মুম্বই, 23 ডিসেম্বর: তারাদের দেশে খ্যাতনামা পরিচালক শ্যাম বেনেগাল ৷ বছর শেষের আগেই সকলকে কাঁদিয়ে চলে গেলেন 'অঙ্কুর', 'নিশান্ত’-এর মতো ছবির পরিচালক ৷ দীর্ঘদিন ধরেই কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন আধুনিক ভারতের অন্যতম সেরা এই ফিল্মমেকার। মুম্বইয়ের ওকহার্ট হাসপাতাল থেকে সোমবার তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে ৷ এদিন সন্ধ্য়া 6.38 মিনিটে তিনি ওই হাসপাতালেই মারা যান, এমনটাই সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন তাঁর মেয়ে পিয়া বেনেগাল ৷
তাঁর প্রয়াণে শোকাহত বাংলার সিনেপ্রেমী মানুষরাও। তাঁর আত্মার শান্তি কামনা করে পরিচালক প্রতীম ডি. গুপ্ত লিখেছেন, "অঙ্কুর, মান্ডি, মন্থন, মির্চ মশালা, নিশান্ত, ভূমিকা, জুনুন, কলিযুগ, ত্রিকাল... ভারতের অন্যতম সেরা চলচ্চিত্র নির্মাতার যাত্রা শুভ হোক। শ্যাম বাবু।" পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা শোকজ্ঞাপন করেছেন ৷ বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় থেকে শুরু করে লোকসভার বিরোেধী দলনেতা রাহুল গান্ধি খ্যাতনামা পরিচালককের মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন ৷
Saddened by the passing of Shyam Benegal ji, a visionary filmmaker who brought India’s stories to life with depth and sensitivity.
— Rahul Gandhi (@RahulGandhi) December 23, 2024
His legacy in cinema and commitment to social issues will inspire generations. Heartfelt condolences to his loved ones and admirers worldwide. pic.twitter.com/J6ARdNiVNV
রাহুল এক্স হ্যান্ডেলে লিখেছেন, "শ্যাম বেনেগালজির প্রয়াণে শোকাহত । তিনি এমন একজন চলচ্চিত্র নির্মাতা যিনি ভারতের মনের কথা গভীরতা এবং সংবেদনশীলতার সঙ্গে জীবন্ত করে তুলেছিলেন। সামাজিক বিষয়ের প্রতি তাঁর দায়বদ্ধতা প্রজন্মকে অনুপ্রাণিত করবে। বিশ্বব্যাপী তাঁর প্রিয়জন এবং ভক্তদের প্রতি আন্তরিক সমবেদনা।
Saddened by the demise of our iconic filmmaker Shyam Benegal. A pillar of Indian parallel cinema, he was loved and admired by all connoisseurs.
— Mamata Banerjee (@MamataOfficial) December 23, 2024
My condolences to his family, friends and followers.
মমতা লিখেছেন, "আমাদের আইকনিক চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগালের মৃত্যুতে আমি শোকাহত। তিনি ছিলেন ভারতীয় সমান্তরাল সিনেমার একটি স্তম্ভ। সমস্ত গুণগ্রাহীদের কাছে তিনি ছিলেন প্রিয়। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও অনুগামীদের প্রতি আমার সমবেদনা।
1934 সালে 14 ডিসেম্বর হায়দরাবাদে জন্ম হয় তাঁর ৷ কয়েকদিন আগে অর্থাৎ চলতি মাসেই 14 ডিসেম্বর 90তম জন্মদিন কাটিয়েছেন বর্ষীয়ান পরিচালক। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন জগত। সাতের এবং আটের দশকে 'অঙ্কুর', 'নিশান্ত' এবং 'মন্থন' এর মতো বেশকিছু অসাধারণ ছবি দর্শকদের উপহার দিয়েছিলেন ৷ সিনেমার জগতে ভারতের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড রয়েছে শ্যাম বেনেগাল। এছাড়াও একাধিকবার ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড অর্থাৎ জাতীয় পুরস্কার পেয়েছেন ৷
শারীরিক অসুস্থতায় ভুগলেও কাজের মধ্যেই ছিলেন শ্যাম বেনেগাল। প্রায়ই তাঁকে ডায়ালিসিস-এর জন্য হাসপাতালে যেতে হত ৷ কিন্তু ছবির কাজও চালিয়ে যেতেন এই বর্ষীয়ান পরিচালক ৷ 2023-এ মুক্তি পায় তাঁর শেষ ছবি 'মুজিব: দ্য মেকিং অফ এ নেশন'। 1976 সালে পদ্মশ্রী ও 1991 সালে পদ্মভূষণ পেয়েছিলেন শ্যাম বেনেগাল। চিত্র পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যকার ছিলেন তিনি। দক্ষ হাতে বানিয়েছেন একাধিক ডকুমেন্টরি।