ETV Bharat / state

প্রতিষ্ঠা দিবসেই মেডেল জিততে ঝাড়খণ্ড গেল লালবাজারের কে9 স্কোয়াডের ক্যাম্ফার-ভানু-সংঘর্ষ - KOLKATA POLICE DOG SQUAD

শুক্রবার কলকাতা পুলিশের ডগ স্কোয়াড বা ক্যানাইন (কে9) স্কোয়াড এর 55তম প্রতিষ্ঠা দিবস ছিল ৷ পিটিএস-এ এক অনুষ্ঠানে হাজির ছিলেন গোয়েন্দা প্রধান রূপেশ কুমার ৷

KOLKATA POLICE DOG SQUAD
লালবাজারের কে9 স্কোয়াডের ক্যাম্ফার-ভানু-সংঘর্ষ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 7, 2025, 8:43 PM IST

কলকাতা, 7 ফেব্রুয়ারি: যেকোনও অপরাধের তদন্তে কুকুরের গুরুত্ব অপরিসীম ৷ তাই প্রতিটি নিরাপত্তা বাহিনীতে ডগ স্কোয়াড আলাদা গুরুত্ব পায় ৷ কলকাতা পুলিশও এর ব্যতিক্রম নয় ৷ লালবাজারের ডগ স্কোয়াডেও রয়েছে একাধিক দুঁদে ‘গোয়েন্দা’ ৷ যারা প্রখর ঘ্রাণশক্তি দিয়ে কখনও খুনের তদন্তের কিনারা করে, তো আবার কখনও বিস্ফোরক-মাদক উদ্ধার করে ৷ এই স্কোয়াডের তিন সদস্য এবার সুযোগ পেয়েছে পুলিশ কুকুরদের নিয়ে আয়োজিত জাতীয়স্তরের প্রতিযোগিতায় ৷

‘অল ইন্ডিয়া ডগ স্কোয়াড কম্পিটিশন’ নামের ওই প্রতিযোগিতা এবার হচ্ছে ঝাড়খণ্ডে ৷ শুক্রবার রাতেই প্রতিযোগিতায় যোগ দিতে ‘ক্যাম্ফার’, ‘ভানু’ ও ‘সংঘর্ষ’ রওনা দিচ্ছেন ঝাড়খণ্ডের উদ্দেশে ৷ তাৎপর্যপূর্ণভাবে এমন একটি দিনে তারা রওনা দিচ্ছে, যেদিনটি আবার কলকাতা পুলিশের ডগ স্কোয়াডের প্রতিষ্ঠা দিবস ৷ ফলে এদিন প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে লালবাজারের এই তিন বিশেষজ্ঞ-সারমেয়ই বিশেষ গুরুত্ব পেয়েছে ৷

Kolkata Police Dog Squad
ক্যাম্ফার (নিজস্ব চিত্র)

কলকাতা পুলিশের ডগ স্কোয়াডের পোশাকি নাম ক্যানাইন স্কোয়াড, সংক্ষেপে কে9 স্কোয়াড ৷ 1971 সালে স্কটল্যান্ড ইয়ার্ড থেকে পাঠানো একটি প্রশিক্ষিত কুকুরকে দিয়ে এই বাহিনীর পথচলা শুরু ৷ তার পর পেরিয়ে গিয়েছে 54 বছর ৷ শুক্রবার ওই বাহিনীর 55তম প্রতিষ্ঠা দিবস ছিল ৷ কলকাতা পুলিশ ট্রেনিং স্কুল বা পিটিএস-এ প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান হয় ৷ সেখানে লালবাজারের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার উপস্থিত ছিলেন ৷

কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার ইটিভি ভারতকে বলেন, "কলকাতা পুলিশের ডগ স্কোয়াড অত্যন্ত সুপ্রাচীন একটি বাহিনী । মূলত, কলকাতা শহরের বুকে ঘটে যাওয়া একাধিক অপরাধের কিনারা করার জন্য আমরা এই কুকুরগুলির সাহায্য নিয়ে থাকি । বেশিরভাগ সময়ে তাদের সাহায্য নিয়ে আমরা সফল হই । আজ কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলে গিয়েছিলাম । সেখানে ডগ শো ও বিভিন্ন অনুষ্ঠান হল । খুব ভালো লাগলো ৷"

