ETV Bharat / state

নোয়াপাড়া থেকে বিমানবন্দর স্টেশন পর্যন্ত সফল ট্রায়াল রান, পরিষেবা চালুর অপেক্ষায় শহর - KOLKATA METRO

সফল হল নোয়াপাড়া থেকে জয় হিন্দ স্টেশন পর্যন্ত মেট্রোর ট্রায়াল রান ৷ আগে প্রি-ট্রায়াল রান হয়েছিল । আর আজ প্রথম মহড়া দৌড় সম্পন্ন হল।

Kolkata Metro Yellow Line Trial Run
নোয়াপাড়া থেকে বিমানবন্দর স্টেশন পর্যন্ত ট্রায়াল রানের মুহূর্ত (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 24, 2025, 10:27 PM IST

Updated : Jan 24, 2025, 10:33 PM IST

কলকাতা, 24 জানুয়ারি: ডিসেম্বরের পর আজ শুক্রবার ফের নোয়াপাড়া থেকে বিমানবন্দর স্টেশন পর্যন্ত হল মেট্রোর ট্রায়াল রান । গত 14 ডিসেম্বর প্রি-ট্রায়াল রান হয়েছিল । আজ ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে দমদম পর্যন্ত প্রথম মহড়া দৌড় সম্পন্ন হল ।

বলাই বাহুল্য যে, এই রুটে মেট্রো পরিষেবা চালু হয়ে গেলে যানজট এড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত যাতায়াত অত্যন্ত সহজ হবে । খরচের পাশাপাশি সময়ও বাঁচবে ৷ ইস্ট-ওয়েস্ট মেট্রোর ইয়েলো লাইনের নোয়াপাড়া থেকে জয় হিন্দ মেট্রো স্টেশন বা বিমানবন্দর অংশের কাজ শেষ হয়েছে ।

ট্রায়াল রানের মুহূর্ত, দেখুন ভিডিয়ো (ভিডিয়ো সৌজন্যে : কলকাতা মেট্রো কর্তৃপক্ষ)

আজকের এই ট্রায়াল রানে কলকাতা মেট্রো এবং নির্মাণকারী সংস্থা কেএমআরসিএলের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন । নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর পর্যন্ত 7.04 কিমি মেট্রো রুটে প্রথমবার সফলভাবে ট্রায়াল রান সম্পন্ন হয়েছে । আজ বেলা 12টা 09 মিনিটে নোয়াপাড়া থেকে ট্রায়াল রেক নম্বর MR 408 জয় হিন্দ মেট্রো স্টেশনের দিকে রওনা হয় । পৌঁছয় 12টা 31 মিনিটে ৷ এরপর বিমানবন্দর স্টেশন পরিদর্শন করেন আধিকারিকরা । তারপর আবার 1টা 57 মিনিটে রেকটি নোয়াপাড়ার উদ্দেশ্যে রওনা হয়ে 2টো 21 মিনিটে নোয়াপাড়া পৌঁছয় ।

Kolkata Metro Yellow Line Trial Run
স্টেশন পরিদর্শন করার মুহূর্তে আধিকারিকরা (ইটিভি ভারত)
এই রুটে পরিষেবা চালু হয়ে গেলে বিমানবন্দর মেট্রো স্টেশনটি ভারতের অন্যতম ব্যস্ত ভূ-গর্ভস্থ স্টেশন হবে । অন্যদিকে, এই স্টেশনে ইয়েলো লাইনের সঙ্গে অরেঞ্জ লাইনের সংযোগ স্থাপিত হবে । যাত্রীদের সুবিধার জন্য এই স্টেশনে 180 মিটার লম্বা 5টি প্ল্যাটফর্ম থাকবে ।

এছাড়াও থাকবে 12টি চলন্ত সিঁড়ি, 6টি লিফট এবং 6টি সিঁড়ি । যশোর রোড ও বিমানবন্দরকে যুক্ত করতে আলাদা আলাদা সাবওয়ে থাকবে । সাবওয়েতেও প্ল্যাটফর্ম ও কনকোর্স স্তরের সংযোগের জন্য থাকবে চলন্ত সিঁড়ি, লিফট এবং ট্র্যাভেলেটর । রুটটির মোট দৈর্ঘ্য 7.03 কিমি, যার মধ্যে 1.8 কিমি ভূগর্ভস্থ এবং 5.23 কিমি মাটির উপর । নোয়াপাড়া স্টেশনে ব্লু লাইন এবং ইয়েলো লাইন যুক্ত হবে ।

Kolkata Metro Yellow Line Trial Run
স্টেশন পরিদর্শনে কলকাতা মেট্রো এবং নির্মাণকারী সংস্থা কেএমআরসিএলের উচ্চপদস্থ আধিকারিকরা (ইটিভি ভারত)
এই রুটে যে স্টেশনগুলো রয়েছে সেগুলি হল নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, জেসোর রোড, জয় হিন্দ বিমানবন্দর । এই স্টেশনগুলির কনকোর্স এলাকাটি মোট 14,645 বর্গমিটার । একটি 330 মিটার দীর্ঘ এবং 10.5 মিটার চওড়া সাবওয়ে জেসোর রোডকে জয় হিন্দ বিমানবন্দর স্টেশনের সঙ্গে সংযুক্ত করবে । এই সাবওয়েতে 4টি লিফট, 6টি জেসোর রোড এবং দমদম ক্যান্টনমেন্ট স্টেশনেও আধুনিক যাত্রী সুবিধা-সহ 180 মিটার লম্বা দুটি প্ল্যাটফর্ম থাকবে ।

