কলকাতা, 7 ফেব্রুয়ারি: সল ক্রেসপোকে রেখেই চেন্নাইয়িন ম্য়াচের পরিকল্পনায় অস্কার ব্রুজোঁ। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ লিগ টেবিলে তাঁদের ঠিক পরে থাকা দল। প্রথম পর্বে ওয়েন কয়েলের দলকে তাঁদের মাঠে হারিয়ে এসেছিল ইস্টবেঙ্গল। পিভি বিষ্ণু এবং জিকসন সিংয়ের গোলে জয় পেয়েছিল লাল-হলুদ। সুপার সিক্সের আশা বাঁচিয়ে রাখতে শনিবার সন্ধেয় ঘরের মাঠে চেন্নাইয়িনের বিরুদ্ধে ফিরতি ম্যাচ থেকে জয়ের খোঁজে অস্কার। কোনও রাখঢাক না রেখেই তিনি বলছেন, "সুপার সিক্সের স্বপ্নপূরণ কঠিন তবে অসম্ভব নয়।"
শুক্রবার বিমানবন্দর থেকে অনুশীলনে যোগ দিলেন রাফায়েল মেসি বাউলি। কোচ অস্কার ব্রুজোঁ তাঁর সঙ্গে কথা বললেও সংবাদমাধ্যমকে ছবি তুলতে দেননি। তাঁর হাতে এদিন 28 নম্বর জার্সি তুলে দেন কোচ ৷ বৃহস্পতিবার অনুশীলনে না-আসলেও শুক্রবার সাইডলাইনে ফিজিয়োর সঙ্গে রিহ্যাব সেরে অনুশীলন করলেন রিচার্ড সেলিস। তাঁর কুঁচকিতে একটি পুরনো ব্যথা রয়েছে। সেটিই আবার বেড়েছে। যদিও কোচ জানালেন, শনিবার ম্যাচ খেলতে বিশেষ অসুবিধা হবে না সেলিসের।
মূল দলের সঙ্গেই পুরোদমে অনুশীলন করছেন সল ক্রেসপো। তাঁকে পুরোপুরি ফিট মনে না-হলেও, মরণবাঁচন ম্যাচে সলকে রেখেই দল সাজাতে চাইছেন ব্রুজোঁ। এছাড়া প্রথম একাদশে আরও বেশ কয়েকটি পরিবর্তন আসতে পারে। রাইটব্যাকে রাকিপ অথবা লাকড়া সম্ভবত শুরু করবেন। বাকি রক্ষণভাগ একই থাকার কথা। এছাড়া মাঝমাঠে কার্ড সমস্যা মিটিয়ে ফিরছেন জিকসন সিং। তাঁকে পরবর্তীতে সঙ্গ দিতে পারেন ক্রেসপো।
এছাড়া সেলিস যদি একান্তই খেলতে না-পারেন, সেক্ষেত্রে বামপ্রান্তে নন্দকুমারের খেলার সম্ভাবনা রয়েছে। এই ম্যাচে ডেভিড প্রথম একাদশের বাইরে বসতে পারেন। সেক্ষেত্রে গোল করার প্রধান দায়িত্ব বর্তাবে গ্রিক স্ট্রাইকার দিমান্তাকোসের উপর। হিজাজি মাহেরের জায়গায় এক নতুন বিদেশি ডিফেন্ডারকে সই করানোর কথা কানাঘুষো শোনা যাচ্ছিল ৷ কিন্তু সেই সম্ভাবনায় জল ঢেলেছেন ইস্টবেঙ্গল কোচ ৷