ETV Bharat / state

ভর সন্ধ্যায় শুট আউট, ডানকুনিতে মৃত্যু যুবকের - DANKUNI SHOOT OUT

বাড়ি ফেরার পথে যুবককে লক্ষ্য করে গুলি ৷ ঘটনাস্থলেই মৃত্যু ৷ তদন্ত শুরু ডানকুনি থানার পুলিশের ৷ কী বলছেন মৃতের বাবা ?

Dankuni Firing Incident
ডানকুনিতে গুলিবিদ্ধ হয়ে যুবকের মৃত্যু (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 7, 2025, 9:30 PM IST

ডানকুনি, 7 ফেব্রুয়ারি: ডানকুনির দিল্লি রোডে যুবককে লক্ষ্য করে গুলি । নিহত বান্টি সাউ (28) নামে এক যুবক । তিনি একটি কারখানার জেসিবি চালক বলে জানা গিয়েছে । স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সন্ধ্য়া সাড়ে ছ'টা নাগাদ বান্টি শ্রীরামপুর থেকে বাইক নিয়ে দিল্লি রোড ধরে কলকাতার দিকে যাচ্ছিলেন ।

ডানকুনির 12 নম্বর ওয়ার্ডের গ্র্যান্ড সিটির কাছে আসতেই বান্টিকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা । তারপরই রাস্তায় লুটিয়ে পড়েন তিনি ৷ গুলির আওয়াজ শুনতে পেয়ে ছুটে আসে স্থানীয়রা । খবর দেওয়া হয় থানায় । পুলিশ এসে দেখে বান্টির বুকের বাঁদিকে গুলি লেগেছে । তাঁকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠায় ডানকুনি থানার পুলিশ । হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ।

তবে কেন এই ঘটনা ঘটল তা পরিষ্কারভাবে জানা যায়নি । খবর পেয়ে ঘটনাস্থলে যান চন্দননগর কমিশনারেটের কমিশনার অমিত পি জাভালগি ও অন্যান্য পুলিশ আধিকারিকরা । ঘটনাস্থল ঘিরে দেওয়া হয়েছে । স্থানীয় বাসিন্দারাও সেভাবে কিছু বলতে পারছেন না । ডানকুনি থানার পুলিশ বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে । সূত্রের খবর, বাইক নিয়ে যাওয়ার সময় বান্টিকে আটকানো হয় । সেখানেই কয়েকজন তাঁকে লক্ষ্য করে গুলি চালায় । এর মধ্যে কারা ছিল সেটারই তদন্ত করছে পুলিশ ।

শ্রীরামপুর ডিসিপি অর্ণব বিশ্বাস জানান, এক জেসিবি চালককে গুলি করে খুন করা হয়েছে । তবে কী কারণে খুন পরিষ্কার নয় । চালক বান্টি কী এমন ঘটনার সঙ্গে যুক্ত তাকে গুলি করা হল সেটাই তদন্ত করে দেখছে পুলিশ ।

এদিকে ছেলের অ্যাক্সিডেন্টের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বান্টির বাবা রাজকুমার সাউ ৷ তিনি জানান, বান্টি জেসিবি চালায় । ডানকুনি বন্দের বিলে তাদের বাড়ি । বাইক নিয়ে বাড়ি ফিরছিল বান্টি । তবে গুলি চলেছে কিনা তিনি জানেন না ৷ তাঁকে বলা হয়েছে বান্টির অ্যাকসিডেন্ট হয়েছে ৷ সেই শুনেই তিনি ঘটনাস্থলে ছুটে আসেন ৷

ডানকুনি, 7 ফেব্রুয়ারি: ডানকুনির দিল্লি রোডে যুবককে লক্ষ্য করে গুলি । নিহত বান্টি সাউ (28) নামে এক যুবক । তিনি একটি কারখানার জেসিবি চালক বলে জানা গিয়েছে । স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সন্ধ্য়া সাড়ে ছ'টা নাগাদ বান্টি শ্রীরামপুর থেকে বাইক নিয়ে দিল্লি রোড ধরে কলকাতার দিকে যাচ্ছিলেন ।

ডানকুনির 12 নম্বর ওয়ার্ডের গ্র্যান্ড সিটির কাছে আসতেই বান্টিকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা । তারপরই রাস্তায় লুটিয়ে পড়েন তিনি ৷ গুলির আওয়াজ শুনতে পেয়ে ছুটে আসে স্থানীয়রা । খবর দেওয়া হয় থানায় । পুলিশ এসে দেখে বান্টির বুকের বাঁদিকে গুলি লেগেছে । তাঁকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠায় ডানকুনি থানার পুলিশ । হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ।

তবে কেন এই ঘটনা ঘটল তা পরিষ্কারভাবে জানা যায়নি । খবর পেয়ে ঘটনাস্থলে যান চন্দননগর কমিশনারেটের কমিশনার অমিত পি জাভালগি ও অন্যান্য পুলিশ আধিকারিকরা । ঘটনাস্থল ঘিরে দেওয়া হয়েছে । স্থানীয় বাসিন্দারাও সেভাবে কিছু বলতে পারছেন না । ডানকুনি থানার পুলিশ বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে । সূত্রের খবর, বাইক নিয়ে যাওয়ার সময় বান্টিকে আটকানো হয় । সেখানেই কয়েকজন তাঁকে লক্ষ্য করে গুলি চালায় । এর মধ্যে কারা ছিল সেটারই তদন্ত করছে পুলিশ ।

শ্রীরামপুর ডিসিপি অর্ণব বিশ্বাস জানান, এক জেসিবি চালককে গুলি করে খুন করা হয়েছে । তবে কী কারণে খুন পরিষ্কার নয় । চালক বান্টি কী এমন ঘটনার সঙ্গে যুক্ত তাকে গুলি করা হল সেটাই তদন্ত করে দেখছে পুলিশ ।

এদিকে ছেলের অ্যাক্সিডেন্টের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বান্টির বাবা রাজকুমার সাউ ৷ তিনি জানান, বান্টি জেসিবি চালায় । ডানকুনি বন্দের বিলে তাদের বাড়ি । বাইক নিয়ে বাড়ি ফিরছিল বান্টি । তবে গুলি চলেছে কিনা তিনি জানেন না ৷ তাঁকে বলা হয়েছে বান্টির অ্যাকসিডেন্ট হয়েছে ৷ সেই শুনেই তিনি ঘটনাস্থলে ছুটে আসেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.