ETV Bharat / bharat

রাজ্যে গোমাংস নিষিদ্ধ করল অসম সরকার

রেস্তোরাঁ ও হোটেলে আর পরিবেশন করা যাবে না ৷ রাজ্যজুড়ে গোমাংস বিক্রি ও খাওয়া নিষিদ্ধ করল অসম সরকার ৷

Assam CM Himanta Biswa Sarma Says Beef Banned in Assam
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 8 hours ago

গুয়াহাটি, 4 ডিসেম্বর: রাজ্যে গোমাংস নিষিদ্ধ করল অসম সরকার ৷ বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ৷

মুখ্যমন্ত্রী জানান, অসমের কোনও রেস্তোরাঁ বা হোটেল আজ থেকে গোমাংস পরিবেশন করতে পারবে না ৷ মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী জনসমক্ষে বা সামাজিক অনুষ্ঠানেও গোমাংস খাওয়া যাবে না ৷ মুখ্যমন্ত্রী বলেন, "আমরা অসম গবাদি পশু সংরক্ষণ আইন 2021-এর উপর বিশদ আলোচনা করেছি । এটি শক্তিশালী আইন ৷ কিন্তু সেই আইনে জনসাধারণের ভক্ষণের বিষয়টি উল্লেখ করা হয়নি। আজকের মন্ত্রিসভায় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, অসমের কোনও হোটেল বা রেস্তোরাঁয় গোমাংস দেওয়া যাবে না । সাংস্কৃতিক বা ধর্মীয় সভার মতো সামাজিক সভাগুলিতেও গোমাংস খাওয়া নিষিদ্ধ ৷"

তিনি আরও বলেন,"আমরা এই আইনে নতুন বিধানগুলি যুক্ত করছি ৷ আমরা বিশ্বাস করি, এটি গবাদি পশু সংরক্ষণের ইচ্ছেকেও শক্তিশালী করবে ৷ অসম গবাদি পশু সংরক্ষণ আইন 2021 অনুসারে, হিন্দু-জৈন-শিখদের উপাসনালয়ের পাঁচ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে গবাদি পশু কাটা ও গোমাংস বিক্রি করে নিষিদ্ধ করে ৷"

সম্প্রতি, কংগ্রেস নেতা ও ধুবড়ির সাংসদ রকিবুল হুসেন অভিযোগ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সামাগুড়ির অধীনস্ত এলাকার সংখ্যালঘু ভোটারদের আকৃষ্ট করতে গোমাংস পার্টির আয়োজন করেছেন ৷

কংগ্রেস নেতার বক্তব্য প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "ভূপেন বোরা এবং রাকিবুল হুসেন-সহ কংগ্রেস নেতারা অসমে গোমাংস খাওয়া নিয়ে খুব উদ্বিগ্ন ছিলেন । আমি আশা করি তাঁরা আগের আইনে এই নতুন নিষেধাজ্ঞাগুলি অন্তর্ভূক্ত করতে আমাদের সহযোগিতা করবেন ৷"

গুয়াহাটি, 4 ডিসেম্বর: রাজ্যে গোমাংস নিষিদ্ধ করল অসম সরকার ৷ বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ৷

মুখ্যমন্ত্রী জানান, অসমের কোনও রেস্তোরাঁ বা হোটেল আজ থেকে গোমাংস পরিবেশন করতে পারবে না ৷ মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী জনসমক্ষে বা সামাজিক অনুষ্ঠানেও গোমাংস খাওয়া যাবে না ৷ মুখ্যমন্ত্রী বলেন, "আমরা অসম গবাদি পশু সংরক্ষণ আইন 2021-এর উপর বিশদ আলোচনা করেছি । এটি শক্তিশালী আইন ৷ কিন্তু সেই আইনে জনসাধারণের ভক্ষণের বিষয়টি উল্লেখ করা হয়নি। আজকের মন্ত্রিসভায় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, অসমের কোনও হোটেল বা রেস্তোরাঁয় গোমাংস দেওয়া যাবে না । সাংস্কৃতিক বা ধর্মীয় সভার মতো সামাজিক সভাগুলিতেও গোমাংস খাওয়া নিষিদ্ধ ৷"

তিনি আরও বলেন,"আমরা এই আইনে নতুন বিধানগুলি যুক্ত করছি ৷ আমরা বিশ্বাস করি, এটি গবাদি পশু সংরক্ষণের ইচ্ছেকেও শক্তিশালী করবে ৷ অসম গবাদি পশু সংরক্ষণ আইন 2021 অনুসারে, হিন্দু-জৈন-শিখদের উপাসনালয়ের পাঁচ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে গবাদি পশু কাটা ও গোমাংস বিক্রি করে নিষিদ্ধ করে ৷"

সম্প্রতি, কংগ্রেস নেতা ও ধুবড়ির সাংসদ রকিবুল হুসেন অভিযোগ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সামাগুড়ির অধীনস্ত এলাকার সংখ্যালঘু ভোটারদের আকৃষ্ট করতে গোমাংস পার্টির আয়োজন করেছেন ৷

কংগ্রেস নেতার বক্তব্য প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "ভূপেন বোরা এবং রাকিবুল হুসেন-সহ কংগ্রেস নেতারা অসমে গোমাংস খাওয়া নিয়ে খুব উদ্বিগ্ন ছিলেন । আমি আশা করি তাঁরা আগের আইনে এই নতুন নিষেধাজ্ঞাগুলি অন্তর্ভূক্ত করতে আমাদের সহযোগিতা করবেন ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.