কলকাতা, 20 ডিসেম্বর: সংবিধান প্রণেতা ড. বিআর আম্বেদকরকে নিয়ে অমিত শাহের মন্তব্যের জেরে যে বিতর্ক তৈরি হয়েছে, সেই ইস্যুতে এবার পথে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস ৷ শুক্রবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় এই ইস্যুতে তৃণমূল নেতা-কর্মীদের পথে নামার নির্দেশ দিয়েছেন ৷
তাঁর নির্দেশ অনুযায়ী, আগামী 23 ডিসেম্বর, সোমবার দুপুর 2টো-3টে পর্যন্ত আম্বেদকর ইস্যুতে রাজপথে নামবে বাংলার শাসক দল ৷ ওইদিন রাজ্যের প্রত্যেক ব্লকে, প্রত্যেক ওয়ার্ডে এই নিয়ে কর্মসূচি পালন করবে তৃণমূল ৷
এদিন সোশাল মিডিয়ায় করা পোস্টে দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে এই নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ওই পোস্টে তিনি লিখেছেন, ‘‘আমাদের সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরের অপমান মানছি না, মানব না ! এই জাতিবিদ্বেষী বিজেপিকে ধিক্কার !’’
এখানে থামেননি তিনি ৷ এর পর মমতা লিখেছেন, ‘‘বিজেপি পরিকল্পিতভাবে আমাদের সাংবিধানিক নীতিগুলিকে ধ্বংস করে চলেছে, আমাদের গণতন্ত্রকে সংজ্ঞায়িত করে এমন মূল্যবোধগুলি এবং একটি জাতি হিসাবে আমাদের নীতিগুলিকে ছিন্নভিন্ন করে চলেছে ৷’’ একই সঙ্গে তাঁর দাবি, অমিত শাহ যে মন্তব্য করেছে আম্বেদকর সম্বন্ধে তা থেকে সংবিধান রচয়িতার প্রতি বিজেপির অসহিষ্ণু মনোভাব সামনে চলে এসেছে ৷
আমাদের সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরের অপমান মানছি না, মানব না!
— Mamata Banerjee (@MamataOfficial) December 20, 2024
এই জাতিবিদ্বেষী বিজেপিকে ধিক্কার!
BJP has been systematically demolishing our constitutional ethos, tearing apart the values that define our democracy and the principles that bind us as a nation. Their…
ওই পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে আরও লেখা হয়েছে, ‘‘বাবাসাহেব ন্যায়, স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্বের মূল্যবোধের উপর নির্মিত একটি জাতির কল্পনা করেছিলেন, যেখানে সমস্ত শ্রেণী, বর্ণ, ধর্ম এবং সম্প্রদায় সম্প্রীতিতে বসবাস করতে পারে । এটা শুধু বাবাসাহেবের প্রতি অপমান নয়, ভারতীয় সংবিধানের পুরো খসড়া কমিটির ওপর আক্রমণ, আমাদের স্বাধীনতা সংগ্রামীদের উত্তরাধিকারের ওপর আক্রমণ এবং আমাদের দলিত ও আদিবাসী ভাইদের সঙ্গে বিশ্বাসঘাতকতা ।’’
তাই তিনি এর প্রতিবাদে তৃণমূলের তরফে ওই কর্মসূচি নেওয়া হবে বলে জানান ৷ পাশাপাশি সকলকে এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান ৷
উল্লেখ্য, সংসদে এখন চলছে শীতকালীন অধিবেশন ৷ সেখানে ভারতের সংবিধানের 75 বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা চলছে ৷ সেই আলোচনায় সম্প্রতি অংশ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ রাজ্যসভায় তিনি এই নিয়ে বক্তৃতা করেন ৷ সেখানেই তিনি বিরোধীদের কটাক্ষ করতে গিয়ে বলেন, "এখন একটা ফ্যাশন হয়েছে, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর... । এতবার ভগবানের নাম নিলে হয়তো সাত জন্ম পর্যন্ত স্বর্গ লাভ হয়ে যেত ৷"
তাঁর এই মন্তব্যের প্রতিবাদে সঙ্গে সঙ্গে সরব হয় বিরোধীরা ৷ তিনি যদিও এর পর কংগ্রেস কীভাবে বাবাসাহেবের অপমান করেছিল, সেই উদাহরণ তুলে ধরেন ৷ কিন্তু তাতেও বিতর্ক থামেনি ৷ বিরোধীরা সরব হয়েছে এই নিয়ে৷ তৃণমূলও সংসদের ভিতরে ও বাইরে এই নিয়ে প্রতিবাদ জানিয়েছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ও এই নিয়ে সরব হয়েছেন ৷ এবার তিনি পথে নেমে প্রতিবাদ করার কথাও জানিয়েদিলেন ৷