Kolkata Police Dog Squad
সংঘর্ষ (নিজস্ব চিত্র)

‘ক্যাম্ফার’, ‘ভানু’ ও ‘সংঘর্ষ’ অবশ্য সেখানে উপস্থিত থাকতে পারেনি ৷ তবে কলকাতা পুলিশের হয়ে তারা যে প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে, সেকথা বারবার অনুষ্ঠানে উল্লেখিত হয় ৷ কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ‘ক্যাম্ফার’ ও ‘সংঘর্ষ’ ল্যাব্রাডর প্রজাতির ৷ ‘ভানু’ গোল্ডেন রিট্রিভার ৷

খুনের তদন্তের কিনারা করতে পটু ‘ক্যাম্ফার’ ৷ ‘ভানু’ এবার বিস্ফোরক-বিশেষজ্ঞ ৷ আর মাদক উদ্ধার সংক্রান্ত যেকোনও ঘটনায় প্রথমেই ডাক পড়ে ‘সংঘর্ষ’-এর ৷ ‘ক্যাম্ফার’-কে দেখভাল করেন মোহন মণ্ডল ৷ ‘ভানু’র দেখাশোনার দায়িত্বে রয়েছেন শৈলেন সাঁই ৷ ‘সংঘর্ষ’-এর দায়িত্বে রয়েছেন এস মণ্ডল ৷ এঁরা তিনজনেই সারমেয় বাহিনীর তিন সদস্যকে নিয়ে রওনা দিচ্ছেন ঝাড়খণ্ডের উদ্দেশে ৷

Kolkata Police Dog Squad
ভানু (নিজস্ব চিত্র)

এদিকে ‘ক্যাম্ফার’, ‘ভানু’ ও ‘সংঘর্ষ’ প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও বাহিনীর অন্য সদস্যদের নিয়ে কেক কাটা হয় ৷ সেই কেক বাহিনীর সদস্য প্রতিটি সারমেয়কে খাওয়ানো হয় ৷ এছাড়া কীভাবে কে9 স্কোয়াডের সদস্যরা অপরাধ দমনে সাহায্য করেন, তাও তুলে ধরা হয় ৷ কলকাতা পুলিশের এই বাহিনীতে জার্মান শেফার্ড থেকে ডোবারম্যান, রটউইলার, ককার স্প্যানিয়েল বিগল-সহ একাধিক প্রজাতির সারমেয় রয়েছে ৷

কলকাতা, 7 ফেব্রুয়ারি: যেকোনও অপরাধের তদন্তে কুকুরের গুরুত্ব অপরিসীম ৷ তাই প্রতিটি নিরাপত্তা বাহিনীতে ডগ স্কোয়াড আলাদা গুরুত্ব পায় ৷ কলকাতা পুলিশও এর ব্যতিক্রম নয় ৷ লালবাজারের ডগ স্কোয়াডেও রয়েছে একাধিক দুঁদে ‘গোয়েন্দা’ ৷ যারা প্রখর ঘ্রাণশক্তি দিয়ে কখনও খুনের তদন্তের কিনারা করে, তো আবার কখনও বিস্ফোরক-মাদক উদ্ধার করে ৷ এই স্কোয়াডের তিন সদস্য এবার সুযোগ পেয়েছে পুলিশ কুকুরদের নিয়ে আয়োজিত জাতীয়স্তরের প্রতিযোগিতায় ৷

‘অল ইন্ডিয়া ডগ স্কোয়াড কম্পিটিশন’ নামের ওই প্রতিযোগিতা এবার হচ্ছে ঝাড়খণ্ডে ৷ শুক্রবার রাতেই প্রতিযোগিতায় যোগ দিতে ‘ক্যাম্ফার’, ‘ভানু’ ও ‘সংঘর্ষ’ রওনা দিচ্ছেন ঝাড়খণ্ডের উদ্দেশে ৷ তাৎপর্যপূর্ণভাবে এমন একটি দিনে তারা রওনা দিচ্ছে, যেদিনটি আবার কলকাতা পুলিশের ডগ স্কোয়াডের প্রতিষ্ঠা দিবস ৷ ফলে এদিন প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে লালবাজারের এই তিন বিশেষজ্ঞ-সারমেয়ই বিশেষ গুরুত্ব পেয়েছে ৷

