নয়াদিল্লি, 7 ফেব্রুয়ারি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হয়েছে আগেই ৷ এবার তাঁর সঙ্গে দেখা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আগামী 12 ফেব্রুয়ারি আমেরিকা সফরে যাবেন তিনি। শুক্রবার এই তথ্য জানিয়েছে বিদেশ মন্ত্রক ৷
এদিন বিদেশ সচিব বিক্রম মিস্রী একটি সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রীর আসন্ন দু'টি বিদেশ সফরের বিষয়ে জানান ৷ তিনি বলেন, "প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদি 12-13 ফেব্রুয়ারি আমেরিকা সফরে যাবেন ৷ ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর এটাই তাঁর প্রথম মার্কিন সফর ৷ প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ নেওয়ার পর প্রথম যে রাষ্ট্রনেতারা আমেরিকায় যাচ্ছেন, তাঁদের মধ্যে প্রধানমন্ত্রী মোদি অন্যতম ৷"
#WATCH | Delhi: On PM Modi's visit to the US, Foreign Secretary Vikram Misri says, " at the invitation of us president donald trump, pm modi will pay an official working visit to the us on 12th and 13th of february. this will be the first visit of prime minister modi to the united… pic.twitter.com/nlQzciMh0Z
— ANI (@ANI) February 7, 2025
প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণ প্রসঙ্গে বিদেশ সচিব আরও বলেন, "নয়া ট্রাম্প প্রশাসন শপথ নেওয়ার মাত্র তিন সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রীকে আমেরিকা সফরের আমন্ত্রণ জানিয়েছে ৷ এতেই স্পষ্ট যে, আমেরিকা-ভারতের অংশীদারি সম্পর্কের গুরুত্ব কতটা ৷ এতে দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতার সম্পর্কটিও প্রতিফলিত হয় ৷"
ফ্রান্স সফর
মার্কিন সফরের আগে আগামী সোমবার, 10 ফেব্রুয়ারি ফ্রান্সে যাবেন প্রধানমন্ত্রী ৷ সেখানে কৃত্রিম মেধার উপর 'এআই অ্যাকশন সামিট'-এ অংশ নেবেন ৷ এরপর সেখানে ভারত-ফ্রান্স সিইওস ফোরামের অনুষ্ঠানেও হাজির হবেন প্রধানমন্ত্রী ৷ 11 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী মোদি ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ সে দেশের দক্ষিণে অবস্থিত মার্সেই শহরে যাবেন ৷ সেখানে ভারতীয় কনস্যুলেটের উদ্বোধন করবেন ৷
এদিনই প্রধানমন্ত্রীর সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ৷ 12 ফেব্রুয়ারি দুই দেশের রাষ্ট্রনেতারা প্রথম বিশ্বযুদ্ধে শহিদ হওয়া ভারতীয় সেনাদের সমাধিক্ষেত্রে গিয়ে তাঁদের প্রতি শ্রদ্ধা জানাবেন ৷ এছাড়াও প্রধানমন্ত্রী মোদি ও প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ফ্রান্সে ইউরোপের সর্ববৃহৎ প্রযুক্তি গবেষণাকেন্দ্র কারাডাশ-এ যাবেন ৷ সেখানে ইন্টান্যাশনাল থার্মোনিউক্লিয়ার এক্সপেরিমেন্টাল রিঅ্যাক্টর (আইটিইআর) ঘুরে দেখবেন ৷ এই সফর শেষে মার্কিন মুলুকে পা রাখেবেন মোদি।