আলাপ্পুঝা (কেরল), 3 ডিসেম্বর: ফেঞ্জলের প্রভাবে এখনও বৃষ্টি চলছে দক্ষিণের বেশ কিছু রাজ্যে ৷ তার মধ্যে সোমবার রাতে সিনেমা দেখতে বেরিয়েছিল 11 জন মেডিক্যাল পড়ুয়া ৷ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা দেওয়ায় পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন পাঁচজন ডাক্তারি পড়ুয়া ৷ সরকারি বাসের সঙ্গে তাঁদের গাড়ির সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ৷
সোমবার রাত 9টা 45 নাগাদ ঘটনাটি ঘটে কেরলের কালেরকোড জাতীয় সড়কে ৷ গাড়িতে 11 জন ডাক্তারি পড়ুয়া ছিল ৷ দুর্ঘটনায় মৃত্যু হয় পাঁচজনের ৷ বাকিদের চিকিৎসা চলছে ৷ এর মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক ৷ ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ৷
প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি জলজমা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে ধাক্কা খায় ৷ তার জেরেই এই দুর্ঘটনা ৷ আহতদের আলাপ্পুঝা জেলা হাসপাতাল ও বন্দনাম মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয় ৷ ময়নাতদন্তের পর মৃত ডাক্তারি পড়ুয়াদের দেহ আলাপ্পুঝা বন্দনাম মেডিক্যাল কলেজে রাখা হয়েছে ৷
মৃত ডাক্তারি পড়ুয়াদের নাম : লাক্ষাদ্বীপের মুহাম্মদ ইব্রাহিম (19), পালাক্কাডের শেখাপুরমের শ্রীদেব ভালসান (19), কান্নুর মাদাইয়ের মুহাম্মদ জব্বার (19), কোট্টক্কল মালাপ্পুরমের দেবানন্দন (19) এবং আলাপ্পুঝার আয়ুশ শাজি (19) ৷
গাড়ি কেটে উদ্ধার করা ডাক্তারি পড়ুয়াদের (ইটিভি ভারত) এই বিষয়ে কেএসআরটিসি বাস কন্ডাক্টর জানান, বাসের সঙ্গে সংঘর্ষে আগের মুহূর্তে গাড়িটির গতিবেগ অনেক বেশি ছিল ৷ এদিকে আলাপ্পুঝা আরটিও একে দিলু জানান, ভোরবেলা দৃশ্যমানতার সমস্যার জেরে এই দুর্ঘটনা ঘটে ৷ সাত সিটের গাড়িটিতে 11জন ছিল ৷ সেটি চালাচ্ছিল একজন ছাত্র ৷ তাঁর সঙ্গে কথা বলার পর বিষয়টি জানা যায় ৷ গাড়িটি ছিল তাভেরা 2010-এর মডেল ৷ ওই ছাত্রই জানায়, গাড়ির সামনে কিছু আসতে দেখে সাইড হতে চেয়েছিল ৷ কিন্তু কোনওক্রমে বাসের সঙ্গে ধাক্কা লেগে যায় ৷
পুলিশ জানিয়েছে, ভারী বৃষ্টির জেরে চালক বুঝতে না পারায় এই ঘটনা ৷ দুর্ঘটনাগ্রস্ত তাভেরা গাড়িটি আলাপ্পুঝার বাসিন্দা শামিল খানের ৷ মৃতদের সহপাঠীরা জানায়, সোমবার রাতে গাড়ি ভাড়া করে হস্টেলের আবাসিক ডাক্তারি পড়ুয়ারা সিনেমা দেখার জন্য আলাপ্পুঝা শহরে যাচ্ছিল ৷ যাওয়ার পথেই এই দুর্ঘটনা ৷
গাড়ি কেটে উদ্ধার অভিযান:গাড়িটি কেএসআরটিসি বাসটিকে ধাক্কা দেয় ৷ ধাক্কায় গাড়িটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় । গাড়ি কেটে ডাক্তারি পড়ুয়াদের বের করা হয় । ধাক্কা লেগে বাসের সামনের জানালার কাচ ভেঙে বাসের যাত্রীরা বাইরে পড়ে যান । ঘটনায় বাসে থাকা 12 জন যাত্রী আহত হন । যদিও তাদের আঘাত গুরুতর নয় বলে জানা গিয়েছে ৷