কলকাতা, 24 জানুয়ারি: ডিসেম্বরের পর আজ শুক্রবার ফের নোয়াপাড়া থেকে বিমানবন্দর স্টেশন পর্যন্ত হল মেট্রোর ট্রায়াল রান । গত 14 ডিসেম্বর প্রি-ট্রায়াল রান হয়েছিল । আজ ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে দমদম পর্যন্ত প্রথম মহড়া দৌড় সম্পন্ন হল ।

বলাই বাহুল্য যে, এই রুটে মেট্রো পরিষেবা চালু হয়ে গেলে যানজট এড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত যাতায়াত অত্যন্ত সহজ হবে । খরচের পাশাপাশি সময়ও বাঁচবে ৷ ইস্ট-ওয়েস্ট মেট্রোর ইয়েলো লাইনের নোয়াপাড়া থেকে জয় হিন্দ মেট্রো স্টেশন বা বিমানবন্দর অংশের কাজ শেষ হয়েছে ।

ট্রায়াল রানের মুহূর্ত, দেখুন ভিডিয়ো (ভিডিয়ো সৌজন্যে : কলকাতা মেট্রো কর্তৃপক্ষ)

আজকের এই ট্রায়াল রানে কলকাতা মেট্রো এবং নির্মাণকারী সংস্থা কেএমআরসিএলের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন । নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর পর্যন্ত 7.04 কিমি মেট্রো রুটে প্রথমবার সফলভাবে ট্রায়াল রান সম্পন্ন হয়েছে । আজ বেলা 12টা 09 মিনিটে নোয়াপাড়া থেকে ট্রায়াল রেক নম্বর MR 408 জয় হিন্দ মেট্রো স্টেশনের দিকে রওনা হয় । পৌঁছয় 12টা 31 মিনিটে ৷ এরপর বিমানবন্দর স্টেশন পরিদর্শন করেন আধিকারিকরা । তারপর আবার 1টা 57 মিনিটে রেকটি নোয়াপাড়ার উদ্দেশ্যে রওনা হয়ে 2টো 21 মিনিটে নোয়াপাড়া পৌঁছয় ।

Kolkata Metro Yellow Line Trial Run
স্টেশন পরিদর্শন করার মুহূর্তে আধিকারিকরা (ইটিভি ভারত)
এই রুটে পরিষেবা চালু হয়ে গেলে বিমানবন্দর মেট্রো স্টেশনটি ভারতের অন্যতম ব্যস্ত ভূ-গর্ভস্থ স্টেশন হবে । অন্যদিকে, এই স্টেশনে ইয়েলো লাইনের সঙ্গে অরেঞ্জ লাইনের সংযোগ স্থাপিত হবে । যাত্রীদের সুবিধার জন্য এই স্টেশনে 180 মিটার লম্বা 5টি প্ল্যাটফর্ম থাকবে ।

এছাড়াও থাকবে 12টি চলন্ত সিঁড়ি, 6টি লিফট এবং 6টি সিঁড়ি । যশোর রোড ও বিমানবন্দরকে যুক্ত করতে আলাদা আলাদা সাবওয়ে থাকবে । সাবওয়েতেও প্ল্যাটফর্ম ও কনকোর্স স্তরের সংযোগের জন্য থাকবে চলন্ত সিঁড়ি, লিফট এবং ট্র্যাভেলেটর । রুটটির মোট দৈর্ঘ্য 7.03 কিমি, যার মধ্যে 1.8 কিমি ভূগর্ভস্থ এবং 5.23 কিমি মাটির উপর । নোয়াপাড়া স্টেশনে ব্লু লাইন এবং ইয়েলো লাইন যুক্ত হবে ।

Kolkata Metro Yellow Line Trial Run
স্টেশন পরিদর্শনে কলকাতা মেট্রো এবং নির্মাণকারী সংস্থা কেএমআরসিএলের উচ্চপদস্থ আধিকারিকরা (ইটিভি ভারত)
এই রুটে যে স্টেশনগুলো রয়েছে সেগুলি হল নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, জেসোর রোড, জয় হিন্দ বিমানবন্দর । এই স্টেশনগুলির কনকোর্স এলাকাটি মোট 14,645 বর্গমিটার । একটি 330 মিটার দীর্ঘ এবং 10.5 মিটার চওড়া সাবওয়ে জেসোর রোডকে জয় হিন্দ বিমানবন্দর স্টেশনের সঙ্গে সংযুক্ত করবে । এই সাবওয়েতে 4টি লিফট, 6টি জেসোর রোড এবং দমদম ক্যান্টনমেন্ট স্টেশনেও আধুনিক যাত্রী সুবিধা-সহ 180 মিটার লম্বা দুটি প্ল্যাটফর্ম থাকবে ।
Last Updated : Jan 24, 2025, 10:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.