজ এগোবে । তাই আশা রাখি 'দীপু' এই ফেস্টিভ্যালে আগামী বছর জায়গা করে নেবে ।"
![footballer Dipendu Biswas](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12-02-2025/dipendubiswas_11022025170445_1102f_1739273685_63.jpg)
উল্লেখ্য, বাংলায় স্পোর্টস ফিল্ম 'ধন্যি মেয়ে', 'মোহনবাগানের মেয়ে', 'কোনি' দর্শক মনে ঝড় তোলে । আজও সেই সব ছবির কথা মানুষের মুখে মুখে ফেরে । সাম্প্রতিককালে 'কুসুমিতার গপ্পো' বলেও একটি সিনেমা তৈরি হয় । খুব সম্প্রতি তৈরি হয়েছে 'দাবাড়ু' । দীপেন্দুর কথায়, এই জাতীয় ছবি বাংলায় আরও হওয়া দরকার ।