মুম্বই, 4 ডিসেম্বর: দীর্ঘ টানাপোড়েন শেষে মহারাষ্ট্রে সরকার গড়ার দাবি জানালেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ ৷ আগামিকাল, 5 ডিসেম্বর তিনি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন ৷ উপ-মুখ্যমন্ত্রী থাকছেন এনসিপি নেতা অজিত পাওয়ার ৷ তিনিও শপথ নেবেন ৷
বুধবার রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণানের কাছে মহাযুতি সরকার গড়ার দাবি জানালেন ভাবী মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, ভাবী উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এবং ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ৷ রাজ্যপালের সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে ফড়নবিশ সাংবাদিকদের বলেন, "মুখ্যমন্ত্রীর পদ একটা প্রযুক্তিগত বন্দোবস্ত মাত্র ৷ আমরা তিনজন একসঙ্গে কাজ করব ৷ আমি এবং আমার দুই উপ-মুখ্যমন্ত্রী শপথ নেব ৷ আর কতজন মন্ত্রী শপথ নেবেন, সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি ৷"
রবিবার, 1 ডিসেম্বর রাতে এক শীর্ষ বিজেপি নেতা জানান, মহারাষ্ট্রে গেরুয়া শিবির ফড়নবিশকেই মুখ্যমন্ত্রী হিসাবে চূড়ান্ত করেছে ৷ যদিও মহাযুতি জোটের পক্ষে কোনও ঘোষণা করা হয়নি ৷ সেই সময় একনাথ শিন্ডে সাতারায় নিজের গ্রামে ছিলেন ৷ সোমবার তিনি গ্রাম থেকে মুম্বইয়ে নিজের বাড়ি ফেরেন ৷ কিন্তু একদিকে যখন মুম্বইয়ে মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার প্রস্তুতি তুঙ্গে, তখন হাসপাতালে পৌঁছান তিনি ৷
এই অবস্থায় দেবেন্দ্র ফড়নবীশ তাঁর স্বাস্থ্যের খবর নেন ৷ মঙ্গলের বিকেলে শিন্ডের সঙ্গে দেখা করেন ফড়নবিশ ৷ তাঁকে সরকার গড়ার আমন্ত্রণ জানান ৷ মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ নিজেই একথা সাংবাদিকদের বলেন ৷
তিনি কী সরকারে যোগ দিতে ইচ্ছুক ? এর উত্তর এড়িয়ে যান ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ৷ তিনি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে বলেন ৷ 2022 সালের জুলাই মাস থেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন ৷ এই সময় অজিত পাওয়ার হাসতে হাসতে বলেন, "ওঁর অভিজ্ঞতা আছে ৷ উনি সকালে এমনকী বিকেলেও শপথ নিতে পারেন ৷"
সম্প্রতি মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে 288টি আসনের মধ্যে 132টি আসনেই জয় পেয়েছে বিজেপি ৷ শিন্ডের শিবসেনা পেয়েছে 57টি এবং এনসিপি 41টি আসনে জয়ী হয়েছে ৷ মহাযুতির এই বিপুল জয়ে ফিকে হয়ে যায় মহাবিকাশ আঘাড়ি (এমভিএ) জোট ৷ এমনকী বিরোধী দলের প্রয়োজনীয় আসন সংখ্যাও নেই জোটের, কংগ্রেস, শিবসেনা (ইউবিটি) ও এসসিপির (শরদ পাওয়ার) কাছে ৷