Kolkata Police Dog Squad
ক্যাম্ফার (নিজস্ব চিত্র)

কলকাতা পুলিশের ডগ স্কোয়াডের পোশাকি নাম ক্যানাইন স্কোয়াড, সংক্ষেপে কে9 স্কোয়াড ৷ 1971 সালে স্কটল্যান্ড ইয়ার্ড থেকে পাঠানো একটি প্রশিক্ষিত কুকুরকে দিয়ে এই বাহিনীর পথচলা শুরু ৷ তার পর পেরিয়ে গিয়েছে 54 বছর ৷ শুক্রবার ওই বাহিনীর 55তম প্রতিষ্ঠা দিবস ছিল ৷ কলকাতা পুলিশ ট্রেনিং স্কুল বা পিটিএস-এ প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান হয় ৷ সেখানে লালবাজারের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার উপস্থিত ছিলেন ৷

কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার ইটিভি ভারতকে বলেন, "কলকাতা পুলিশের ডগ স্কোয়াড অত্যন্ত সুপ্রাচীন একটি বাহিনী । মূলত, কলকাতা শহরের বুকে ঘটে যাওয়া একাধিক অপরাধের কিনারা করার জন্য আমরা এই কুকুরগুলির সাহায্য নিয়ে থাকি । বেশিরভাগ সময়ে তাদের সাহায্য নিয়ে আমরা সফল হই । আজ কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলে গিয়েছিলাম । সেখানে ডগ শো ও বিভিন্ন অনুষ্ঠান হল । খুব ভালো লাগলো ৷"

Kolkata Police Dog Squad
সংঘর্ষ (নিজস্ব চিত্র)

‘ক্যাম্ফার’, ‘ভানু’ ও ‘সংঘর্ষ’ অবশ্য সেখানে উপস্থিত থাকতে পারেনি ৷ তবে কলকাতা পুলিশের হয়ে তারা যে প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে, সেকথা বারবার অনুষ্ঠানে উল্লেখিত হয় ৷ কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ‘ক্যাম্ফার’ ও ‘সংঘর্ষ’ ল্যাব্রাডর প্রজাতির ৷ ‘ভানু’ গোল্ডেন রিট্রিভার ৷

খুনের তদন্তের কিনারা করতে পটু ‘ক্যাম্ফার’ ৷ ‘ভানু’ এবার বিস্ফোরক-বিশেষজ্ঞ ৷ আর মাদক উদ্ধার সংক্রান্ত যেকোনও ঘটনায় প্রথমেই ডাক পড়ে ‘সংঘর্ষ’-এর ৷ ‘ক্যাম্ফার’-কে দেখভাল করেন মোহন মণ্ডল ৷ ‘ভানু’র দেখাশোনার দায়িত্বে রয়েছেন শৈলেন সাঁই ৷ ‘সংঘর্ষ’-এর দায়িত্বে রয়েছেন এস মণ্ডল ৷ এঁরা তিনজনেই সারমেয় বাহিনীর তিন সদস্যকে নিয়ে রওনা দিচ্ছেন ঝাড়খণ্ডের উদ্দেশে ৷

Kolkata Police Dog Squad
ভানু (নিজস্ব চিত্র)

এদিকে ‘ক্যাম্ফার’, ‘ভানু’ ও ‘সংঘর্ষ’ প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও বাহিনীর অন্য সদস্যদের নিয়ে কেক কাটা হয় ৷ সেই কেক বাহিনীর সদস্য প্রতিটি সারমেয়কে খাওয়ানো হয় ৷ এছাড়া কীভাবে কে9 স্কোয়াডের সদস্যরা অপরাধ দমনে সাহায্য করেন, তাও তুলে ধরা হয় ৷ কলকাতা পুলিশের এই বাহিনীতে জার্মান শেফার্ড থেকে ডোবারম্যান, রটউইলার, ককার স্প্যানিয়েল বিগল-সহ একাধিক প্রজাতির সারমেয় রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.